GIS যেসব প্রশ্নগুলির উত্তর দেয় (Question that a GIS answer)
জীবনের প্রতিটি পদক্ষেপেই প্রযুক্তি ওতপ্রতোভাবে জড়িয়ে আছে। ইহা সীমা পরিসীমাবিহীন। যাইহোক কিছু সাধারণ প্রশ্নের উত্তর GIS-এর দ্বারা অনায়াসে পাওয়া যায় যা আমাদের জীবনের যেকোন ঘটনার সমাধানে সক্ষম। প্রশ্নগুলি হল-
A. Identity: What is the... (Identity of an Entity Feature)?
GIS technology-এর Quary-এর মাধ্যমে কোন Feature-এর নির্দিষ্ট অবস্থান সম্বন্ধে জানা যায়। উদাহরণস্বরূপ কোন ব্যক্তি কোন নির্দিষ্ট ঠিকানা বা কোন মালিকের সম্পত্তির অবস্থান সম্পর্কে জানতে পারেন। আবার মানবদেহ সংস্থানের অঙ্কিত চিত্রের সাহায্যে একজন GIS ব্যবহারকারী মানবদেহের নির্দিষ্ট কোন অঙ্গের অবস্থান এবং তার সঙ্গে জড়িত বৈশিস্টাবলী (attributes) যেমন অঙ্গাটির নাম, আকার, কার্যপ্রণালী এবং testing-এর ফলাফল সম্পর্কে জানতে পার
B. Location: Where is... (Location of a Particular Feature)?
GIS-এর সাহায্যে কোন বস্তু বা feature-এর উৎপত্তি বা চারিত্রিক বৈশিষ্টাবলী (Attribute) যুক্ত কোন তিমালা St নির্ণয় করতে পারি। যেমন-GIS-এর সাহায্যে 100 বছরের প্লাবনভূমির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আমরা নির্ণয় করতে প আবার এর অন্য একটি উদাহরণ হল--GIS-এর দ্বারা কোন একটি অঞ্চলের সকল স্কুল পড়ুয়াদের বাসস্থানকে আমর করতেও পারি।
C. Trends: How has the change occurred... (Geo-graphic occurrence or tress th have changed or in process of changing)?
Database-এর কোন tabular datasetকে পর্যালোচনা করার সময় data-এর ধরন বা প্রবণতাকে visualize করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু graphically visualize করতে সুবিধা প্রদান করে। যেমন-Police Department GIS technology ব্যবহার করে কোন অপরাধ সংক্রান্ত ঘটনাবলী ও তার অবস্থান অনুসারে ঘটনার ধরন, শহরে অপরাধের প্রকৃতি ও সময় সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। আবার ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক আছে কিনা দেখার জন্য দুটি Dataset-কে মিলিয়েও দেখা হয়। আবার দুটি Demographic Dataset এর মধ্যে Spatial Relationship-কে, যেমন- ঘর প্রতি আয়, শিক্ষা, ধর্ম ইত্যাদিকে GIS-এর দ্বারা প্রদর্শন করা সম্ভব।
D.What if... (Model based Question-to find out the Minimum Distance, Suitable Las or Risk Prone Area)?
GIS-কোন জিনিসের Model তৈরীতে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। যেমন-স্যানিটরী, নর্দমা তৈরীর জন্য Gif এর Model ব্যবহার করায় এই Project আরও পূর্ণতা অর্জন করেছে। GIS-technology-এর দ্বারা Construction ধরন এবং এই উন্নতি কীভাবে ইহার ধারণ ক্ষমতা ও প্রবাহের ওপর কী ধরনের প্রভাব ফেলেছে তা এর মাধ্যমে জানা যায়।