GIS-এর ফলাফল (Output of GIS)
প্রযুক্তিগত উন্নতি আমাদের জীবনকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে, যা থেকে GIS-ও বাদ যায় না। আমরা আগেই জানি যে, GIS থেকে উৎপন্ন ফলাফল Decision-making Processes এর কাজে লাগে। যদি GIS-এ আউটপুট প্রদানের ক্ষেত্রে সঠিক নির্দেশিকা না অবলম্বন করা হয় (যেমন-Data quality, Analysis-এ ভুল) তবে ঐ আউটপুটও একই মস্ত স্কুলের উৎস হতে পারে। কোন আউটপুট যতটা সম্ভব সরল ও সহজ হওয়া উচিত যা কোন দ্ব্যার্থ ভাব প্রকাশ করবে না।
এখানে বিভিন্ন ধরনের Output যেমন-
Text (Table, Lists, Number বা Queary-এর সাপেক্ষে কোন Text)
Graphics (Maps, Screen Display, Graphs, Perspective Plots)
Digital Data (Disk, Tape বা কোন Network-& Transmitted কোন তথ্য)
Computer Generated Sound বা Image
বর্তমানে বিভিন্ন Graphic Output (যেমন Map)-ই অধিক জনপ্রিয়। নীচে এদের সম্বন্ধে আলোচনা করা হল-
চিত্রিত ফলাফল (Graphics Output):
বিভিন্ন Graphic Output এর মধ্যে মানচিত্রই বেশী জনপ্রিয়। বর্তমানে বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে GIS মানচিত্র তৈরী হচ্ছে যা কোন বস্তুর দৈশিক তথ্য ছাড়াও এর আকার, আকৃতি, অবস্থান, ধরন, ধারাবাহিক সম্বন্ধে আমাদের জ্ঞান দেয়। International Cartographic Association মানচিত্রকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করেছে-
"A representation, normally to scale and on a flat medium, of a selection of meterial or abstract feature on or in relation to the surface of the Earth."
বিভিন্ন GIS Software বর্তমানে মানচিত্র তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোন মানচিত্রের মধ্যে যে তথ্য রয়েছে তা বিভিন্নভাবে প্রকাশ করা যায়। যেমন-
(1) অনন্য মানের মানচিত্র (Unique Value Map): এইপ্রকার মানচিত্র তখনই ব্যবহার করা হয় যখন একই মানচিত্রে বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য বোঝাতে বিভিন্ন রং ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে, একই মানচিত্রে চার ধরনের মাটিক চার প্রকার রং দ্বারা প্রকাশ করা যেতে পারে।
ক্রমবর্ধমান মানযুক্ত রীন মানচিত্র (Graduated Colour Map): কোন মানচিত্রে যখন ক্রমবর্ধমান কোন তথ্যকে তার ক্রম অনুসারে প্রকাশ করা হয় তখন এই প্রকার পদ্ধতি ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোন শহরের উন্নতার পার্থক্য বোঝাতে এই প্রকার মানচিত্র ব্যবহার করা যেতে পারে। ক্রম অনুসারে সাজানোর ক্ষেত্রে এই প্রকার মানচিত্র খুবই প্রয়োজনীয় সংখ্যাতাত্তিক তথ্য, যেমন-পরিমাপ, দাম, শতাংশের পরিমাণ ইত্যাদি এই মানচিত্রের মাধ্যমে খুব ভালোভাবে প্রকাশ করা যায়।
(3) ক্রমবর্ধমান মানযুক্ত চিহ্নসম্বলিত মানচিত্র (Graduated Symbol Map): এই প্রকার মানচিত্র Graduated Colour Map-এর মতই একই প্রকার। কিন্তু এক্ষেত্রে তথ্য প্রকাশের জন্য একই সঙ্গে রং এবং প্রতীক চিহ্ন উভয়ই ব্যবহত হয়, যা আবার বিভিন্ন মাপের বা বিভিন্ন প্রস্থ বিশিষ্ট হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, জনসংখ্যার ভিত্তিতে রাস্তার ট্রাফিক চলাচলের মানচিত্র প্রকাশ করার জন্য এই প্রকার মানচিত্রের ব্যবহার করা যেতে পারে।
(4) বিন্দু ঘনত্বের মানচিত্র (Dot Density Map): এই প্রকার মানচিত্রের ক্ষেত্রে বিভিন্ন বিন্দু ব্যবহৃত হয় মানচিত্রের তথ্য প্রকাশের জন্য। মানচিত্রের মধ্যে যদি একটি বিন্দুকে 100 জন জনসংখ্যার সমান ধরা হয় তাহলে 1000 জন জনসংখ্যা প্রকাশ করতে ওই নির্দিষ্ট ক্ষেত্রের (Polygon) মধ্যে 10 টি বিন্দু প্রকাশ পাবে। এইভাবে বিন্দুর ঘনত্ব দ্বারাও মানচিত্র প্রকাশ করা যেতে পারে। ইহা সাধারণত জনসংখ্যার পরিমাণ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়.