welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মানচিত্রকরণ ও GIS-এর ইতিহাস (The History of Mapping and GIS)

মানচিত্রকরণ ও GIS-এর ইতিহাস (The History of Mapping and GIS)


Geographical Information System-কে বর্তমানে যে অবস্থায় আমরা লক্ষ্য করি যুগের আদিকালে তেমন ছিল না। যদি আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো GIS কিভাবে ক্রমশ উন্নতি লাভ করেছে।

600 BC : GIS এর প্রথম উল্লেখ লক্ষ্য করা যায় মহাভারতে যেখানে পাহাড়ের বিস্তার, নদীর বিস্তৃতি, জনপদ ইত্যাদির নাম পাওয়া যায়।

500 BC : যুগের আদিকালে যেমন কোনো Computer ছিল না তেমনি কোন কাগজ ছিল না। তারা কাদা বা বালির উপর ম্যাপ বা ছবি আঁকত। পূর্বে এক্সিমো বা বেদুইনদের মানচিত্র অঙ্কনের কোনো শিক্ষাই ছিল না কিন্তু তারা জন্মগত ভাবেই চামড়ার উপর বা বালির উপর তারা তাদের পরিচিত স্থানের মানচিত্র এঁকে ফেলত।

12 B.C.: দার্শনিক প্লেটো বলেন যে পৃথিবী সমতল নয় পৃথিবী গোলাকার।

4 B.C.: মেগাস্থিনিসের বিখ্যাত গ্রন্থ 'INDIKA' অনুসারে গ্রীকদের দ্বারা প্রথম ভারতের মানচিত্র তৈরী হয় যেখানে ভারতের সীমানা নির্দেশ হয়।

127-148 AD: টলেমী 100 মানচিত্র সহযোগে World Atlas তৈরী করেন।

1351 সাল : The Medi Sea Atlas 'World Map' প্রকাশ করে।

1375 সাল: Catalan Cartographer-দের দ্বারা Catalan Atlas প্রস্তুত করেন।

1436 সাল: Bianco's World Map প্রস্তুত হয় যেখানে মানচিত্রের মাধ্যমে সমুদ্র এবং মহাদেশকে স্পষ্টভাবে বোঝানো হয়।

1447 সাল: Fra Manro দ্বারা পৃথিবীর মানচিত্র তৈরী হয়।

1477 সাল: Dominus Nicholaus Germans দ্বারা প্রথম পৃথিবীর মানচিত্রের ছাপা সংস্করণ প্রকাশ হয়।

1492 সাল : কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন।

1498 সাল : ভাস্কো-ডা-গামা ভারত আবিষ্কার করেন।

1500 সাল : Cabral-এর দ্বারা ব্রাজিল আবিষ্কৃত হয়।

1531 সাল : Gerhard Mercator পৃথিবীকে একটি গ্লোবের আকারে উপস্থাপন করেন।

1569 সাল : Gerhard Mercator বিশাল পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন। 6951

1571সাল :Abraham Ortelius একটি Atlas তৈরী করেন যার নাম ছিল 'Theatrum Orbis Terrarum

1571 সাল : আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন রাজা টোডরমল জমি জরিপের উপর নির্ভর করে জমির রাজস্ব আদায়ের উপায় বের করেন।

1578 সাল : Gerhard Mercator টলেমীর পৃথিবীর মানচিত্রের নতুন সংস্করণ বের করেন।

1609 সাল : গ্যালিলিও মহাজগতের ধারণা দেন। তিনি বলেন পৃথিবীর চারিদিকে সমস্ত বস্তু ঘোরে এবং পৃথিবী তার কেন্দ্রে অবস্থান করে।

1687 সাল : স্যার আইজ্যাক নিউটন বলেন যে পৃথিবী তার মেরুপ্রদেশের দিকে সামান্য চাপা।

1717 সাল : মোগল সাম্রাজ্যের সীমানা নির্ধারিত হয়।

1752 সাল : Jean Baptise Bourguignon d' Anville দ্বারা ভারতের বিশদ মানচিত্র প্রস্তুত হয়।

1767 সাল : ইন্ট-ইন্ডিয়া কোম্পানীর দ্বারা 'Survey of India' (SOI) প্রতিষ্ঠা হয়।

1781 সাল: ভারতীয় ভূগোলের জনক সার্ভেয়ার জেনারেল জেমস রেনেল প্রথম 'Bengal Atlas' প্রকাশিত করেন এবং পরে তিনি 'Bihar Atlas' প্রকাশ করেন।

1784 সাল :Lt. Col Mark Wood কলকাতা শহরের নক্সা প্রস্তুত করেন।

1785 সাল : প্রথম 'Hindustan' (India) মানচিত্র প্রকাশিত হয়।

1772 সাল : A. Upjohn কলকাতা শহরের মানচিত্র তৈরী করেন।

1802 সাল : The Great Trigonometrical Survey of India (GTS) এর কাজ শুরু হয়।।

1812 সাল: The Development of German Geography Atlas Geographique et Physique' প্রকাশ করতে শুরু করে।

1820 সাল : মধ্যম মানের স্কেল সহযোগে (1: 253,440) মানচিত্র প্রস্তুত করা শুরু হয় এবং GTS তার সঙ্গে মানচিত্র গঠনে সাহায্য করে।

1851 সাল : Thomas Oldham কলকাতাতে আসার পর কলকাতাতে Geological Survey of India-এর প্রতিষ্ঠা হয়।

1852 সাল : P.W. Simmis কলকাতা শহরের মানচিত্র তৈরী করেন।

1859 সাল : Gaspard Felix Tournachon এর দ্বারা রিমোট সেন্সিং ব্যবস্থায় বায়বচিত্রের মাধ্যমে ভূমি জরিপের কাজ শুরু হয়।

1861 সাল : Archaeological Survey of India (ASI) প্রতিষ্ঠিত হয়।

1871 সাল : GTS সার্ভেতে 16inch = | mile হিসাবে ভূমি জরিপের কাজ শুরু হয় যা পরবর্তীকালে মৌজা মানচিত্রের কাজে লাগে।

1872 সাল: ভারতে প্রথম জনগণনার কাজ শুরু হয়।

1874 সাল: 'The Marine Survey of India' প্রতিষ্ঠিত হয় এবং 'Systematic Hydrographic Survey হয়

1875 সাল: 'Indian Meteorological Department (IMD) প্রতিষ্ঠিত হয়।

1891 সাল: Professor A. Penck 1: 1 million স্কেলে পৃথিবীর মানচিত্র প্রস্তুত করার ধারণা দেন।

1903 সাল: 856 টি পৃষ্ঠাতে কলকাতা শহরের মানচিত্র প্রস্তুত হয়।

1909 সাল: প্রথম চলমান বায়ব ছবি তোলা হয় ইটালীতে।

1910 সাল : The International Society of Photogrammetry (ISP) প্রতিষ্ঠা হয়।

1914-18 সাল: প্রথম বিশ্বযুদ্ধের সময় বিপুল পরিমাণ বায়বচিত্র সংগ্রহ করা হয় এবং তা মানচিত্রকরণ করা হয়।

1921 সাল : "The International Hydrographic Bureau' (IHB) প্রতিষ্ঠিত হয় এবং Hydrographe Database Creation শুরু হয়।

1922 সাল :Brussels- The International Geographical Union প্রতিষ্ঠা হয়।

: 1: 63,360 স্কেলে The British Survey of India'-এর মানচিত্র প্রস্তুত হয়।

: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারী জরিপের কাজ শুরু হয়।

J. Tyrwhitt Manual Map Overlay' এর ধারণা দেন।

: National Atlas and Thematic Mapping Organization (NATMO) স্থাপিত হয় ভারতে।

: সোভিয়েত ইউনিয়ন থেকে ক্যামেরা সমেত প্রথম উপগ্রহ 'স্পুটনিক' উৎক্ষেপণ হয়।

1958 সাল : National Aeronauties and Space Administration (NASA) স্থাপিত হয়।

1959 সাল: International Cartographic Association এর প্রতিষ্ঠা হয়।

1963 সাল : কানাডার ভূমি জরিপের কাজ করার জন্য এবং বিশ্লেষণ করার জন্য Canada Geographic Information System (CGIS) তৈরী করা হয়।

1964 সাল: Howard Fisher দ্বারা 'The Harvard Lab for computer Graphics and Spatial Analysis স্থাপিত হয়।

1966 সাল : Indian Photo-Interpretation (IPI) প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে Indian Institute of Remote Sensing (IIRS) নামে পরিচিত।

1968 সাল : GOES এর উৎক্ষেপণ হয়।

1969 সাল : Mettarg অত্যাধুনিক 'Map Overlay' ধারণা তুলে ধরেন।

1969 সাল : Indian Space Research Organization (ISRO) স্থাপিত হয় ব্যাঙ্গালোরে।

1969 সাল: Harvard Lab-এর সহযোগিতায় প্রযুক্তির উপর নির্ভর করে ESRI এবং Intergraph Corporation স্থাপিত হয়।

1972 সাল: মানচিত্রকরণের সুবিধার জন্য প্রথম Landsat Satellite ERTS-1 উৎক্ষেপণ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01