GIS ডেটা মডেল (GIS Data Model)
Geographical Information System-এ ভূ-চিত্রকে বা কোন তথ্যকে GIS-এর কাজে ব্যবহার করার জন্য যেসব নেতিক সূত্রযুক্ত কাঠামো ব্যবহার করা হয় তাকে GIS-এর পরিভাষায় Data Model বলে। অর্থাৎ পৃথিবীর মধ্যস্থ সমস্ত রসুরুকে যে সূত্রের দ্বারা GIS-এর কাজে Data হিসাবে ব্যবহার করা যায় তাকেই Data Model বলে। GIS-এর ব্যবহারের করে Data Model-কে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা-
(1) Spatial Data Model(Attribute Data Model)
দৈশিক ডেটা মডেল (Spatial Data Model):
সাধারণভাবে দৃশ্যমান পৃথিবীতে যা কিছু বস্তু দেখা যায় সমস্ত বস্তুই GIS-এর ভাষায় Spatial Data নামে পরিচিত এবং তা তখন নির্দিষ্ট নিয়ম মেনে মানচিত্রে উপস্থাপিত হয় তখন তাকে Spatial Data Model নামে পরিচিত। Spatial Data Model-কে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়।সরলভাবে ভাগ করা যায়।
(i) Raster Data Model
(ii) Vector Data Model
(iii) Image Data Model