welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

GIS -এর তথ্য উপাদান এবং মডেল(GIS DATA ELEMENTS AND MODELS)

GIS -এর তথ্য উপাদান এবং মডেল(GIS DATA ELEMENTS AND MODELS)


 ভূমিকা (Introduction):

Geographic Information System বিপুল পরিমান এবং বিশাল আয়তনের তথ্যের সঙ্গে কাজ করে। কম্পিউটারে GIS এর কাজ করার জন্য ডেটা বা তথ্যের প্রকৃতি তার বৈশিষ্ট এবং যার দ্বারা তথ্য সংগ্রহ করা হয় সেই সব যন্ত্রাবলীর কার্যপ্রনালী জানা খুব প্রয়োজন। GIS-এর ক্ষেত্রে Data একটি অতি প্রয়োজনীয় অঙ্গ্য, কিছু কিছু Project-এর জন্য হড়ি প্রয়োজনীয় ডিজিট্যাল ডেটা পাওয়া যায়। কিন্তু বেশীর ভাগ Project-এর জন্য অতি প্রয়োজনীয় ডিজিট্যাল ডেটা পাওয়া যায় না, সে ক্ষেত্রে তথ্য বা ডেটা সংগ্রহ করতে হয়। কিন্তু বর্তমানে অনেক সরকারী সংস্থা বা বেসরকারী সংস্থার দ্বারা ডেটা পাওয়া খুবই সহজসাধ্য হয়ে গেছে। যদি একটি নির্দিষ্ট কাজের জন্য Data পাওয়া না যায় তাহলে আমরা উপগ্রহ চিত্র (Satellite Imageries), GPS এবং অন্যান্য যন্ত্রের ব্যবহার করে Data পেতে পারি।

GIS তথ্যের প্রকারভেদ (GIS Data Types):

GIS-এর ক্ষেত্রে আমরা যে সব Data ব্যবহার করে থাকি তাদের সাধারণ ভাবে দু'ভাগে ভাগ করা যায়। যথা-

(i) Spatial Data

(ii) Aspatial Data বা Attribute Data


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01