GIS এবং অন্যান্য সতন্ত্র বিষয় (GIS and Other Disciplines)
GIS-এর বর্তমানে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা "Geomatics", "Geoinformatio বা "Geospatial Information Science" নামে বিভিন্ন সরকারী সংস্থা, শিক্ষামূলক প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলিতে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। GIS হল এমন একটি বিষয় যা technological field ও প্রচলিত বিষয়গুলিকে (যেমন-Geography, Statistics, Agriculture, Engineering, Cartography, Operational Research, Bio-science, Remote Sensing - এবং অন্যানা) একই বন্ধনে আবন্ধ করেছে। তাই GIS- "Enabling Technology"ও বলা হয়ে থাকে কারণ এতে - প্রচুর নিয়ম ও সুবিধা রয়েছে যা প্রত্যেকটি বিষয়ের সঙ্গে spatial data-এর সমন্বয় ঘটায়। যখন কিছু বিষয় Field Data collection-এর ওপর জোর দেয় তখন GIS জোর দেয় data integration, modelling analysis-এর ওপর। তাই ইহাকে "Science of Spatial Information"ও বলা হয়। ভুগোলকে বাদ দিলেও বিভিন্ন বিষয়ের সঙ্গে GIS সম্পর্কিত। যা নিচের চিত্রে ও Table-এর সাহায্যে বর্ণিত হল.