welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

GIS-এর সংজ্ঞা ও ধারণা (Defination and Concept of GIS)

GIS-এর সংজ্ঞা ও ধারণা (Defination and Concept of GIS)


উপরোক্ত আলোচনার পর আমরা GIS-এর বিষয়ে আলোকপাত করতে পারি যে Geographical Information System (GIS) কী? বিভিন্ন দৃষ্টিভঙ্গীর দ্বারা GIS-এর সম্পর্কে আলোকপাত করা যায়। যেমন-

GIS হল-"A powerful set of tool for collecting, storing, retrieving at will, transforming and displaying spatial data from the real world for a perticular set of purpose" (Burrough, 1986).

অথবা, "A database system in which most of the data are spatially indexed and upon which a set of procedure operated in order to answer queries about spatial entities in the database" (Smith et. al., 1987).

কিন্তু কিছু লোকের ধারণা অনুযায়ী GIS শুধুমাত্র একটি Computer System নয়, ইহা তার থেকেও কিছু বেশী। It is a decision support system which "involves the integration of spatially referenced data in a problem solving environment" or even "an institutional entity" that "integrates technology with database and expertise" (Carter, 1989).

এই দৃষ্টিভঙ্গি বজায় রেখে ও বর্তমানে GIS-এর ভূমিকা ও কার্যক্ষমতার কথা মাথায় রেখে আমরা GIS-কে নিম্নরূপ সংজ্ঞায়িত করতে পারি-

GIS is an information system used to store, organize, retrieve, analyze, output and update Georeferenced (or spatially refferenced) data, in order to support decision making for planning and management of activities like natural resource and environmental management, transportation and telecommunication utilities, commerce and business affairs, defence service and various administrative management. Interestingly, the term itself is becoming hybrid and modified to satisfy intellectual, cultural economic and even political objectives (Demers, 2000).

এইভাবে ভারতে ইহা Geographic Information System নামে পরিচিত, যেখানে ইহা ইউরোপে Geographical Information System Canada-এর লোকের কাছে Geomatiave (a. Geomative) হিসেবে খ্যাত। ইহা যেমন Georelational Information System (technology based) বা Spatial Data Analysis System (terminology based) বা Simply Geoscience (discipline based).

GIS-এর ধারণা (Concept of GIS)

Geographical Information System দুটি মূল ধারণার ওপর প্রতিষ্ঠিত।

(i) প্রথমত: কোন বস্তু ও তার সঙ্গে সমন্বিত বস্তুটির বৈশিষ্ট্যাবলী, যেমন- কোন উদ্ভিদ, কীভাবে একে উপমাত্ম করা যাবে, যার দ্বারা অন্যান্য লোকেরাও এর সম্বন্ধে সকল তথ্য জানতে সক্ষম হবে। তাই একটি Data Base প্রস্তুত করা হয়। যার দ্বারা ঐ উদ্ভিদটির পরিচয়, বয়স, তার উচ্চতা, স্বাস্থ্য ও অন্যান্য জিনিস সম্পর্কে জানা যায়। একটি উদ্ভিদের পরিচয় একটি রেকর্ডে ও প্রত্যেকটি বিভাগে ভাগ করে (যেমন-উদ্ভিদের উচ্চতা) একটি Field-এ রাখা হয়।

এইভাবে যদি আমরা কোন বনভূমির প্রত্যেকটি উদ্ভিদের অবস্থান নির্ণয় ও তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করতে চাই তাহলে আমাদের অনেকগুলি উদ্ভিদের সঙ্গেঙ্গ সম্পর্ক স্থাপন করতে হবে। আর তখনই তাদের অবস্থান ও কোন গাছের ('where') সাপেক্ষে কি কি তথ্য ('what') সম্পর্কিত তা নিয়ে প্রশ্ন উঠবে। তখন আমরা Mapping-এর মাধ্যমে গাছগুলির অবস্থান। (Location) ও তাদের সঙ্গে জড়িত বৈশিষ্ট্যাবলীর উপস্থাপনে সক্ষম হব। আর এখানেই GIS-এর সার্থকতা। GIS আমাদের কোন বস্তুর পরিচয় ('What it is?') ও তার দৈশিক অবস্থান (where) সম্পর্কে জানায়। আর এখানেই GIS-এর সঙ্গে CAD (Computer Assisted Design) বা CAC (Computer Assisted Cartographs) ইত্যাদি Non-Spatial Database System-এর মূল পার্থক্য।

(ii) দ্বিতীয়ত: সংগৃহীত তথ্যাবলীর প্রত্যেকটির জন্য একটি করে স্বতন্ত্র স্তর (Layer) গঠন। GIS-এর ক্ষেত্রে বিভিন্ন Earth feature যেমন নদী, রাস্তা বা বনভূমি এগুলির প্রত্যেকটিই এক একটি স্বতন্ত্র Layer-এ গঠন করা হয়ে থাকে, যাতে GIS-এর বিভিন্ন Project-এ প্রয়োজনমত গ্রহণ ও সংযুক্ত করা যেতে পারে। এই সমস্ত Layer গুলিকে সাধারণত Coverage বা Database বলা হয় এবং প্রায় সমস্ত ক্ষেত্রেই Computer file গুলি একই নামে হলেও এদের Extension আলাদা হয়। যেমন-Arc view-এর Coverage file টিকে Shape file বলা হলেও এদের 5 রকম File Format হতে পারে যেমন- (*.shp, *.sbn, .dbf. *.sbx, *.prj.) এই ধরনের Layer গুলি নির্দিষ্ট কোন Class-এর তথ্য প্রদান করেও GIS-এর নির্দিষ্ট কোন Query-এর ক্ষেত্রে ঐ Layer-এর দ্বারা নতুন কোন Layer তৈরী করা সম্ভব।

এইভাবে উদ্দেশ্যের বিভিন্নতার জন্য মৃত্তিকার বিভাগ ও নদীর Layer আলাদা হয়। সুতরাং কোন নির্দিষ্ট তথ্য Layer দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করলে মূলতঃ তিন ধরনের Feature লক্ষ করতে পারবো। যার দ্বারা একটি Layer-কে উপস্থাপন করা সম্ভব। 

(a) Points: Point কোন তথ্য প্রদানের জন্য উপযুক্ত যার দ্বারা কোন Feature-এর অবস্থান সম্পর্কে জানা যায় কিন্তু তার আকৃতি অধরাই থেকে যায়। (যেমন বাগানের মধ্যে একটি গাছের অবস্থান)।

(b) Lines: কোন রৈখিক Feature যেমন নদী বা রাস্তার উপস্থাপনে Line আদর্শ ভূমিকা পালন করে।

(c) Polygon: ইহা একটি Solid ও Multisided-এর আকৃতি। কোন area-এর উপস্থাপনে আমরা Polygon অঙ্কন করি, শুধু একটি কথা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি Polygon-এর সঙ্গে Attribute যুক্ত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01