welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

GIS-এর তথ্য বিশ্লেষণ পদ্ধতি(DATA ANALYSIS IN GIS)

GIS-এর তথ্য বিশ্লেষণ পদ্ধতি(DATA ANALYSIS IN GIS)


ভূমিকা (Introduction): বর্তমান প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে GIS হল খুব উন্নত ধরনের একটি মানচিত্র তৈরির পদ্ধতি যেখানে নিজের প্রয়োজন এযায়ী তথাকে আমরা সাজিয়ে তা বিভিন্ন পদ্ধতির দ্বারা বিশ্লেষণ করতে পারি এবং তার মানচিত্র তৈরী করতে পারি। GIS এখড়ির দ্বারা আমরা অনেকগুলো তথ্যকে একসঙ্গে পরপর সাজিয়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরী করতে পারি এবং তা একসঙ্গো প্রয়োজন অনুযায়ী বিশ্লেষণ করতে পারি। এই GIS পদ্ধতি ব্যবহার করে অনেক গবেষকগণ তাদের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য, নীংেশ, আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি প্রকৃত পৃথিবীর সাপেক্ষে তুলে ধরতে পারেন। বিগত 30 বছরের মধ্যে GIS প্রযুক্তিবিদ্যাসা থেকে বেশী উন্নতি লাভ করেছে যা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে সক্ষম। 

1.ভৌগোলিক অঞ্চলটিতে কি কি বস্তু অবস্থান করছে।

2.মানচিত্র গঠনের পরিমাণের ভিন্নতা। সবচেয়ে কম এবং সবথেকে বেশী।

3.মানচিত্রায়নের ক্ষেত্রে তথ্যের ঘনত্ব।

4.মানচিত্রের মধ্যে কি তথ্য আছে তা খুঁজে বের করা।

5. নির্দিষ্ট স্থানটির সবচেয়ে কাছে কি স্থান, বস্তু অবস্থান করছে তা খুঁজে বের করা।

6.মানচিত্রের মধ্যে পরিবর্তন খুঁজে বের করা।

GIS পদ্ধতি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এর দ্বারা পৌরসভা, রাজ্য সরকার, কোন দেশ বিভিন্নভাবে উপকৃত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, পৌরসভা কর্তৃপক্ষ, রাজা সরকার বা কোন দেশের সরকার GIS পদ্ধতি ব্যবহার করে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে সক্ষম হয়।

1.কোন্ কোন্ রাস্তাগুলি এই বছরে নতুন করে তৈরী করা হবে।

2.কোন্ কোন্ রাস্তাগুলি নতুন করে মেরামত করা হবে।

3.খালি পড়ে থাকা অংশটিকে কিভাবে আমরা পরিকল্পনামাফিক ব্যবহার করতে পারি।

4.বর্তমান শীতকালে কতটা পরিমাণ রাস্তার ধূলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি।

5.পানীয় জলের সৃষ্ট ব্যবস্থা পাইপ লাইনের মাধ্যমে কিভাবে করতে পারি।

ঘরবাড়ী তৈরি করার জন্য কনট্রাকটরগণ কোথায় বাড়ী তৈরি করা হবে, কোথায় অফিস তৈরী হবে, কোন বিল্ডিংকে কিভাবে সাজানো হবে তা সিদ্ধান্ত নেওয়ার জন্য GIS-এর ব্যবহার করেন নিম্নলিখিত বিশ্লেষণ করার জন্য।

1.জনঘনত্বের অভিক্ষেপ

2.ভূ-বৈচিত্র্যের ধরণ

3.প্রাকৃতিক শক্তির উৎস ইত্যাদি

যুচরো ব্যবসা (Retail) করার জন্য নতুন দোকানের স্থান নির্বাচনের জন্য GIS-এর ব্যবহার করে থাকে যার বিশ্লেষণের মূল উদ্দেশ্যগুলি হল নিম্নরূপ-

1.ভৌগোলিক দূরত্ব

2.সঠিক স্থান নির্বাচন

3.পরিকাঠামোর অবস্থান ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01