welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য (Features of Climatic Region)

জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য (Features of Climatic Region)


জলবায়ু অনালের কতকগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এগুলি হল- (i) একটি নির্দিস্ট জলবায়ু অঞ্চলে জলবায়ুর উপাদানগুলি প্রায় সমধর্মী হয়। (ii) জলবায়ুর বিস্তার বিভিন্ন নিয়ন্ত্রক দ্বারা নির্ধারিত হয়। (iii)উপাদানগুলির সুস্পষ্ট পার্থক্য দ্বারা জলবায়ুর সীমানা নির্ধারণ সম্ভব হয়। (iv) দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে একটি অন্তর্বর্তী অঞ্চল অবস্থান করে। এই অংশে পাশাপাশি দুটি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত অবস্থায় থাকে। (v) একটি বড়ো জলবায়ু অঞ্চলের মধ্যে উপাদানগুলির স্থানগত পার্থক্যের কারণে একাধিক উপ-অঞ্চল থাকে। (vi) উদ্ভিদের প্রকৃতি ও বণ্টনের দ্বারা জলবায়ুর বৈশিষ্ট্য সূচিত হয়। (vii) একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি, জীবজন্তুর বণ্টন, মানুষের খাদ্যাভ্যাস, বাসস্থান ও জীবনযাত্রার পদ্ধতি প্রায় একই রকম হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01