ইলিপসয়েড কো-অর্ডিনেট পদ্ধতি (Ellipsoidal Co-Ordinate System (α, λ, h)
Ellipsoidal Geodatic Co-ordinate System জিওডেটিক অক্ষরেখা (0) জিওডেটিক দ্রাঘিমারেখা (স.) এবং তুলিপসয়েডের উচ্চতা (h) দ্বারা চিহ্নিত করা হয়।
বৈশিষ্টা (Characteristics):
[i] কোন স্থানের অক্ষাংশ (৪) নিরক্ষীয় তল (1) থেকে দ্রাঘিমা তলের ওপর অবস্থিত বিন্দুর কৌণিক দূরত্বের পরিমাপ দ্বারা নির্ণয় করা হয়।
[ii] কোন স্থানের দ্রাঘিমা তলের ওপর দ্রাঘিমা (1) শ্রীণিচ দ্রাঘিমা থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঐ স্থানের দ্রাঘিমা তলের কৌণিক দূরত্বের পরিমাপকে ঐ স্থানের দ্রাঘিমা বলা হয়।
[iii] কোন স্থানের উচ্চতা Ellipsoid থেকে Ellipsoidal Normal বরাবর রৈখিক দূরত্বের পরিমাপ করা হল।