welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

রাস্টার তথ্যের উপাদান (Element of Raster Data Model)

রাস্টার তথ্যের উপাদান (Element of Raster Data Model)


Raster তথ্য ভৌগোলিক ব্যবস্থায় বিভিন্ন নামে পরিচিত। যেমন- গ্রিড, রাস্টার মানচিত্র বা Surface Image Row, Column ও Cell দ্বারা রাস্টার গঠিত হয়। কোষগুলি Image গঠিত Pixel নামে পরিচিত। আবার একটি রাস্টারে Row ও Column-গুলি উপরের বাঁ কোণ থেকে উৎপন্ন হয়। Row-গুলি সাধারণত y Co-ordinate ও Column-গুলি Co-ordinate হিসাবে কাজ করে। রাস্টারে প্রতিটি কোষকে Row ও Column এবং অবস্থান দ্বারা ব্যাখ্যা করা হয়।


রাস্টার তথ্যে একটি কোষের জন্য বিন্দু, পাশাপাশি অবস্থিত অনেকগুলি কোষের জন্য রেখা ও সন্নিহিত কোষের জন্য প্রতিনিধিত্ব করতে থাকে। যদিও স্থানিক অবয়বগুলির যথাযথ অবস্থান দেখানোর ক্ষেত্রে Raster তথ্যের কতকগুলি দুর্বলতা আছে। Algorithms গণনার ক্ষেত্রে রাস্টার তথ্য Rwo ও Column দ্বারা গঠিত Matrix ব্যবহার কারে এবং কোষ মূল্যগুলি দ্বিমাত্রিক বিন্যাস বপে সঞ্চিত থাকে। এই বিন্যাস স্তরগুলি ভৌগোলিক তথ্য ব্যবস্থায় ব্যবহৃত যে কোন Programming Language দ্বারা সহজেই ব্যাখ্যা করা যায়।

সুতরাং বাস্টার তথ্য গঠনের জন্য কতকগুলি উপাদান একান্ত প্রয়োজন। তা হল-

(1) কোথের মাम (Cell Value): রাস্টার তথ্যের প্রতিটি কোষের নির্দিষ্ট মূল্য থাকে যেগুলি Row & Colume দ্বারা নির্দিষ্ট করা বিভিন্ন স্থানিক দৃশ্যগুলির বৈশিষ্ট্যগুলিকে প্রতিনিধিত্ব করে। এই মূল্যগুলি পূর্ণসংখ্যা (Integer) অ আরো উনশীল (floating) সংখ্যার বিন্দু হিসাবে থাকতে পারে। পূর্ণ সংখ্যার মূলোর ক্ষেত্রে কোন Decimal Digit থাকে ন মেরিনে পরিবর্তনশীল সংখ্যায় থাকে। পূর্ণ সংখ্যার কোষ মূল্যগুলি সাধারণত শ্রেণিবন্ধ তথ্যগুলিকে প্রতিস্থাপন করে এর Land Cover রাস্টার নগরভূমির জন্য ।, বনভূমির জন্য 2, এবং জলভাগের জন্য ও ব্যবহার করতে পারে। পরিবর্তনীয় বিন্দু কোষ মুলাগুলি সংখ্যাতাত্ত্বিক তথ্যগুলি প্রদর্শিত করে। উদাহরণস্বরূপ, একটি Precipitation রাস্টারে 20, 15, 12, 23 Precipitation মূল্য থাকতে পারে।

(2) কোষের আকার (Cell Size): কোষের আয়তন রাস্টার তথ্য গঠনে Resolution-গুলিকে নির্দিষ্ট করে। একটি কোষের আয়তন 10 মিটার অর্থাৎ প্রতিটি কোষের আয়তন 100 বর্গমিটার। একটি 30 মিটার কোষের আয়তনের অর্থ প্রতিটি কোষের আয়তন 900 বর্গমিটার। এই কারণে 10 মিটারের রাস্টারের বিভেদন (Resolution) 30 মিটারের রাস্টারের থেকে মসৃণ হয়।

একটি বড় আকারের কোষ (Cell) স্থানিক অবয়বগুলির যথার্থ অবস্থান প্রতিস্থাপন করতে পারে না। ছোট কোষ ব্যবহার করলে বিভিন্ন অবয়বগুলি যেমন- বন, পশুচারণভূমি, জল প্রভৃতি একটি কোষে দেখালে সেগুলি মিশে যায়। কিন্তু ছোট কোষের আবার তথ্য Volume ও তথ্য পরিবেশনার সময়কে বৃদ্ধি করে।

(3) রাস্টার ব্যান্ড (Raster Band): একটি রাস্টার মডেলে এক বা বহু ব্যান্ড থাকতে পারে। বহু ব্যান্ড যুর রাস্টারের প্রতিটি কোষে বেশী করে মূল্য (Value) থাকে। Satellite Image হল বহু ব্যান্ড যুক্ত রাস্টারের একটি আদর্শ উদহারণ যেখানে প্রতিটি কোষে S-7 অথবা আরও বেশী ব্যান্ড আছে। একটি মূল্যের রাস্টারের প্রতিটি কোষে একটি করে কোষ মূল্য থাকে। Elevation রাস্টার হল একটি কোষমূল্যের রাস্টারের প্রকৃত উদহারণ, যেখানে একটি কোষের অবস্থান একটি কোষের মূল্য দ্বারা প্রকাশ করা হয়।

(4) দৈশিক প্রতিফলন (Special Referance): রাস্টার তথ্যের ক্ষেত্রে একটি স্থানিক Referance information প্রয়োজন যাতে এটি GIS-এ অন্যান্য তথ্যগুলিকে শ্রেণিবন্ধ করতে পারে। উদাহরণস্বরূপ, ভেক্টর নির্ভর মৃত্তিকা স্তরায়নের উপর রাস্টার তথ্য অধ্যারোপন করার সময় আমরা নিশ্চিত যে উভয় তথ্য একই Co-ordimate ব্যবস্থার দ্বারা গঠিত। যেটি এক্ষেত্রে মিলে যায় সেটি Georeferance Raster নামে পরিচিত।

এই ধরণের সমন্বয়ের জন্য রাস্টারে দুটি Co-ordinate পদ্ধতি প্রয়োজন। প্রথমতঃ Projected Co-ordinate System-এর উৎপত্তি নীচের বাঁ কোণের থেকে হতে পারে। যদিও রাস্টারের ক্ষেত্রে রাস্টার তথ্যের উৎপত্তি উপরের বাঁ কোণ থেকে হয়ে থাকে। দ্বিতীয়তঃ Projected Co-ordinate রাস্টারের Row ও Column এর সমান হতে হবে.

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01