welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভেক্টর ডেটা মডেলের অসুবিধা (Disadvantages of Vector Data Model)

ভেক্টর ডেটা মডেলের অসুবিধা (Disadvantages of Vector Data Model)


ভেক্টর তথা গঠনের অসুবিধাগুলি হল নিম্নরূপ-

(i) ভেক্টর ডেটা গঠন খুবই জটিল প্রকৃতির। (ii) এই পদ্ধতিতে তথ্য সংরক্ষণ অপেক্ষাকৃত ব্যয়বহুল। (iii) নিয়মিত তথ্য যেমন উচ্চতা, গঠন প্রভৃতির ক্ষেত্রে এটি সুবিধাজনক নয়। (iv) ভেক্টর তথ্য গঠন করার জন্য যেসব গাণিতিক সূত্রাবলী ব্যবহার করা হয় তা খুবই কঠিন এবং জটিল। (v) ভেক্টর ডেটা গঠনে টপোলজি তৈরী করা খুব জটিল এবং এটিকে পুনঃবার তৈরী করতে হলে টপোলজিকে সংশোধন করতে হবে। (vi) Overlaying Filtering প্রভৃতির ক্ষেত্রে ভেক্টর তথ্য গঠন বিশেষ সুবিধাজনক নয়। (vii) স্থানিক পার্থক্য ভেক্টর ডেটা মডেলের ক্ষেত্রে ভালোভাবে প্রকাশ করা যায় না।

ভেক্টর ও রাস্টার ডেটা মডেলের তুলনা (Comparison of Vector and Raster Data Format)

ভেক্টর তথ্য ও রাস্টার তথ্য গঠনের মূল কতকগুলি পার্থক্য বিদ্যমান। পার্থক্যগুলি হল-

(i) ভেক্টর ডেটা গঠনে স্থানিক বস্তুগুলিকে বিন্দু, রেখা ও ক্ষেত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। রাস্টার ডেটা গঠনে স্থানিক বস্তুগুলিকে কোষের মাধ্যমে দেখানো হয়।

(ii) ভেক্টর ডেটা গঠনে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে xy Co-ordinate হিসাবে ব্যাখ্যা করা হয়। রাস্টার ডেটা গঠনে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে কোয়ের মাধ্যমে ব্যংখ্যা করা হয়। এই কোষটি Row ও Column দ্বারা গঠিত হয়।

(iii) ভেক্টর ডেটা গঠন জটিল প্রকৃতির কিছু রাস্টার ডেটা গঠন সরল প্রকৃতির।

(iv) ভেক্টর তথ্য গঠনের ক্ষেত্রে Spatial resolution ভালো হয়।

রাস্টার তথ্য গঠনের ক্ষেত্রে স্থানিক বিভেদন কোষের আয়তন দ্বারা সীমাবন্ধ থাকে।

(v) ভেক্টর ডেটা গঠনে ভৌগোলিক বস্তুগুলিকে তার আকৃতি অনুযায়ী সঠিকভাবে উপস্থাপিত করা যায়।

রাস্টার ডেটা গঠনে ভৌগোলিক বস্তুগুলিকে তার আকৃতি অনুযায়ী উপস্থাপিত না করে আয়তক্ষেত্র রূপে উপস্থাপিত করা হল ফলে বৈশিষ্ট্যের আকৃতি সঠিকভাবে উপস্থাপিত করা যায় না।

(vi) ভেক্টর তথ্য গঠনে Resolution-এর গুরুত্ব কম। রাস্টার তথ্য গঠনে Resolution অবশ্যই প্রয়োজন। vii) GPS বা অন্য কোন ভূমি জরিপ যন্ত্রদ্বারা প্রাপ্ত তথ্যকে ভেক্টর তথ্য গ্রহণে সরাসরি ব্যবহার করা যায়। (Digitalized satellite imagery ও বায়বচিত্রকে রাস্টার ডেটা গঠনে সরাসরি ব্যবহার করা যায়।

(viii) ভেক্টর তথ্য গঠনে বৈশিষ্ট্যগুলির সীমানা বিন্দু গ্রন্থি প্রভৃতি দ্বারা সঠিকভাবে চিহ্নিত করা যায়।

রাস্টার তথ্য গঠনে সীমানা সঠিকভাবে উপস্থাপন করা যায় না।

চিত্র তথ্য মডেল (Image Data Model):

Image Data Model বেশিরভাগ ক্ষেত্রে Graphics বা কোন Pictoral তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। 'Image' শব্দটি দৃশ্যনীয় প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় এবং GIS-এর ক্ষেত্রে Image Data বেশিরভাগ ক্ষেত্রে রাস্টার তথ্য নির্দেশ করে। GIS-এর ক্ষেত্রে এই Image Data কোন তথ্যের পশ্চাৎভাগ হিসাবে ব্যবহৃত হয়। ইহা কোন বস্তুর শ্রেণিবিভক্তিকরণ, Attribute তথ্য পাওয়া ও অন্যান্য তথ্যের সহকারী তথ্য হিসাবে GIS-এ কাজ করে।

Image Data বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সঞ্চিত হতে পারে। তবে Image Data-কে সাধারণভাবে TIFF, GIFF ইত্যাদি ফরম্যাটে পেয়ে থাকি।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01