welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতে আঞ্চলিক বৈষম্যের বিভিন্ন রূপ(Different Forms of Regional disparity in India)

2 min read

ভারতে আঞ্চলিক বৈষম্যের বিভিন্ন রূপ (Different Forms of Regional disparity in India)


ভারতে আঞ্চলিক বৈষম্যের বেশ কয়েকটি রূপ লক্ষ্য করা যায়, যেমন-

(A) বৈষমোর উদ্ভব অনুসারে। According to the origin of disparity)

(i) সহজাত আঞ্চলিক বৈষম্য (Inherent regional disparities): সাধারণত ভারতের বিলি ভৌগোলিক পরিসরে বহুমুখী বৈচিত্র্য অথবা প্রাকৃতিক উপাদানগুলির অসম বণ্টন যে ভারসামইন অবস্থার সৃষ্টি করে তাকেই সহজাত আঞ্চলিক বৈষম্য বলা হয়। সাধারণত, এই ধরনের সহজাত আঞ্চলিক বৈষম্যের ক্ষেত্রে আন্তঃরাজ্যভিত্তিক খনিজ সম্পদ, শক্তি সম্পদ, জল সম্পদ, অরণ্য সম্পদ প্রভৃতির বণ্টনগত অসামঞ্জস্যতা বিবেচনা করা হয়।

(ii) স্বতঃপ্রণোদিত বা মনুষ্যসৃষ্ট আঞ্চলিক বৈষম্য (Spontaneous or man-made regional disparities): ভারতের দীর্ঘকালীন আর্থসামাজিক প্রেক্ষাপটে মানুষ নিজে থেকেই স্বতঃপ্রণোদিত বৈষম্যের পরিবেশ গড়ে তুলেছে। যেমন-অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক বিপুল বিনিয়োগ, ভর্তুকি, অনুদান, বিশেষ মর্যাদা প্রভৃতির ভিত্তিতে কিছু অঞ্চলকে উন্নয়নের নিরিখে যথেষ্ট প্রাধান্য দেওয়ার নীতিগত কৌশলে ভারতে স্বপ্রণোদিত বৈষম্য এখনও রয়ে গেছে।

(B) বৈষম্যের বণ্টন ক্ষেত্র অনুসারে (According to the distribution field of disparity)


(i) অন্তঃআশালিক বৈষম্য (Intra regional disparity): ভারতের কোনও একটি রাজ্যের অন্তর্গত বিভিন্ন জেলাগুলির মধ্যে আঞ্চলিক বৈষম্য প্রদর্শনের ক্ষেত্রে অন্তঃআঞ্চলিক বৈষম্য কথাটি ব্যবহার কর হয়। যেমন-পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে সাক্ষরতা বা জন প্রতি আয়ের ক্ষেত্রে বৈষম্য প্রভৃতি।

(ii) আন্তঃআঞ্চলিক বৈষম্য(Inter regional disparity): ভারতের অন্তর্গত বিভিন্ন অঙ্গরাজ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাপেক্ষে যখন আঞ্চলিক বৈষম্যের বিষয়টিকে উপপতিপণ করা হয়, সেটি হল আন্তঃআঞ্চলিক বৈষম্য। যেমন-ভারতের প্রধান অঙ্গরাজ্যরূপে পশ্চিমবঙ্গ, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা প্রভৃতির মধ্যে আর্থসামাজিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আঞ্চলিক বৈষম্য এর প্রকৃতির।

একড়াও, ভারতের সাথে অন্যান্য দেশের বৈষম্যের বিরটিকেও অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এশের। নং সারণিতে ভারতের সম্পদের নিরিখে বিশ্বব্যাপী সাম্যের একটি বুরূপ তুলে ধরা হল।

ভারতের আঞ্চলিক স্তরের বণ্টনগত ক্ষেত্রে গ্রামীণ-শহরে বিদ্যর্কেও অস্বীকার করা যায় না। আমাদের দেশের গ্রাম এবা শহরে বসবাসকারী মানুষের মাথাপিছু মাসিক আয়ের বিষয়টি দ্বারা এই ধরনের বৈষম্যকে সহজেই প্রকাশ করা যায়। কেন, 2011-12 খ্রিস্টাব্দে ভারতের গ্রামাঞ্চলগুলিতে মানুষের মাসিক গড় আয় ছিল যেখানে 1,1278.94 টাকা, সেখানে এহয়াঝালর মানুষের মাসিক গড় আয় ছিল 2.399.24 টাকা। এই তথ্য গ্রাম ও শহরাঞ্চলের বৈষম্যের বিষয়টিকে যথেষ্ট প্রকটভাবে নির্দেশ করে।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

  • ভারতের ভাষা অঞ্চল (Linguistic Regions of India)ভারতে ব্রিটিশদের শাসনকাল থেকে ভাষাভিত্তিক সার্ভে শুরু হয়েছিল। 1903-1928 খ্রিস্টাব্দের মধ্যে যে ভাষাভিত্তিক সমীক্ষা করা হয় তখন 179টি ভ…
  • ভারতের ভৌগোলিক অঞ্চল(Geographical Regions of India)ভারতের মতো সুবিশাল দেশে ভূ-প্রকৃতি, জলবায়ুর বৈচিত্র্য এত অধিক এবং আর্থ-সামাজিক জীবনযাত্রাও এত বৈচিত্র্যপূর্ণ যে, ভৌগোলিক অঞ্চলে …
  • তিস্তা উপত্যকার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল এই অঞ্চল সাধারনভাবে অনুচ্চ (২০০-৮০০ মি.) হলেও স্থানবিশেষে উচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে। দার্জিলিং হিমালয়ের উচ্চতম শৃঙ্গ ঋষিলা (৩,১৩০ মি.) ত…
  • জনসংখ্যা-সম্পদ অঞ্চল (Population Resource Region)পৃথিবীতে যতরকমের সম্পদ আছে, সর্বশ্রেষ্ঠ সম্পদ হল মানবসম্পদ। জনসংখ্যা ও সম্পদের মধে সম্পর্ক বিশ্লেষণ করতে গেলে তিনটি বিষয় অত্যন্ত গু…
  • ভারতের ভৌগোলিক অঞ্চল(Geographical Regions)অঞ্চল সম্পর্কে ধারণা (Concept of Region)অঞ্চল ও আঞ্চলিকীকরণ: ভৌগোলিক এবং প্রাকৃতিক উভয় প্রকার হইতে পারে। প্রাকৃতিক অঞ্চল নির্ণয়ে কেবল প্রা…
  • গাড়ি শিল্পাঞ্চল সমূহ(Car manufacturing Regions)দক্ষিণ ভারতের গাড়ি শিল্পাঞ্চল:গাড়ি শিল্প থেকে আয়ের প্রায় ৩৫% এই অঞ্চল থেকে আসে। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় গাড়ি তৈরির শিল্পাঞ্চল দক্ষিণ …

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01