পশ্চিম উপকূলীয় শীতল নাতিশীতোন্ন জলবায়ু (Cool Temparate West Coast Climate)
প্রধানত উত্তর গোলার্ধে মহাদেশের পশ্চিম উপকূলে মহাসাগরীয় বায়ুপুঞ্জ এবং উয় সমুদ্রস্রোত প্রভাবিত সালভাগ এই জলবায়ুর অন্তর্গত।
• ভৌগোলিক অবাধান (Geographical Location)
অক্ষাংশগত অবস্থান এই জলবায়ু অঞ্চলটি মূলত 35° উঃ-60° উঃ অক্ষাংশের মধ্যে অবস্থান করে।
দেশীয় অবস্থানইউরোপ উত্তর-পশ্চিম ইউরোপ (ব্রিটিশ দ্বীপপুঞ্জ, পশ্চিম ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ডেনমার্ক, নরওয়ের দক্ষিণাংশ), বাল্টিক সাগর সংলগ্ন পশ্চিমি ইউরোপ।
উত্তর আমেরিককানাডার পশ্চিম অংশ, উত্তর-পশ্চিম যুক্তরাষ্ট্র।
দক্ষিন আমেরিক। দক্ষিণ চিলি (পুয়ের্তোরিকো থেকে কেপহর্ন)।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এবং নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপীয় অংশ
• জলবায়ুর বেশিস্টন( Characterishes of the Climatel)
1. উয়তা সংক্রান্ত বৈশিষ্ট
(i) এই জলবায়ুটি মূলত খুবই শীতল প্রকৃতির
(ii) এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মের গড় উয়তা 18° সেঃ -25° সেঃ-এর মধ্যে এবং শীতকালে 2 সেঃ থেকে 10° সেঃ এর মধ্যে থাকে।
(iii) এই জলবায়ুতে মূলত চারটি ঋতুর প্রাধান্য লক্ষ করা যায়। যথা-শীত, গ্রীষ্ম, শরৎ ও বসন্ত। এই জলবায়ু আবার সমুদ্রস্রোত ও সামুদ্রিক ঝড়ের ওপরেও নির্ভর করে, বিশেষত স্কটল্যান্ড, নরওয়ে উপকূলীয় অঞ্চল এখানে উদ্বু ও শীতল স্রোতের মিলনে কুয়াশা সৃষ্টি হয়।
(iv) শীতকাল খুবই তীব্র হয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এই জলবায়ু ক্লাইমোগ্রাফে muggy অবস্থানে লক্ষ করা যায়।
মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট
(i) এই জলবায়ু অন্যলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50°-120 সেমি। মূলত বৃষ্টিপাত শীতকালেই বেশি হয়।
(ii) সারাবছরই এখানে সমুদ্র থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়।
(iii) সামুদ্রিক ঝড় বৃষ্টিপাতের পরিবেশ সৃষ্টি করে। সামুদ্রিক ঝড়গুলি পশ্চিমা বায়ুর গতিপথকে অনুসরণ করেই আসে।
(iv) শীতকালের রাতের বেলায় এখানে মাঝে মাঝে তুষারপাত হতে দেখা যায়।
স্বাভাবিক উদ্ভিদ গোষ্ঠী (Natural Vegetation)
এখানে শীতল প্রকৃতির আবহাওয়া ও তুষারপাতের কারণে সবলববীীয় উদ্ভিদ জন্মায়। এখানে প্রধানত রেড উড় আয়রন উড, ফার, সিডার, হেমলক, ক্ষুস ইত্যাদি উদ্ভিদ লক্ষ করা যায়। কৃষিক্ষেতে রাসায়নিক সার ব্যবহার করে এখানে বিভিন্ন বাণিজ্যিক ফসল চাষ করা হয়।