welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

অবগত পদ্ধতি (Conscious Method)

অবগত পদ্ধতি (Conscious Method)


যেকোনো বাহ্যিক অঞ্চল চিহ্নিতকরণের সবচেয়ে সরলতম কৌশলটি হল অবগত বা অনুমান পদ্ধতি প্রয়োগ। এখানে আঞ্চলিক পরিসরে কোনও একটি নির্দিষ্ট একক চলরাশি (Single variable)-এর সমধর্মিতাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক সীমা অতি সহজেই নির্ধারণ করা হয়। যেমন, মানুষের মাথাপিছু আয় (Per capita income)-কে একক হিসেবে ধরে যেভাবে বাহ্যিক অঞ্চল চিহ্নিত করা হয় তার একটি সরলতম দৃষ্টান্ত নিম্নরূপ। 2 m

ধরা যাক, m এবং n হল দুটি পৃথক দৈশিক এলাকা, এবং এদের মাথাপিছু আয়কে যদি আমরা দ্বারা প্রকাশ করি, তাহলে পৃথকভাবে দুটি এলাকার অর্থাৎ, m-এর ক্ষেত্রে মাথাপিছু আয় হবে xm এবং n-এর ক্ষেত্রে মাথাপিছু আয় xn হবে। কাজেই সরলতম দৃষ্টিভঙ্গিতে এলাকা দুটির পৃথকীকরণের সমীকরণটি হবে-

• যদি অঞ্চল দুটি একই গুণসম্পন্ন বা সমধর্মী হয়, বা, xm xn হয় তাহলে একই ধরনের মাপকাঠিতে m এবং দুটিকেই সমধর্মী অঞ্চলের অন্তর্ভুক্ত করা যাবে।

• আবার সংশ্লিষ্ট অঞ্চল দুটির মাথাপিছু আয়ের প্রভেদগত মানটি যদি, xm> xn হয়, বা xm < xn হয়, তাহলে অঞ্চল দুটো পৃথক গুনসম্পন্ন হয়ে থাকবে।। 



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01