অবগত পদ্ধতি (Conscious Method)
যেকোনো বাহ্যিক অঞ্চল চিহ্নিতকরণের সবচেয়ে সরলতম কৌশলটি হল অবগত বা অনুমান পদ্ধতি প্রয়োগ। এখানে আঞ্চলিক পরিসরে কোনও একটি নির্দিষ্ট একক চলরাশি (Single variable)-এর সমধর্মিতাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক সীমা অতি সহজেই নির্ধারণ করা হয়। যেমন, মানুষের মাথাপিছু আয় (Per capita income)-কে একক হিসেবে ধরে যেভাবে বাহ্যিক অঞ্চল চিহ্নিত করা হয় তার একটি সরলতম দৃষ্টান্ত নিম্নরূপ। 2 m
ধরা যাক, m এবং n হল দুটি পৃথক দৈশিক এলাকা, এবং এদের মাথাপিছু আয়কে যদি আমরা দ্বারা প্রকাশ করি, তাহলে পৃথকভাবে দুটি এলাকার অর্থাৎ, m-এর ক্ষেত্রে মাথাপিছু আয় হবে xm এবং n-এর ক্ষেত্রে মাথাপিছু আয় xn হবে। কাজেই সরলতম দৃষ্টিভঙ্গিতে এলাকা দুটির পৃথকীকরণের সমীকরণটি হবে-
• যদি অঞ্চল দুটি একই গুণসম্পন্ন বা সমধর্মী হয়, বা, xm xn হয় তাহলে একই ধরনের মাপকাঠিতে m এবং দুটিকেই সমধর্মী অঞ্চলের অন্তর্ভুক্ত করা যাবে।
• আবার সংশ্লিষ্ট অঞ্চল দুটির মাথাপিছু আয়ের প্রভেদগত মানটি যদি, xm> xn হয়, বা xm < xn হয়, তাহলে অঞ্চল দুটো পৃথক গুনসম্পন্ন হয়ে থাকবে।।