আঞ্চলিকীকরণের শর্ত (Conditions of Regionalization)
যে কোনও ধরনের আঞ্চলিক পরিকল্পনা বা উন্নয়নের প্রথম ধাপটিই হল আঞ্চলিকীকরণ। সেই কারণে, ভৌগোলিকগণ আঞ্চলিকীকরণে বেশ কয়েকটি শর্তকে। গুরুত্ব দিয়ে থাকেন, যেমন-
(i) আঞ্চলিকীকরণ প্রক্রিয়াটি হবে অত্যন্ত সহজসরল এবং অনুধাবনযোগ্য।
(ii) আঞ্চলিকীকরণ এমনভাবে করতে হবে, যাতে প্রতিটি অঞ্চলকেই তার নির্দিষ্ট সীমানাগত দিক থেকে স্পষ্টভাবে চিহ্নিত করা যায়।
(iii) আঞ্চলিকীকরণ প্রক্রিয়াটি এমন কৌশলে সম্পন্ন হবে, যেখানে স্বতন্ত্রভাবে উপস্থাপিত প্রতিটি অঞ্চলের উপাদান গুলি যথাযথ গুরুত্ব পাবে।
(iv) বিভিন্ন ভৌগোলিক পরিসরের তুল্যমূল্য বিচারে নামকরণ ও বিকেন্দ্রীকরণের বিষয়টিকে আশ্বলিরীকরাদের। নির্ধারকরূপে প্রাধান্য দেওয়া হবে।
(v) আঞ্চলিকীকরণের সার্বিক কৌশলে প্রশাসনিক সুবিধা অনুযায়ী ক্ষুদ্র থেকে বৃহৎ দৈশিক এলাকাগুলির সুপার সমন্বয় ঘটানো প্রয়োজন।
(vi) ব্যবহারিক দিক থেকে আঞ্চলিকীকরণের প্রচেষ্টা অনিবার্যভাবেই হবে উন্নয়ন অভিমুখী।