welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জিওয়েড সম্পর্কিত ধারণা (Concept of Geoid)

জিওয়েড সম্পর্কিত ধারণা (Concept of Geoid)



'Geoid' কথাটির অর্থ হল পৃথিবীর মত। ইহা পৃথিবীর একটি কাল্পনিক আকার হতে পারে। যদি মহাসাগরের জলকে বাধাহীন নিরবিচ্ছিন্নভাবে মহাদেশগুলির মধ্যদিয়ে প্রবাহিত হতে দেওয়া যায়, তবে তা সমগ্র পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে বাধাবিঘ্নহীন (Undisturbed) Gobal Sea Level তৈরী করতে পারে।

ভূমিরূপবিদ্যায় Geoid কে একটি Equipotential Surface (অর্থাৎ ইহা একটি গোলাকৃতি তল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি সব স্থানে সমান।) হিসেবে গণ্য করা হয় যেখানে মাধ্যাকর্ষণের দিক সবস্থানে উলম্ব।

Geoidal Modelling-এর মাধ্যমে আমরা Geoid-কে ভালোভাবে বুঝতে পারি যা পৃথিবীর মহাদেশগুলির ৭৭মহাকর্ষের সুচার পরিমাপের ওপর প্রতিষ্ঠিত। যেহেতু ভু-গাঠনিক মূল শিলাগুলির গঠনগত গুরুত্ব এক শিলা থেকে অ শিলায় পরিবর্তিত হয় এবং শিলাগুলি অনিয়মিতভাবে সারা পৃথিবীতে বিস্তুত, সেহেতু পৃথিবীপৃষ্ঠে মহাকর্ষের পরিমাণ। স্থান থেকে স্থানে ভিন্ন হয়। তাই অনাভাবে বলা যায় যে Earth Equipotential Surface Geoid দুটিই অনিমিং বন্ধুর ভূমিরূপ। যেখানে পৃথিবী পৃষ্ঠ তুলনামুলকভাবে পুরু হয় যো মহাদেশীয় ভূমিভাগ নামে পরিচিত) তার তুলনায় পৃথিবীপৃদ্ধ কম পুরুত্ব যুক্ত অঞ্চলের (যা মহাসাগরীয় অঞ্চল) মহাকর্ষজ শক্তি কম হয়। অর্থাৎ মহাদেশীয় অঞ্চলে Geoid উচ্চ ও মহাসাগরী অঞ্চলে Geoid-এর সীমা নিম্নবর্তী হয়। অর্থাৎ Gooid একটি মসৃণ গোলতলের চেয়ে উঁচু-নীচ বন্ধুর প্রকৃতির হয়, যা বিছুভিং এ গড় পরিমাপ কিছু ক্ষেত্রে (1) মিটার পর্যন্ত হতে পারে।

সাধারণভাবে বলা যায় উন্মুক্ত সমুদ্রতলের ওপর Geoid ও Mean Seal Level (M.S.L.) পরস্পরের সঙ্গে সামন্দ্রস্যপূর্ণভাবে অবস্থান করে, যা পৃথিবীর বেশীরভাগ অংশ জুড়ে রয়েছে। তাই সমস্তরকম সমীক্ষা ও মানচিত্র উপসাপান ক্ষেত্রে উলম্ব পরিমাপের জন্য Geoid কে বহুলভাবে ব্যবহার করা হয়। তাই অন্যভাবে বলা যায় উল Co-ordinat ক্ষেত্রে Geoid হল একটি Reference Surface. (Geoid is a reference surface for vertical coordinates ).

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01