শীতল ও আর্দ্র নাতিশীতোয় জলবায়ু অঞ্চল (Cold and moist Temperate Climatic Region)
উত্তর গোলার্ধের উত্তর দিকে তুন্দ্রা জলবায়ু ও দক্ষিণে রূেপ জলবায়ু অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলকে শীতল ও আর নাতিশীতোয় জলবায়ু অজ্জ্বল বলা হয়। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের সংকীর্ণতার জন্য এই জলবায়ু অঞ্চলের বিস্তার বিশেষ দেখা যায় না।
• ভৌগোলিক অবস্থান (Geographica Locationi)
A. অক্ষাংশগত অবস্থান
55°-70° উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অংশে এই জলবায়ু অঞ্চল বিস্তৃত।
B. দেশীয় অবস্থান
(ক) উত্তর আমেরিকা মহাদেশে কানাডার পূর্ব উপকূলের হ্রদ অঞ্চল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাংশ, আলাভার দক্ষিণ ভাগ।
(খ) ইউরোপে জার্মানির পূর্বাংশ, পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন।
(গ) এশিয়া মহাদেশে রাশিয়ার উত্তরাংশ, উত্তর সাইবেরিয়া, চিনের উত্তর মাঞ্চুরিয়া এবং জাপানের উত্তরাংশ।
শীতল জলবার (Characteristics of cold and most Temperate Climatel)
1. উন্নতা সংক্রান্ত বৈশিষ্ট্য
(i) অতি শীতল দীর্ঘস্থায়ী শীতকাল, কমপক্ষে 6 মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে।
(ii)শীতকালীন সময়ে ভারী তুষারপাত হয়।
(iii)ক্ষণস্থায়ী শীতল গ্রীষ্মকাল।
(iv) বার্ষিক তাপমাত্রার প্রসর 65° সেঃ হয়। এই অঞ্চলের গড় তাপমাত্রা 5° সেঃ। গ্রীষ্মকালে 20° সেঃ তাপমাত্য থাকে এবং শীতকালে হিমাঙ্কের নিচে [2° সেঃ -5° সেঃ) থাকে। এই অঞ্চলের অন্তর্গত রাশিয়ার সাইবেরিয়ার ভারখয়ানন্ত পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান।
2. মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত
(i) সারাবছরই বৃষ্টিপাত ও তুষারপাত হয়।
(ii)অধিকাংশ বৃষ্টিপাত নাতিশীতোয় ঘূর্ণবাতের কারণে হয়
(iii) বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 210-60 সেমি।
(iv)গ্রীষ্মকালেই অধিকাংশ বৃষ্টিপাত ঘটে থাকে।
(v) গড় বার্ষিক অধঃক্ষেপণের স্প্যানিক পার্থক্য দেখা যায়।
• স্বাভাবিক উদ্ভিদ (Natural Vegetation)
এই অঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদগুলি মূলত সরলবগীয় প্রকৃতির। এই উদ্ভিদগুলি 12-21 মিটার উচ্চতা বিশিষ্ট ঋজু চিরহরিৎ বৃক্ষ, যার পাতা পুরু মোম দ্বারা আবন্ধ, পাতাগুলি সূচালো প্রকৃতির হয়। এগুলি হল-পাইন (সাদা পাইন, লাল পাইন, জ্যাবা পাইন।, ফার (ডগলাস ফার, বলসাম ফার), প্রুস (সাদা স্পুস), লার্চ, অলডার, পপলার, আসপেন, উইলো প্রভৃতি।
প্রাণীংগারী (Animalsi)
এই অঞ্চলের প্রধান প্রধান তৃণভোজী প্রাণীগুলি হল-ক্যারিবু হরিণ, মুসহরিণ, কাঠবিড়ালি ইত্যাদি এবং প্রধান প্রধান মাংসাশী প্রাণী হল-নেকড়ে, ভাল্লুক, বীভার, শিয়াল ইত্যাদি।