জিওডেটিক ডেটামের প্রকারভেদ (Classification of Geodatic Datum)
Geodatic Datum স্থানীয় বা সমগ্র পৃথিবীর ভৌগোলিক অঞ্চলে পরিবৃত্ত করার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা এয়। যেমন-
[i] Global Geodatic Datum,
[ii] Local Geodatic Datum.
সামগ্রিক জেওডেটিক ডেটাম (Global Geodatic Datum)
পৃথিবীর কেন্দ্রের নির্দিষ্ট বিন্দুর ওপর ভিত্তি করে Georeferencing-এর জন্য যে Datum Developed করা হয়েছে সেই সমস্ত Datum-কে Global Geodatic Datum বলা হয়ে থাকে।
উদাহরণ- WGS 84 হল Global Geodatic Datum এর উদাহরণ, বর্তমানে GPS প্রযুক্তির ক্ষেত্রে WGS 84 হল পৃথিবীর Standard ellipsoid model (Kalplan, 1996)।
আঞ্চলিক জিওডেটিক ডেটাম (Local Geodatic Datum)
Local Geodatic Datum Elipsoid-এর ওপর বিশেষের সঙ্গেঙ্গ সামঞ্জস্যপূর্ণ, একে "Area of Validity" হিসেবেও অভিহিত করা হয়।
ইহা কোন একটি নির্দিষ্ট দেশ বা পাশাপাশি অবস্থিত দেশগুলিকে Geo-referencing করার। প্রয়োজনে ব্যবহৃত হয়।
উদাহরণ- NAD 7 হল একটি Local Geodatic Datum-এর উদাহরণ (Doyle, 1997)। এই Datum-এর উৎপত্তি New England Datum থেকে হয়েছে, যা পূর্ব ও উত্তর-পূর্ব England-এর States-এর Survey-এর জন্য প্রতিষ্ঠিত ও Clarke ellipsoid 1866-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উপরোক্ত দুটি Datum ছাড়াও অপর একটি Datum হল Geocentric Datum।
ভূ-কেন্দ্রিক ডোম (Geocentric Datum):Geocentric Datum ত্রিমাত্রিক কার্টিসিয়ান কো-অর্ডিনেট (অর্থাৎ X, Y এবং Z)-এর সঙ্গে সম্পর্কিত, যার উপত্তি কেন্দ্র ellipsoid-এর কেন্দ্রের সঙ্গেঙ্গ সংযুক্ত। ইহা Geodatic Control Point-কে Geocentric Co-ordinate (অর্থাৎ x, y, z) হিসেবে উপস্থাপন করে।
উল্লম্ব ডেটাম (Vertical Datum):Vertical Datum-কে শূন্য উচ্চতার পৃষ্ঠ (Zero-surface) বলা হয়, যেখান থেকে সমস্ত রকম উচ্চতার পরিমাপ করা হয়। গড় সমুদ্রতল বা Mean Sea level (M.S.L)-কে মানচিত্র উপস্থাপনের ক্ষেত্রে Vertical Datum হিসেবে ব্যবহৃত করা হয়, কারণ সমগ্র পৃথিবীতে সমুদ্রতল সহজলভ্য। তাই M.S.L-কে Vertical Datum হিসেবে ব্যবহার করার জন্য এক বা একাধিক Tidal Gause Station থেকে 10 বা 20 বছর সময়কাল ধরে নিয়মিত সমূদ্র তলের উত্থান পতন পরিমাপ করা হয়। এর কারণ সমুদ্রতলের জোয়ার ভাঁটা জনিত কারণে উত্থান পতন সূর্য ও চন্দ্রের। আকর্ষণের কারণে পরিবর্তিত হয়। তাই ইহা 10-20 বছর ধরে পরিমাপ করে গড় উচ্চতা নির্ণয় করা হয়।
National Vertical Datum 1929 (NGVD 29) হল একটি স্থানীয় Vertical Datum-এর উদাহরণ। যা United States-এর 21টি Tidal Gause Station করে প্রতিষ্ঠিত। Canada-এর 5টি Gause Station-এর MSL Reading-এর উপর দিছি Vertical Datum-কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন-
(a) Global Vertical Datum,
(b) Local Vertical Datum