চিনদেশীয় জলবায়ু (China Type Climate)
চৈনিক বা চিনদেশীয় জলবায়ু মূলত মহাদেশগুলির পূর্বভাগেই লক্ষ করা যায়। চৈনিক জলবায়ু গ্রীষ্মকালে উন্ন ও শীতকালে শুদ্ধ প্রকৃতির হয়। চিনদেশের একটি বড়ো অংশ এই জলবায়ু অঞ্চলটির অন্তর্গত হওয়ায় এই জলবায়ু চিনদেশীয় জলবায়ু নামে পরিচিত।
ভৌগোলিক অবস্থান (Geographical Locationi)
অক্ষাংশগত অবস্থান উভয় গোলার্ধে 20°-40° অক্ষাংশে এই জলবায়ু লক্ষ করা যায়।
বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত এই জলবায়ুকে এটি উপবিভাগে ভাগ করা হয়। যথা- (1) শীতল নাতিশীরোয় জলবায়ু অঞ্চল, (11) মধ্য নাতিশীতোয় জলবায়ু অঞ্চল, (iii) উয় নাতিশীতোর জলবায়ু অঞ্চল, (iv) উপক্রান্তী। জলবায়ু অঞ্চল, (v) ক্রান্তীয় জলবায়ু অঞ্চল ও (vi) মালভূমি অঞ্চলের জলবায়ু অঞ্চল।
• দেশীয় অব্যখ্যান
(i) মরুভূমি ব্যতীত সমগ্র চীন
(ii) U.S. A-এর দক্ষিণাংশ, উপসাগরীয় উপকূল
(iii) উত্তর-পূর্ব আর্জেন্টিনা, দক্ষিন পূর্ব ব্রাজিলের অংশ, প্যারাগুয়ে উরুগুয়ে,
(iv) দক্ষিণ জাপান
(v) দক্ষিণ-পূর্ব আফ্রিকা এবা
(vi) অস্ট্রেলিয়ার পূর্বাংশে দেখা যায়।
• জলবায়ুর বৈশিষ্ট (Chara teristics of the Climates)
1. উন্নতা সংক্রান্ত বৈশিষ্ট্য :এখানে গ্রীষ্মকাল উয় ও আর্দ্র এবং শীতকাল শীতল ও শুদ্ধ প্রকৃতির। এই জলবায়ুতে গ্রীষ্মকালীন উয়তা 21° সেঃ থেকে 27° সেয হয়ে থাকে এবং শীতকালে প্রায় ৭° সেঃ থেকে 12° সেঃ। শীতকালে সৃষ্ট ক্রান্তীয় বৃষ্টি অস্ট্রেলিয়াতে উইলি উইলি নামে খ্যাত।
2. মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট:এই জলবায়ু অঞ্চলে বাতাসে আর্দ্রতার পরিমাণ (প্রায়) 90%-এর বেশি থাকে। বর্ষাকালে এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 75-150 সেমি কিন্তু কিছু কিছু অঞ্চলে 200 সেমির বেশি বৃষ্টিপাত হয়, উপকূলীয় অঞ্চল থেকে স্থলভাগের মধ্যে বৃষ্টিপাত কমতে থাকে।চিনদেশীয় জলবায়ু অঞ্চলে মূলত ঘূর্ণবাতের ফলে সৃষ্ট কিউমুলাস মেঘের প্রভাবে বৃষ্টিপাত হয়। চিনে টাইফুন, উত্তর আমেরিকায় টর্নেডো ও হ্যারিকেনের প্রভাবেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
• স্বাভাবিক উদ্ভিদ (Natural vegetarian) এই জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদগুলি খুব লম্বাটে প্রকৃতির হয়। আর্দ্র অঞ্চলে চিরসবুজ প্রকৃতির উদ্ভিদ দেখা যায়।মাঝারি ও স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চালে পর্ণমোচী অরণ্য ও তৃণভূমি দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে মিশ্র অরণাই বেশি এক্ষ করা যায়।
• প্রাণীগোষ্ঠী (Animals) এখানকার প্রধান প্রধান প্রাণী হল ইঁদুর, হরিণ, সাপ, শেয়াল, ভাল্লুক, খেকশিয়াল এবং প্রধান প্রধান পাখি হল-শকুন, ঈগল, বাজপাখি ইত্যাদি।