welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বাফারের শ্রেণিবিভাগ (Buffer Classification According to Distance)

বাফারের শ্রেণিবিভাগ (Buffer Classification According to Distance)


ভেক্টর তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে দূরত্ব অনুযায়ী বাফারকে কয়েক ভাগে ভাগ করা যায়। যথা-

(i) আর্বিটারী বাফার (Arbitary Buffer):

কিছু কিছু বাফারের ক্ষেত্রে কোন বস্তু বা অবয়রকে কেন্দ্র করে যখন অজানা কোন দূরত্ব অনুযায়ী বাফার তৈরী করা হয় তখন তাকে Arbitary Buffer বলে। এক্ষেত্রে মনে হতে পারে এই ধরণের বাফার দেখা যায় না। কিন্তু অনেক ক্ষেত্রেই বাস্তব পৃথিবীতে এই ধরণের বাফার চোখে পড়ে।

উদাহারণস্বরূপ বলা যায়, যখন কোন বিল্ডিং তৈরী হয়, তখন নরম মশলা যাতে গড়িয়ে না পড়ে বা অন্যান্য অংশ ধ্বসে না পড়ে সেই জন্য অনেক প্রতিরোধ গড়ে তোলা হয়, যা এই ধরণের বাফারের উদহারণ। তবে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে, যতটা প্রয়োজন তার চেয়ে বেশীরভাগ অংশ এই বাফারের অন্তর্ভুক্ত হয়ে আছে।

(ii) কজেটিভ বাফার (Causative Buffer):

এই প্রকার বাফার দেখা যায় বেশীরভাগ ক্ষেত্রে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভূমিপৃষ্ঠের উপর। এই প্রকার বাফার দ্বিতীয় পর্যায় ভিত্তিকও তৈরী হতে পারে যা লক্ষ্যবস্তু থেকে জ্যামিতিক নীতি অনুযায়ী না চলে কাজ বা নির্দিষ্ট কর্ম অনুযায়ী প্রসারিত হয়। একে Causative Buffer বলে।

উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি একটি নদীর বাফার তৈরী করি তাহলে নদীর দুদিকের এক অংশে কালা সৌ থাকলে এবং অপর অংশে বালি বেশী থাকলে বালি অপেক্ষা কাদা বেশী তাড়াতাড়ি ক্ষয়ীভূত হয়, বালি অংশ অপর্বদির থেকে যায়। ফলে বাফারের দূরত্বের পরিমাণ কাদাযুক্ত অংশে কম হয় ও বালিযুক্ত অংশে বেশী হয়।

iii) পরিমাপযোগ্য বাফার (Measurable Buffer):

এই প্রকার বাফার প্রধাণত দৃষ্টি গ্রাহ্যতা সম্পন্ন দূরত্বের উপর নির্ভর করে। ইহা যেমন arbitary valueঘর প্রকাশ করা যায় না তেমনি কোন Friction Value দ্বারাও প্রকাশ করা যায় না। ইহা একমাত্র প্রকাশ করা যায় প্রকাশি কোন পরিমাপ যোগ্য মূল্য দ্বারা।

উদাহরণস্বরূপ বলা যায়, আমরা সকলে গাছের কাজকর্মের কথা জানি। গাছ জল শোষণ করে ও তার সঙ্গে খনিজপদার্থ। শোষণ করে। সুতরাং গাছের পরিমাণ বেশী হলে জলশোষণও বেশী হয়। তাই যদি গাছের পরিমাণের বাফার তৈরী করা হয়। তাহলে জলশোষণের পরিমাণ না ধরে গাছের ঘনত্বের বাফার তৈরী করলেই তার পরিমাণ সহজেই বোঝা যাবে।

(iv) ম্যান্ডেটেড বাফার (Mandated Buffer):

সর্বশেষ প্রকার বাফারের নাম হল Mandated Buffer। উদাহরণস্বরূপ বলা হয়, 100 বছরে বন্যাকবলির এলাকায় কিছু সম্প্রদায়ের সঙ্গে যদি একটি বাড়ি তৈরি করি তাহলে আমরা বন্যাবীমার (Insurance) দলিল পেতে পারি ন যদিও 100 বছর বন্যা কবলিত অঞ্চল একটি পরিমাপযোগ্য সংখ্যা বা মূল্য। কারণ বীমা কোম্পানী সহজেই 75 বছর ব 150 বছরের বন্যা কবলিত অঞ্চল হিসাবে তা হিসাব করবে। তাই বলা যায়, সংখ্যা নিজে পরিমাপযোগ্য, কিন্তু তা পেরিয়ে অন্য সংখ্যা হলে তা পরিমাপ যোগ্য নায়। কারণ তা অপরিমাপযোগ্য।

(v)বাফারের প্রয়োগক্ষেত্র (Application of Buffer Zone)

(i) বাফার জোন যদিও সুরক্ষিত অঞ্চল হিসাবে মধ্যস্থতা করে তবুও এটি বেশীরভাগ ক্ষেত্রেই পরিকল্পনা রূপায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন- কোন শহরাঞ্চলে স্কুল বা গীর্জার 1000 ফুটের মধ্যে কোন মদের দোকান থাকতে পারে না। সরকার কর্তৃক কোন নদীর দুদিকে দুমাইল পর্যন্ত বাফার জোন তৈরি করতে পারে যাতে তীরবর্তী অঞ্চলে পলি সঞ্চয় ভালো হয়।

(ii) একটি বাফার জোন বিতর্কিত বিভেদনের অস্ত্র হিসাবে স্বাভাবিক অঞ্চলরূপে চিহ্নিত করা যায়। যেমন-বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কোন বাড়ীর 800 ফুট দূরে সরিয়ে রাখে।

(iii) কখনো কখনো বাফার জোন ভৌগোলিক তথ্য ব্যবস্থায় পরিবেষ্টিত অঞ্চল হিসাবে ব্যবহৃত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01