welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারণা ধারনা

প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারণা ধারনা 

 

উন্নয়নের বৈশ্বিক লক্ষ্যমাত্রায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার হিসেবে জাতিসংঘের সহস্রাব্দ অধিবেশনে 2000 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে 189 টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বনেতৃবৃন্দ মিলে যে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি গ্রহণ বারছিল, সেটি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals-MDGs) নামে পরিচিত। প্রথম থেকেই 'MDGs"-কে আন্তর্জাতিক স্তরে সর্বসম্মত উন্নয়নের একটি নির্ভরযোগ্য কর্মপন্থা হিসেবে বিবেচনা করা হয়। কারণ, এটি ছিল জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর দ্বারা গৃহীত উন্নয়ন বিষয়ক প্রথম সর্বসম্মত একটি পেরেখা। লক্ষ্যটি যে শুধুমাত্র সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্যই তা নয়, বরং নির্দিষ্ট সময়ের মধ্যে (ধার্য সময়কাল 2015 খ্রিঃ) অর্জনযোগ্যও বটে।

বিশেষত্ব (Speciality):

।।। সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রার স্বীকৃত প্রতিটি কর্মপন্থা মানবাধিকার নীতি-আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এটি আন্তর্জাতিক মানবাধিকার সনদের 2, 22, 25(1) ও 28 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে গভীরভাবে সম্পর্কযুক্ত। সহস্রাব্দ উন্নয়ন ঘোষণায় সমতা, সংহতি, সহনশীলতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও দায়িত্বের অংশীদারির নীতির ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।

এটি বিশৃশ অর্থনৈতিক প্রবৃদ্ধির মডেলের ওপর প্রতিষ্ঠিত। বিশেষ করে মানবিক সহস্রাব্দ উন্নয়নের কর্মপদ্ধতিগুলি মানুষের চরম কোনো অবস্থার উন্নতি ঘটাতেই নয়, যথাসময়ে যে কোনও সিশান্ত গ্রহণ করা অংশগ্রহণের মাত্রাকে যথেষ্ট বিবেচনা করে।

 সহস্রাব্দ উন্নয়নের 15 বছরের অভীষ্ট লক্ষ্যমাত্রাগুলি যে কোনও দেশের জাতীয় দীর্ঘমেয়াদি তহবিলের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ।

• কর্মসূচী ও লক্ষ্যসমূহ (Programms and Goals):

আন্তর্জাতিক স্তরে উন্নয়ন সালেঞ্চগুলিকে মোকাবিলার ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য হিসেবে মোট আটটি কর্মস্থী রোডম্যাপ হিসেবে বিবেচিত হয়েছে। এগুলি হল-

কর্মসূচী- 1. চরম দারিদ্র এবং ক্ষুধা নির্মূল করা

লক্ষ্য (i) প্রতিদিন এক ডলারেরও কম আয়ে বসবাসকারী মানুষের অর্ধেক অনুপাত হ্রাসকরণ।

লক্ষ্য (ii) ক্ষুধার্ত মানুষের অনুপাতের অর্ধেক হ্রাসকরণ।

কর্মসূচী- ২. সর্বজনীন প্রাথমিক শিক্ষা অজন)

লক্ষ্য (iii) ছেলে এবং মেয়ে উভয়েরই প্রাথমিক বিদ্যালয়ের একটি সম্পূর্ণ পাঠক্রম সুনিশ্চিত করা।

কর্মসূচী 3.লিঙ্গ সমতা প্রচার এবং মহিলাদের ক্ষমতায়ন।

লক্ষ্য (iv) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় যথাক্রমে 2005 সালের মধ্যে এবং 2015 সালের মধ্যে সমস্ত তরে লিঙ্গ বৈষম্য দূর করা।

কর্মসূচী 4 . শিশুমৃত্যুহার কমানো

লক্ষ্য (v) পাঁচ বছরের কমবয়সী শিশুদের মধ্যে মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনা।

কর্মস্টী- 5. মাড়স্বাস্থ্যের উন্নতিকরণ

লক্ষ্য (vi) মাতৃত্বকালীন মৃত্যুর অনুপাত তিন-চতুর্থাংশ কমানো।

কর্মসূচী-6. HIV/AIDS, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করা

লক্ষা (vii) এইচআইভি ও এইডসের বিস্তারকে রোধ বা নির্মূল করা।

লক্ষ্য (viii) ম্যালেরিয়া এবং অন্যান্য বড়ো রোগের প্রকোপকে যথাসম্ভব দূর করা।

কর্মসূচী- 7 .পরিবেশগত স্বায়িত্ব নিশ্চিত করা

লক্ষ্য (ix) দোশের নীতি ও কর্মসূচিতে টেকসই উন্নয়নের নীতিগুলিকে একীভূত করা পরিবেশগত সম্পলে অপচয় হ্রাস করা।

লক্ষ্য (২) নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা সুনিশ্চিত করা।

লক্ষ্য (x) 2020 সালের মধ্যে অন্তত 100 মিলিয়ন বস্তিবাসীর জীবনে উল্লেখযোগ্য উন্নতিসাধন করা।

কর্মসূচী- ৪. উন্নয়নের জন্য একটি বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা

লক্ষ্য (xi) উন্মুপ্ত, নিয়মভিত্তিক, অনুমানযোগ্য, বৈষম্যহীন বাণিজ্য এবং আর্থিক ব্যবস্থার সুচনা সেই ভঙ্গ সুশাসন, উন্নয়ন এবং দারিদ্র নিরসনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার বিকাশ ঘটানো। 

লক্ষ্য (xii) স্বল্পোন্নত দেশগুলোর বিশেষ চাহিদা পূরণ করা। স্বল্পোন্নত দেশের রপ্তানি ক্ষেত্রে টারিফ এবং কোট

মুক্ত প্রবেশাধিকার অন্তর্ভুক্ত করে ঋণ ও ত্রাণের বর্ধিত কর্মসূচি গ্রহণ।

লক্ষ্য (xiii) স্থলবেষ্টিত এবং ছোটো ছোটো উন্নয়নশীল দ্বীপ-রাষ্ট্রগুলির বিশেষ চাহিদার সমাধান করা।

লক্ষ্য (xiv) দীর্ঘমেয়াদে ঋণ টেকসই করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01