welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

1 min read

নিম্নচাপ ও উচ্চচাপ কক্ষের অবস্থান (Location of Bar Low and Bar High)


(ক) নিম্নচাপ কক্ষের অবস্থান (Location of Bar Low):

• বিস্তৃতি ও পরিমাণ প্রদত্ত মানচিত্রে উত্তর-মধ্য ভারতে মধ্যপ্রদেশের উত্তর প্রান্তে একটি বৃত্তাকার গভীর নিম্নচাপ (depresion) কক্ষের সৃষ্টি হয়েছে। এই কক্ষটি 996 মিলিবার সমপ্রেষরেখা দ্বারা আবন্ধ।

• সৃষ্টির কারণ: সাধারণত জুন-জুলাই মাসে সূর্যের উত্তরায়ণ পর্যায়ে কর্কটক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলে সূর্যরশ্মি প্রায় লম্বভাবে কিরণ দেয়। ফলস্বরূপ ভূভাগ অধিক মাত্রায় উত্তপ্ত হওয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উদ্বুদ্ভুতা লাভ করে হালকা হয়ে ঊর্ধ্বমুখী হতে বাধ্য হয়। ফলে এ অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এ ছাড়া উক্ত অঞ্চলে ভূতাত্ত্বিক গঠনও তাপ ধরে রাখার পক্ষে অনুকূল হওয়ায় নিম্নচাপ কক্ষটি সৃষ্টির আরও উপযুক্ত পরিবেশ পেয়েছে।

(খ) উচ্চচাপ কক্ষের অবস্থান (Location of Bur High):

• বিস্তৃতি ও পরিমাণ: প্রদত্ত মানচিত্র অনুযায়ী উপমহাদেশের দক্ষিণে জলভাগের উপর উচ্চচাপ কক্ষটি অবস্থান করছে। এই কক্ষটি 1012 মিলিবার সমপ্রেষরেখা দ্বারা সীমাবদ্ধ, যার বিস্তৃতি পশ্চিমে আরবসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে পূর্বে বঙ্গোপসাগর হয়ে নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তার লাভ করেছে। 

সৃষ্টির কারণ: জলভাগ ও স্থলভাগ উত্তাপ গ্রহণ ও বর্জনে ভিন্ন ভিন্ন আচরণ করে থাকে। জুন-জুলাই মাসে দিনের দৈর্ঘ্য অধিক হওয়ায় আগত সৌর বিকিরণের হার বেশি হয়। ফলে সস্থলভাগ যতটা দ্রুত তাপ ধারণ করতে পারে জলভাগ ততটা পারে না। তাই জলভাগের উত্তাপের সঞ্চয় স্থলভাগের তুলনায় কম হয়ে থাকে। এই কারণে স্থলভাগের তুলনায় কম উয় হওয়ায় উচ্চচাপ কক্ষটি দক্ষিণের জলভাগের উপর অবস্থান করছে।



এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

  • নিম্নচাপ ও উচ্চচাপ কক্ষের অবস্থান (Location of Bar Low and Bar High)(ক) নিম্নচাপ কক্ষের অবস্থান (Location of Bar Low):• বিস্তৃতি ও পরিমাণ প্রদত্ত মানচিত্রে উত্তর-মধ্য ভারতে মধ্যপ্র…

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01