welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

স্পেট কৃত আঞ্চলিক বিভাজিতকরণ

স্পেট কৃত আঞ্চলিক বিভাজিতকরণ


ও. এইচ. কে স্পেট (O.H.K. Spate) ভৌগোলিক দিক থেকে ভারতকে একটিৎবৈচিত্র্যময় দেশরূপে গণ্য করে বাহ্যিকভাবে যে-কয়েকটি ভূ-প্রাকৃতিক অঞ্চলকে চিহ্নির করেছিলেন, সেটি 1954 খ্রিস্টাব্দে তাঁর 'India and Pakistan: A Genera and Regional Geography' গ্রন্থের মাধ্যমে প্রকাশিত হয়। সংশ্লিষ্ট গ্রন্থে তিনি সমগ্র ভারতকে বৃহদাঞ্চল (Macro region)-রূপে 36-টি প্রথম ক্রমের (First order), 74-টি দ্বিতীয় ক্রমের (Second order) এবং 225-টি উপ-বিভাগীয় (Sub divisional) অন্যলে ভাগ করেন প্রসঙ্গত উল্লেখ্য, স্পেট ভারতের প্রথম ও দ্বিতীয় ক্রমের ছোটো ছোটেন অঞ্চলগুলিকে 'স্টো' (Stow), এবং স্থানীয় ভূমিরূপ অঞ্চলগুলিকে 'ফিচারস (Features) নামে আখ্যায়িত করেছেন।




একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01