ট্রেওয়ার্থার জলবায়ুর শ্রেণিবিভাগের ভিত্তি (Basis of Climatic Classification of Trewartha)
কোপেন বা ঘর্নর্থওয়েটের মতো জটিলতায় না গিয়ে বৃহৎ জলবায়ু অঞ্চল (Macro Climatic Region) নির্ধারণের জন্য ট্রেওয়াখা কেবলমাত্র তাপমাত্রা ও বৃষ্টিপাতকেই জলবায়ু নির্ধারণের ভিত্তি হিসেবে ব্যবহার করেন। এই বৃহৎ অঞ্চলগুলিকে আবার ছোটো ছোটো ক্ষুদ্র অঞ্চলে ভাগ করার সময় আবহাওয়ার অন্যান্য উপাদনগুলিকেও গুরুত্ব দেন। ট্রেওয়ার্থী, (Trewartha)-এর শ্রেণিবিভাগকে উন্নতা ও বৃষ্টিপাতের ভিত্তিতে দুটি বৃহৎ শ্রেণিতে ভাগ করা হয়।
1. তাপমাত্রা বা উন্নতার ভিত্তিতে শ্রেণিবিভাজন (climatic classification based on tempereture): তাপমাত্রা বা উন্নতার ভিত্তিতে ট্রেওয়াথা সমগ্র পৃথিবীকে ছয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন। যেমন-
ক্রান্তীয় আর্দ্র জলবায়ু (Tropical Humid Climate):
• নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে নিরক্ষরেখার উভয় পার্শ্বে মোটামুটি 20°-40° অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অবস্থান করে।
• এই জলবায়ু অঞ্চলে শীতকাল প্রায় অনুপস্থিত এবং এই অঞ্চলে কোথাও কোনোভাবে তুষারপাত হয় না।
• সারাবছর ধরেই ভারী বৃষ্টিপাত হয়।
• সারাবছরই এখানে গ্রীষ্মকাল বিরাজ করে অর্থাৎ উদ্ভুতা অনেক বেশি থাকে। এমনকি শীতলতম মাসের তাপমাত্রা 18° সেঃ-এর বেশি থাকে।
উয়তা ও বৃষ্টিপাতের আঞ্চলিক বণ্টনের পার্থক্যের ভিত্তিতে এই জলবায়ু অঞ্চলকে তিনটি উপবিভাগে ভাগ করা হয়।
(i) Ar (Tropical wet climate বা ক্রান্তীয় আর্দ্র জলবায়ু):এই জলবায়ু অঞ্চলটি ITCZ সংলগ্ন অঞ্চলে অবস্থান করে। অর্থাৎ, নিরক্ষরেখার উভয় দিকে 5°-10° অক্ষাংরেখার মধ্যে অবস্থিত। সারাবছর ধরেই প্রচুর বৃষ্টিপাত হয়। তবে দু-মাসের কম সময় এই অঞ্চল বৃষ্টিহীন অবস্থায় থাকতে পারে। সমগ্র অঞ্চল জুড়ে ক্রান্তীয় চিরহরিৎ বৃক্ষের অরণ্য লক্ষ করা যায়।
(ii) Aw (Tropical wet and dry climate বা ক্রান্তীয় আর্দ্র ও শুদ্ধ জলবায়ু): সারাবছর ধরে বৃষ্টিপাত হলেও অন্তত 2 মাস বা তার বেশি সময় বৃষ্টিহীন অবস্থায় থাকতে পারে। আর্দ্র আবহাওয়ার প্রধান কারণ নিরক্ষীয় পশ্চিমা বায়ুর উপস্থিতি। শীতকালে আয়নবায়ু প্রবাহিত হওয়ায় এই অঞ্চল বৃষ্টিহীন অবস্থায় থাকে কিন্তু গ্রীষ্মকালে ITCZ-এর স্থান পরিবর্তনের ফলে নিরক্ষীয় পশ্চিমা বায়ুরপ্রবাহের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ঋতুভেদে আর্দ্রতার পার্থক্যের জন্য এই জলবায়ু অঞ্চলে পর্ণমোচী বৃক্ষের সমাবেশ লক্ষ করা যায়।
(iii)As (Tropical wet and dry with dry summer বা শুষ্ক গ্রীষ্মকালযুক্ত ক্রান্তীয় আর্দ্র ও শুদ্ধ জলবায়ু):A জলবায়ু অঞ্চলের এই উপবিভাগটি খুবই অল্প অঞ্চল জুড়ে অবস্থান করে। কেবলমাত্র যে সমস্ত অঞ্চলে 2 মাস বা তারও বেশি সময় ধরে গ্রীষ্মকাল বৃষ্টিহীন অবস্থায় থাকে, সেই স্থানগুলি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
Sub-Tropical Climate বা উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল):
মধ্য অক্ষাংশীয় অঞ্চলের অন্তর্গত নাতিশীতোয় বলয়েই উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল বিস্তৃত। এই জলবায়ু অঞ্চলে জরে প্রায় ৪ থেকে 12 মাস তাপমাত্রা 18° সেঃ-এর ওপরে থাকে। শীতকালে তাপমাত্রা 18° সেঃ-এর নিচে থাকে। অর্থাৎ, শীতকালে 18° সেঃ-এর সমোয় রেখাটি নিরক্ষরেখার দিকে এই জলবায়ু অঞ্চলের সীমানাকে নির্ধারণ করে। এই জলবায়ু অঞ্চলকে ঋতুভিত্তিক বৃষ্টিপাত ও উন্নতার তারতম্যের ভিত্তিতে 3টি উপবিভাগে ভাগ করা যায়। যথা-
(i) Cf (Sub-tropical Humid climate বা উপক্রান্তীয় আর্দ্র জলবায়ু):
অবস্থান: প্রধানত 25°-40° অক্ষরেখার মধ্যে এই জলবায়ু অঞ্চলটি বিস্তৃত।
বৈশিষ্ট্য:
• গ্রীষ্মকালীন তাপমাত্রা 24° সেঃ-27° সেঃ এবং আপেক্ষিক আর্দ্রতা 70%-80% এবং শীতকালীন তাপমাত্রা 4°-13° সেঃ।
• এই জলবায়ু অঞ্চলে উন্নতার প্রসর অত্যন্ত বেশি, প্রায় 10° সেঃ থেকে 20° সেঃ।
• এই অঞ্চলে কোনো শুদ্ধ ঋতু লক্ষ করা যায় না। অর্থাৎ, সারাবছরই বৃষ্টিপাত হয়।
• শীতকালের বেশির ভাগ সময় এই অঞ্চলে নাতিশীতোয় ঘূর্ণবাতের প্রাদুর্ভাব ঘটে।
• বৃষ্টিপাত প্রধানত গ্রীষ্মকালেই সংঘটিত হয়। শীতকালের থেকে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পার্থক্য 3 সেমির বেশি হয়।
(ii) Cfw (Sub tropical wet winter বা উপক্রান্তীয় আর্দ্র শীতকাল): এই জলবায়ু অঞ্চলের প্রধান বা মূল বৈশিষ্ট্য হল শীতকালীন বৃষ্টিপাত। অর্থাৎ, গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে বেশি বৃষ্টিপাত হয়। তবে কোনো নির্দিষ্ট শুষ্ক ঋতু থাকে না। সারাবছরই কিছু পরিমাণ বৃষ্টিপাত হয়।
(iii) Cs (Sub-tropical Dry Summer বা উপক্রান্তীয় শূদ্ধ শ্রীধাকাল):
অবস্থান: মোটামুটি 30°-40° অক্ষাংশের মধ্যে মহাদেশগুলির পশ্চিমপ্রান্ত বরাবর এই জলবায়ু অঞ্চল অবস্থান করে। চিলি, ক্যালিফোর্নিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই জলবায়ুর প্রভাব লক্ষ করা যায়।
বৈশিষ্ট্য:
• সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের ফলে এই অঞ্চল গ্রীষ্মকালে আয়ন বায়ুর প্রভাবাধীন হওয়ায় বৃষ্টিহীন হয়। অর্থাৎ, গ্রীষ্মকালে এই জলবায়ু অঞ্চলে ও সেমিরও কম বৃষ্টিপাত হয়ে থাকে।
• গ্রীষ্মকালীন উন্নতা 21° সেঃ থেকে 27° সেঃ এবং শীতকালীন উন্নতা 4° সেঃ থেকে 13° সেঃ-এর মধ্যে থাকে।
• শীতকাল, গ্রীষ্মকাল অপেক্ষা তুলনামূলকভাবে শীতল ও আর্দ্র প্রকৃতির হয়।
বার্ষিক তাপমাত্রার প্রসর 11° সেঃ থেকে 17° সেঃ হয়।
• শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে এই জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। শীতকালীন বৃষ্টিপার গ্রীষ্মকালীন বৃষ্টিপাত অপেক্ষা প্রায় তিনগুণ বেশি।
• বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪৭ সেমি।
জলভাগ ও স্থলভাগের অসম বণ্টনের ওপর ভিত্তি করে এই জলবায়ুকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়।
যথা-
(i) Csa (Warm summer sub-type বা উয় গ্রীষ্মকালীন উপবিভাগ) প্রধানত স্থলভাগের অঞ্চলগুলিতে এই জলবায়ু লক্ষ করা যায়। গ্রীষ্মকাল অত্যন্ত প্রখর ও দন্ধ প্রকৃতির হয়। গ্রীষ্মকালীন তাপমাত্রা 22° সেঃ-এর ওপরে থাকে।
(ii) Csb (Cold Summer sub-type বা শীতল গ্রীষ্ম উপবিভাগ) জলভাগের নিকটবর্তী উপকূল অঞ্চলে এই জলবায়ু অঞ্চলটি পরিলক্ষিত হয়। জলভাগের সান্নিধ্যের জন্য গ্রীষ্মকাল ততটা উয় হয় না। উন্নতম মাসের তাপমাত্রা 22° সেঃ এর কম থাকে।
(iii) Csw (Dry summer-র প্রধান বৈশিষ্ট্য) শীতকালীন বৃষ্টিপাত। শুষ্ক শীতকাল এই জলবায়ু অঞ্চলে, শীতকালে গ্রীষ্মকালের তুলনায় অন্তত 10 গুণ বেশি বৃষ্টিপাত হয়।
নাতিশীতোয় আর্দ্র জলবায়ু (Temperate Humid):
• এই জলবায়ু অঞ্চলটি কোপেন উল্লিখিত Micro Thermal জলবায়ুর ন্যায়।
• অন্তত 4 থেকে 7 মাস তাপমাত্রা 10 deg -এর ওপরে থাকে।
• মোটামুটিভাবে নিরক্ষরেখার উভয় দিক 10 deg সেঃ সমোয়রেখাটি এই জলবায়ু অঞ্চলের সীমানাকে নির্দেশ করে।
• মধ্য অক্ষাংশীয় তৃণভূমি অঞ্চল এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
সমোয়রেখাকে মানদণ্ড ধরে উদ্বুতার পার্থক্যের ভিত্তিতে এই জলবায়ু অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয়। যথা-
(i) Do (Temperate Oceanic climate) বা সামুদ্রিক নাতিশীতোন্ন জলবায়ু:
• মধ্য অক্ষাংশীয় অঞ্চলের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই ধরনের জলবায়ু লক্ষ করা যায়।
• গ্রীষ্মকালীন তাপমাত্রা 16 deg সেঃ থেকে 18 deg সেঃ এবং শীতকালীন তাপমাত্রা 10 ^ prime prime সেঃ থেকে 18° সেঃ-এর মধ্যে থাকে।
• এই জলবায়ু অঞ্চলে উয়তার প্রসর ৪° সেঃ থেকে 17 deg সেঃ হয়।
• বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেমি থেকে 70 সেমি-এর মধ্যে থাকে।
• কোনো মাসেই বৃষ্টিপাতের ঘাটতি দেখা যায় না।
(ii) Dc (Temperate Continental climate) বা মহাদেশীয় নাতিশীতোন্ন জলবায়ু শীতকাল ও গ্রীষ্মকাল উভয়ই চরমভাবাপন্ন। গ্রীষ্মকালে দক্ষিণ থেকে উত্তর দিকে তাপমাত্রার সর্বাধিক পার্থক্য লক্ষ করা যায় যা প্রায় 24 deg সেঃ থেকে 18 deg সেঃ। সারা শীতকাল জুড়ে তুষারপাত সংঘটিত হয়। অনেকসময় এই অঞ্চলে তুষারঝড় পরিলক্ষিত হয়। সারাবছরই অধঃক্ষেপণের উপস্থিতি লক্ষ করা যায়। তবে শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বেশি বৃষ্টিপাত হয়।
22° সেঃ সমোয়রেখাকে ভিত্তি করে এই জলবাযুকে আবার দটি ভাগে ভাগ করা যায়- (i) উয় গ্রীষ্মকাল Dea Warm summer sub type), (ii) শীতল শ্রীষ্মকাল Dcb (Cool summer sub type)
মধ্য-উচ্চ অক্ষাংশীয় জলবায়ু অঞ্চল (Boreal Climate):
উষ্ণ অক্ষাংশে মোটামুটি 50°-65° অক্ষরেখার মধ্যে এই জলবায়ু লক্ষ করা যায়। গ্রীষ্মকাল অত্যন্ত স্বল্পস্থায়ী এবং ইওল। তিন মাস বা তারও কম সময় তাপমাত্রা 10° সেঃ-এর ওপরে থাকে। শীতকাল দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত শীতল প্রকৃতির হয়। ভূভাগের সম্পূর্ণটাই বরফাবৃত থাকে। সমস্ত শীতকাল জুড়েই তাপমাত্রা 10° সেঃ-এর নিচে থাকে। বছরে 1 থেকে 3 মাস তাপমাত্রা 10° সেলসিয়াসের বেশি হতে দেখা যায়। বার্ষিক অধঃক্ষেপণের পরিমাণ 50 সেমির কম হয়।
■মের জলবায়ু (Polar Climate):
মেরুবৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত বিস্তৃত বলয়টি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাপমাত্রা সারাবছরই 10°সেঃ-এর নিচে এতে গ্রীষ্মকালের কোনো অস্তিত্ব নেই। ০° সমোয়রেখাকে ভিত্তি করে এই জলবায়ু অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
(i)Ft (Tundra Climate বা তৃষ্ণা জলবায়ু)। এটি মধ্য উচ্চঅক্ষাংশীয় জলবায়ু (Boreal)। এটি মেরু(Polar) অনঞ্চলের একটি পরিবৃত্ত বলয়। উন্নতম মাসের তাপমাত্রা 10° সেঃ থেকে (১° সেঃ-এর মধ্যে থাকে। শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করে এবং সাইবেরিয়া অঞ্চলে শীতলতল মাসের তাপমাত্রা - 40° সেলসিয়াসে এসে পৌঁছায়। গ্রীষ্মকালে 10° সেঃ সমোয়ুরেখা দ্বারা এই জলবায়ু অঞ্চলটির নিরক্ষরেখার দিকে সীমানা নির্ধারণ করা হয়। শীতকালে সমস্ত ভূভাগই তুষারাবৃত থাকে।
(ii) Fi (Icecap বা চির হিমায়িত অঞ্চল): মহাদেশের একেবারে অভ্যন্তরে এই জলবায়ু লক্ষ করা যায়। এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। সারাবছর তুষারপাত লক্ষ করা যায়। তাই তাপমাত্রাও সারাবছর হিমাঙ্কের নিচেই থাকে। গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার চিরতুষারাবৃত অঞ্চল এই জলবায়ুর অন্তর্গত। স্থলভাগের তুলনায় জলভাগের ওপর তুষারপাত বেশি হয়। মহাদেশের অভ্যন্তরে বায়ু এতটাই শীতল থাকে যে উন্নতার বৈপরীত্য এই অঞ্চলে লক্ষ করা যায়।
1. উচ্চভূমি (Highland):
উচ্চ পর্বতের হিমরেখা বা Snowline-এর ওপর অবস্থিত চিরতুষারাবৃত অঞ্চলকে উচ্চভূমির জলবায়ুর মধ্যে অন্তর্ভুক্ত করেন। এই জলবায়ু অঞ্চলে বছরের প্রতিটি মাসেই তাপমাত্রা হিমাঙ্কের অর্থাৎ ০° সেঃ-এর নিচে থাকে।
2. আর্দ্রতার ভিত্তিতে জলবায়ুর শ্রেণিবিভাজন (classification of climate based on Moisture content): বৃষ্টিপাতের পার্থক্যের ভিত্তিতে বা আর্দ্রতার ভিত্তিতে ট্রেওয়াথাঁ ৪ জলবায়ু অঞ্চলকে বাকি অঞ্চলগুলি থেকে আলাদা করে চিহ্নিত করেন।
• শুদ্ধ জলবায়ু (Dry Climate):
ট্রেওয়ার্থা সেই সকল অঞ্চলগুলিকে B জলবায়ুর অন্তর্ভুক্ত করেন যেখানে বাষ্পীভবনের হার বৃষ্টিপাতের তুলনায় বেশি। এই অঞ্চলের সীমানা নির্ধারণ করার জন্য বৃষ্টিপাতের ঋতুভিত্তিক তারতম্যের সঙ্গে তাপমাত্রার সম্পর্কের ভিত্তিতে তিনি একটি সূত্রের উপস্থাপনা করেন.
R = বার্ষিক বৃষ্টিপাত (সেমি)
T = বার্ষিক গড় তাপমাত্রা (০° সেঃ)
PW - শীতকালীন বৃষ্টিপাত (শতাংশে)
ট্রেওয়ার্থা সঠিকভাবে আর্দ্রতা নির্ণয়ের জন্য এবং প্রকৃত বাষ্পীভবনের হার নির্ণয় করার জন্য আধুনিক যন্ত্রাদি ব্যবহার করেন এবং তার থেকে প্রাপ্ত পরিসংখ্যানগুলিকে পর্যবেক্ষণ করে B জলবায়ু অঞ্চলকে চিহ্নিত করে কয়েকটি উপজলবায়ু অঞ্চলে বিভক্ত করেন। B জলবায়ু অঞ্চলকে তিনি দুটি উপবিভাগে বিভক্ত করেন। যেমন-
(i) Bs (ড্রেপ জলবায়ু): এই জলবায়ু অঞ্চলের গ্রীষ্মকাল অধিক শুষ্ক এবং শীতকাল তুলনামূলকভাবে কম শুদ্ধ। এই জলবায়ু অঞ্চল আবার দুটি ভাগে বিভক্ত।
•Bsh (Tropical and Sub-tropical Dry বা ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু): অত্যন্ত উয় ও শুষ জলবায়ু। ৪ মাস ও তার বেশি সময় তাপমাত্রা 10° সেঃ-এর ওপরে থাকে।
•Bsk (Temperate Boreal বা নাতিশীতোয় মেরু প্রান্তীয় জলবায়ু) তুলনামূলক শীতল। গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির। অন্ততপক্ষে ৪ মাসেরও কম সময় তাপমাত্রা 10° সে.-এর বেশি থাকে।
(ii) Bw (Arid বা মবু জলবায়):অতিশুষ্ক মরুপ্রায় অঞ্চল এবং মরু অঞ্চল এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। বিশেষত শীতকাল গ্রীষ্মকালের তুলনায় অধিক শুদ্ধ। BS জলবায়ুর ন্যায় এই জলবায়ুকেও ট্রেওয়ার্থী দুটি ভাগে ভাগ করেছেন। যেমন-
•Bwh (Tropical hot desert বা ক্রান্তীয় উয় মন্ত্র জলবায়ু) ক্রান্তীয় অঞ্চলের উয়-শুষ্ক মরু অঞ্চলগুলি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এখানে তাপমাত্রা অনেক বেশি। ৪ মাস বা তার বেশি সময় ধরে উদ্বুতা 10° সেঃ-এর ওপরে থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং আবহাওয়া শুষ্ক প্রকৃতির।
•Bwk (Temperate cold desert বা নাতিশীতোয় মেরু জলবায়ু) উপক্রান্তীয় এবং মধ্য অক্ষাংশীয় শীতল শুষ্ক মরু অঞ্চলগুলি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এখানকার উন্নতা তুলনামূলকভাবে কম বা শীতল প্রকৃতির। ৪ মাসেরও কম সময় ধরে উন্নতা 10° সেঃ-এর অধিক থাকে। সারাবছর ধরেই শুষ্ক প্রকৃতির আবহাওয়া বিরাজ করে।