welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1900 (Köppen's climatic classification, 1900)

কোপেনকৃত জলবায়ু অঞ্চল, 1900 (Köppen's climatic classification, 1900)



1884 খ্রিস্টাব্দে তৈরি করা তাপীয় অঞ্চলের মানচিত্রটি জনমানসে সর্বপ্রথম জলবায়ু অঞ্চল বিভাজনের ধারণার উদ্ভব ঘটালেও 1900 সালে জার্মান ভাষায় প্রকাশিত 'Versuch einer klassification der klimate, vorzugsw cise nach ihren. Bezichumgen Zur Pflanzenwelt' শীর্ষক প্রতিবেদনে কোপেন সর্বপ্রথম পৃথিবীকে কতকগুলি জলবায়ু অঞ্চলে বিভাজন করেন। 1900 সালের এই বিশ্ব জলবায়ু অঞ্চল শ্রেণিবিভাজনের ক্ষেত্রে কোপেন উদ্ভিদবিদ অ্যালফোনসে-ডি-ক্যানডোলে (Alphonse de Candole)-এর 1874 সালে তৈরি করা পৃথিবীর স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাজনকে অনুসরণ করেন। ক্যানডোলে স্বাভাবিক উদ্ভিদের বণ্টনের মানচিত্র প্রস্তুতের ক্ষেত্রে বিভিন্ন ভূতাত্ত্বিকযুগে উদ্ভিদের বিন্যাসকে পর্যবেক্ষণ করেন এবং উন্নতা ও আর্দ্রতার আঞ্চলিক বণ্টনের তারতম্যকে অনুসরণ করে উদ্ভিদ বলয়ের সীমানা নির্ধারণ করেন। কোপেন ক্যানডোলের এই নীতিকে অনুসরণ করে প্রকৃতপক্ষে ক্যানডোলের প্রদত্ত নামগুলিকেই ব্যবহার করে পৃথিবীকে ১টি বৃহৎ জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন এবং প্রতিটি অঞ্চলকে সংক্ষেপে প্রকাশের জন্য ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটি অক্ষর, A, B, C, D এবং E-কে ব্যবহার করেন। উদ্বু ও শীতলতম মাসের তাপমাত্রা এবং আর্দ্র ও শুষ্কতম মাসের অধঃক্ষেপণের পরিমাণের ওপর ভিত্তি করে কোপেন উক্ত দুটি জলবায়ু অঞ্চলকে ছোটো ছোটো কয়েকটি উপঅঞ্চলে বিভক্ত করেন। তবে এই ক্ষুদ্র জলবায়ু অঞ্চলগুলির নাম দেওয়ার ক্ষেত্রে তিনি ইংরেজি বর্ণমালার অক্ষরগুলিকে ব্যবহারের সঙ্গে ওই অঞ্চলের প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ ও প্রাণীদের নামেরও ব্যবহার করেন। 1900 খ্রিস্টাব্দের কোপেনকৃত পৃথিবীর জলবায়ু অঞ্চলগুলি হল-

মেগাথার্মাল বা ক্রান্তীয় নিম্নভূমি জলবায়ু (Megathermal or Tropical low land climate):

মেগাথার্মাল শব্দটি মেগাধার্মাস থেকে এসেছে। মেগাথার্মাস বলতে সাধারণত সেই সকল উদ্ভিদ প্রজাতিকে বোঝায় যাদের বেঁচে থাকার জন্য সারাবছর অধিক উন্নতা ও প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়। উদ্ভিদ প্রজাতির এই বৈশিষ্টাকে মাপকাঠি ধরে মেগাথার্মাস প্রজাতির উদ্ভিদের প্রাধান্যের ভিত্তিতে কোপেন সারাবছর ধরে অবস্থান করা আর্দ্র ও উদ্বু জলবায়ু অঞ্চলকে মেগাথার্মাল জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত করেন। নিরক্ষরেখার উভয় পার্শ্বে তান্তীয় চিরহরিৎ অরণ্যকে এই জলবায়ুর অন্তর্ভুক্ত করা হয়। এই জলবায়ু অঞ্চলকে চিহ্নিত করতে তিনি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর 'A'-কে সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করেন। এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হল

1. বছরের কোনো মাসেই শীত ঋতু লক্ষ করা যায় না।

2. সবচেয়ে শীতলতম মাসের গড় তাপমাত্রা কখনোই 18° সেঃ-এর নিচে নামে না।

3. সারাবছর কমপক্ষে 1 মাস প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।

4. মেগাথার্মাস উদ্ভিদ অর্থাৎ ক্রান্তীয় চিরহরিৎ প্রজাতির উদ্ভিদই এখানকার প্রধান স্বাভাবিক উদ্ভিদ।

কোপেন এই জলবায়ু অঞ্চলকে উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে আবার দুটি উপবিভাগে বিভক্ত করেন-

A¹ লিয়ানা (Liana): এখানে সারাবছর ধরেই বৃষ্টিপাত লক্ষ করা যায়। কোনো সুনির্দিষ্ট শুদ্ধ ঋতু নেই। মোট বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেমি-এর অধিক হয়। ঋতুভেদে উন্নতার বিশেষ তারতম্য লক্ষ করা যায় না। উন্নতম ও শীতলতম মাসের মধ্যে উদ্বুতার পার্থক্য 1° থেকে 6° সেঃ।

A² বাওবাব (Baobab): অন্ততপক্ষে 2 মাস শুদ্ধ ঋতুর উপস্থিতি থাকে। বার্ষিক বৃষ্টিপাত 200 সেমি-রকম। ঋতুভেদে উন্নতার তারতম্যের জন্য বার্ষিক উন্নতার প্রসর অধিক হয়। উয় ও শীতলতম মাসের মধ্যে তাপমাত্রার পার্থক্য হয় 12° সেঃ।

B. জেরোফাইটিক জলবায়ু (Xerophytic Climate):

সারাবছর ধরে খুব অল্প পরিমাণে বৃষ্টিপাত হয় বলে জলের তীব্র ঘাটতি দেখা দেয়। এই রকম অতিশুদ্ধ ও উচ্চতাপমাত্রা বিশিষ্ট অঞ্চলে সাধারণত কাষ্ঠল ও বৃহৎ পাতাযুক্ত উদ্ভিদ প্রায় দেখাই যায় না। পরিবর্তে এই অঞ্চলগুলিতে কাঁটা জাতীয় জেরোফাইট উদ্ভিদই প্রধান। এইপ্রকার উদ্ভিদের বৈশিষ্ট্যসম্পন্ন জলবায়ু অঞ্চলকে কোপেন জেরোফাইটিক জলবায়ু অঞ্চল হিসেবে চিহ্নিত করেন এবং ইংরেজি বর্ণমালার 'B' কে সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করেন। প্রধানত মধ্য-অক্ষাংশীয় উদ্বু মরু ও মরুপ্রায় অঞ্চল (Hot deserts of mid-latitudes region) যেখানে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব রয়েছে, সেই অঞ্চলগুলিকে কোপেন B জলবায়ুর অন্তর্ভুক্ত করেন।

B জলবায়ুর অন্তর্গত অঞ্চলে মৃত্তিকার প্রকৃতিগত পার্থক্যের কারণে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়ায় কোপেন B জলবায়ু অঞ্চলকে আবার কয়েকটি উপবিভাগে বিভক্ত করেন। যথা-

নিম্ন অক্ষাংশীয় অঞ্চলের উপকূলীয় মরুভূমি (Coastal deserts of low latitudes):ক্রান্তীয় অঞ্চলের উপকূলবর্তী শুষ্ক মরুপ্রায় বৃষ্টিহীন অঞ্চলগুলিকে কোপেন এই জলবায়ুর অন্তর্ভুক্ত করেন। এই জলবায়ু অঞ্চলটিকে কোপেন B, জলবায়ু অঞ্চলের অন্তর্গত করেন।

B¹ গাবুয়া (Garua): দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, পেরু, চিলি ও দক্ষিণ-পশ্চিম আফ্রিকার শুদ্ধপ্রায় অঞ্চলগুলিকে কোপেন এই উপবিভাগটির অন্তর্ভুক্ত করেন। খুবই স্বল্প ভৌগোলিক এলাকা জুড়ে নিরক্ষরেখার উভয় দিকে 5°-15° অক্ষরেখার মধ্যে এই জলবায়ু অঞ্চলটির বিস্ততি। এই অঞ্চলের তাপমাত্রা বছরের প্রায় অর্ধেক মাস ঘরেই 20° সেঃ-এর নিচে থাকে।

অতি উদ্বু গ্রীষ্মকাল এবং শীতকালবিহীন মরুপ্রায় এবং স্লেপ জলবায়ু অঞ্চল (Desert and Steppe without strict cold winter and strong summer):

যে সকল মরু ও মরুপ্রায় অঞ্চলে শীতকাল প্রায় লক্ষ করা যায় না এবং সারাবছর ধরে গ্রীষ্মকাল বিরাজ করে সেই সমস্ত অঞ্চলকে কোপেন এই গোষ্ঠীভুক্ত করেন। এই অঞ্চলের সবচেয়ে শীতলতম মাসের উন্নতা 2 deg সেঃ এর নিচে নামে না এবং গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে 22 deg সেঃ থেকে 36 deg সেঃ পর্যন্ত হয়।

B². খেজুর (Date palm or Dattelklima): এটি বৃষ্টিহীন উয় মরু অঞ্চল। এখানকার উন্নতম মাসের তাপমাত্রা 26 deg সেঃ-এর বেশি এবং শীতলতম মাসের উদ্বুতা 10 deg সেঃ থেকে 22 deg সেঃ-এর মধ্যে থাকে। তবে সারাবছর ধরে গড় তাপমাত্রা 26 deg সেঃ-এর আশেপাশেই ঘোরাফেরা করে। এই অঞ্চলে শুষ্ক তাপপ্রবাহের সঙ্গে প্রচন্ড ধূলিঝড় সৃষ্টি হতে দেখা যায়। অত্যধিক উয় ও শুষ্ক আবহাওয়ার জন্য খেজুর এই অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ। পৃথিবীর বড়ো বড়ো মরুভূমিগুলিকে কোপেন এই জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত করেন।

B³ মেসকুইট (Mesquite or Mezquiteklima): সারাবছর ধরে গ্রীষ্ম ঋতুর প্রভাব যুক্ত মরুপ্রায় স্তেপ জলবায়ু এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। শীতলতর মাসগুলির উন্নতা 2 deg সেঃ থেকে 22° সেঃ-এর মধ্যে থাকে এবং উচু মাসগুলির উদ্বুতা 22 deg সেঃ থেকে 34 deg সেঃ-এর মধ্যে আনাগোনা করে। উত্তর আমেরিকার উত্তর মেক্সিকো, এশ্চিম টেক্সাস, কিংবা অস্ট্রেলিয়ার মরুপ্রায় শুষ্ক স্তেপ তৃণভূমি অঞ্চল এই জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত।

B⁴ স্ত্রাগাকামৃত (Tragacauth or tragautklima): উপক্রান্তীয় স্তেপ জলবায়ু অঞ্চল। গ্রীষ্মকাল প্রধানত বৃষ্টিহীন। তবে শীত ঋতুতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়। শীতলতর মাসগুলিতে তাপমাত্রা 2 deg থেকে 15 deg সেঃ-এর মধ্যে থাকে এবং উন্নতম মাসে তাপমাত্রা বেড়ে 22 deg সেঃ থেকে 35 deg সেঃ পর্যন্ত হয়। মিশর, মেসোপটেমিয়া, ইরান, সহারার উত্তরাংশকে কোপেন এই জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত করেন।

B⁵ পূর্ব পাটাগোনিয়া (East patagonian): তুলনামূলকভাবে শীতল শুদ্ধপ্রায় মরু অঞ্চল। এই জলবায়ু অঞ্চলের উন্নতম মাসের তাপমাত্রা 22 deg সেঃ থেকে 11 deg সেঃ-এর মধ্যে আনাগোনা করে। শীতলতম মাসে এই অঞ্চলের উন্নতা 6 deg সেঃ থেকে সেঃ-এ নেমে আসে। এই জলবায়ু অঞ্চলটি উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে দেখা যায় যা 2 deg প্রধানত স্তেপ ও তুন্দ্রা জলবায়ু অঞ্চলের একটি পরিবর্তনশীল এলাকা।

 দীর্ঘস্থায়ী শীতল শীতকাল ও স্বল্পস্থায়ী উয় গ্রীষ্মকাল যুক্ত মধু এবং স্তেপ জলবায়ু (Desert and Steppe with long cold winters and short hot summer):

শুদ্ধ মরুপ্রকৃতির উচ্চ অক্ষাংশীয় শীতল জলবায়ু অঞ্চলগুলিকে কোপেন এই জলবায়ুর অন্তর্ভুক্ত করেন। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল-শীতকাল দীর্ঘস্থায়ী ও শুষ্ক প্রকৃতির। শীতকালীন তাপমাত্রা ২° সেঃ থেকে - 30 deg সেলসিয়াসে নেমে আসে। শীতকালে সামান্য তুষারপাত হয়। গ্রীষ্মকাল অতি স্বল্পস্থায়ী এবং অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিহীন। উন্নতম মাসের সর্বাধিক তাপমাত্রা থাকে 20 deg সেঃ থেকে 30° সেঃ-এর মধ্যে।

শীতলতম মাসের উন্নতার পার্থক্যের ওপর ভিত্তি করে এই অঞ্চলকে কোপেন আবার দুটি উপঅঞ্চলে বিভক্ত করেন।

B⁶. বুরান জলবায়ু (Buran or Buranklima):

এই অঞ্চলের শীত ঋতু অতিশীতল এবং মাঝেমাঝেই প্রবল তুষার ঝড় (blizard) হতে দেখা যায়। শীতলতম মাসের তাপমাত্রা 2 deg সেঃ থেকে - 16 deg -এ নেমে আসে।

B⁷. প্রেইরি জলবায়ু (Praire or Prarienklima):

B⁶ জলবায়ু অঞ্চলের মতো বৈশিষ্ট্যসম্পন্ন হলেও আর্দ্র ও শুষ্ক উভয় ঋতুতেই চরম আবহাওয়াগত অবস্যা ৮৯ করা যায়। তাই এই জলবায়ু অঞ্চলে বছরে দুইবার তৃণভূমির সৃষ্টি হতে এবং ধ্বংস হতে দেখা যায়। গ্রীষ্মকাল অতান্ত শুদ্ধ হওয়ায় অধিকাংশ তৃণ শুকিয়ে যায়, আবার শীতকালে প্রবল তুষারপাতের কারণে তুমিভাগ বরফাকৃত হয়ে পড়ায় তৃণগুলির মৃত্যু হয়। তাই বর্ষা ঋতু কিংবা বসন্তের শুরুতে জলের প্রাপ্তির কারণে নতুন করে ঘাস জন্মাতে দেখা যায়। উত্তর আমেরিকার বিস্তীর্ণ প্রেইরি অঞ্চল এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের শীতলতম মাসের তাপমাত -30° সেলসিয়াস পর্যন্ত নেমে আসে।

মেসোথার্মাল বা নাতিশীতোয় জলবায়ু (Mesothermal or temperate climate):

মেসোথার্মাস উদ্ভিদ থেকে মেসোথার্মাল জলবায়ুর নামকরণ হয়েছে। মেসোথার্মাস গোষ্ঠীর উদ্ভিদের বেঁচে থাকার জন্য মাঝারি উদ্বুতা ও বৃষ্টিপাতের প্রয়োজন। এই উদ্ভিদগুলি না শীতের তীব্রতা সহ্য করতে পারে, আবার না অধিত গরম সহ্য করতে পারে। এমনকি তীব্র শুষ্ক অবস্থাও এই সকল উদ্ভিদের বিকাশে প্রতিবন্ধক হয়ে ওঠে। এই ধরনের উদ্ভিদের আদর্শ বিকাশ দেখা যায় নাতিশীতোয় জলবায়ু অঞ্চলে। তাই কোপেন উভয় গোলার্ধে মোটামুটিভাবে 22° থেকে 45 deg অক্ষাংশের মধ্যে মেসোথামাস প্রজাতির উদ্ভিদের প্রাধান্যের ওপর ভিত্তি করে জলবায়ু অঞ্চলকে আলাদ করে চিহ্নিত করেন। এই জলবায়ু অঞ্চলের শীতলতম মাসের গড় তাপমাত্রা 18 deg সেঃ-এর নীচে এবং উন্নতম মাসের তাপমাত্রা 22 deg সেঃ-এর ওপর থাকে। জলবায়ুর উপাদানগুলির তারতমা অনুযায়ী উদ্ভিদের বিকাশের তারতম্য হেতু কোপেন 'C' জলবায়ু অঞ্চলকে তিনটি উপ-জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন।

 আর্দ্র তন্ত গ্রীষ্মকালযুক্ত উপক্রান্তীয় ফলরায় (Sub-tropical climate with moist hor summer)

শ্রীষ্মকাল অত্যন্ত তপ্ত ও দন্ধ প্রকৃতির হয়। উদ্ভুতম মাসের তাপমাত্রা 22 deg থেকে 28 deg সেঃ পর্যন্ত হয়ে থাকে। অধিকাংশ বৃষ্টিপাতই গরমের সময় হয়। গ্রীষ্মকালে ন্যূনতম বৃষ্টিপাত ৪০ মিলিমিটার হয়ে থাকে।

C¹ ক্যামেলিয়া (Camellia): উন্নতম মাসের তাপমাত্রা 22 deg থেকে 28 deg সেঃ এবং শীতলতম মাসে ২° থেকে 18 deg সেঃ-এর মধ্যে ঘোরাফেরা করে। বৃষ্টিপাত মূলত উয় মাসগুলিতেই হয়ে থাকে। ভারত, চিন, প্যারাগুয়ের চা এবং তুলা উৎপাদক অঞ্চলগুলিকে কোপেন এই জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত করেন।

C² হিকেরি (Hickery): শীতলতম মাসের উন্নতা 2 deg সেঃ-এর নীচে নেমে আসে। বৃষ্টিপাত, জলবায়ুর মতোই। কিন্তু গ্রীষ্মের শেষের দিকেই সবচেয়ে বেশি শীতলতা লক্ষ করা যায়। C_{2} অঞ্চলটি উত্তর গোলার্ধে 'C অঞ্চলের একটু উত্তরেই অবস্থান করে।

C³ ভুট্টা (Maize): এটি B_{7} এবং C_{4} জলবায়ু অঞ্চলে একটি পরিবৃত্তীয় বলয় (Transitional zone). যেখানে উভয় প্রকার জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এখানে শীতকালে সামান্য তুষারপাত হতে দেখা যায়। বেশির ভাগ বৃষ্টিপাতই বসন্ত অথবা গ্রীষ্মের শুরুতে দেখা যায়। তবে গ্রীষ্মের শেষ দিক বা শরৎকাল প্রধানত শুদ্ধ প্রকৃতির হয়। উন্নতা ও বৃষ্টিপাতের পরিমাণের দিক থেকে অঞ্চলটি C_{2} জলবায়ুর মতোই। শুধুমাত্র বৃষ্টিপাতের সময়কালের পার্থক্যের ভিত্তিতেই এদের আলাদা করা হয়েছে। এখানে শীতলতম মাসের উদ্বুতা 2 deg সেঃ-এর নীচেই থাকে। এশিয়া মহাদেশের ইরানের অন্তর্গত উমিয়া থেকে কোকান পর্যন্ত এবং উত্তর আমেরিকার কাসকেড থেকে রকি পার্বত্য অঞ্চলকে কোপেন এই জলবায়ুর অন্তর্ভুক্ত করেন।

আর শীত ও শুদ্ধ গ্রীষ্মকালয়র উপক্রান্তীয় জলবায় (Sub-tropical climate with wet winters drv.summers)

নীতকালেই প্রধানত বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকাল পুরোটাই বৃষ্টিহীন থাকে। শীতকালীন তাপমাত্রা মধ্যম প্রকৃতির হয়, মোটামুটিভাবে 2° সেঃ থেকে 18° সেঃ-এর মধ্যে বিরাজ করে।

C⁴. জলপাই জলবায়ু (Olive climate): ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এই জলবায়ুর অন্তর্গত। গ্রীষ্মকাল রীদ্রেকরোজ্জ্বল ও শুষ্ক। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে উন্নতঃ 22 ^ prime prime সেঃ থেকে 28 deg সেঃ-এর মধ্যে থাকে। এখানে জলপাই, আঙুর, আপেল ইত্যাদি বিভিন্ন ফল চাষের জন্য উপযুক্ত পরিবেশ পায় এবং জলপাই এখানকার প্রধান উৎপাদিত ফসল হওয়ায় এই ধরনের নামকরণ করা হয়েছে।

C⁵ (Erikenklima): পূর্বের C_{4} এর মতোই বৈশিষ্ট্যপূর্ণ জলবায়ু। কিন্তু এখানে শ্রীষ্মকালীন তাপমাত্রা তুলনামূলকভাবে কম, 14 deg থেকে 12 deg সেঃ-এর মধ্যে থাকে। প্রধানত মধ্য-অক্ষাংশীয় অঞ্চলে দক্ষিণ গোলার্ধের শ্চিমদিকের সমুদ্র উপকূলবর্তী দেশগুলিতে এই ধরনের জলবায়ু লক্ষ করা যায়।

ক্রান্তীয় পার্বত্য জলবায়ু এবং মধ্য-অক্ষাংশীয় সামুদ্রিক জলবায়ু (Tropical mountain climate and meritime climate of mid-latitudej)

শ্রীষ্মকালীন তাপমাত্রা 10 deg - 22 deg সেঃ এবং শীতকালীন তাপমাত্রা 6 deg থেকে 18 deg সেঃ। গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যে উয়তার পার্থক্য 2 deg - 10 deg সেঃ পর্যন্ত হয়। বৃষ্টিপাত প্রধানত গ্রীষ্মকালেই হয়।

C⁶ ফুডসিয়া (Fuchsia): এই অঞ্চলে বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে হয় বলে মুক্তিকায় কোনোমাসেই জলেরঘাটতি পরিলক্ষিত হয় না.

C⁷ পার্বত্য সাভানা জলবায়ু (Upland savanna climate): পার্বত্য তৃণভূমি অঞ্চলে শীত ও বসন্তের শুরুর দিকটা বৃষ্টিহীন থাকে। গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে এখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়। ফলে এখানে মাঝে মাঝেই শিলাবৃষ্টি ও তুষারপাত হতে দেখা যায়। গ্রীষ্মের শেষদিকে গাছে নতুন ফুল ফুটতে দেখা যায়। মেক্সিকোয় 1700-3,400 মিটার উচ্চতায়, টিটিকাকায় 1,300 মিটার, আবিসিনিয়ায় 2,100-4,000 মিটার উচ্চতায় এই প্রকৃতির জলবায়ু লক্ষ করা যায়।

মাইক্রোথার্মাল বা শীতল জলবায়ু অঞ্চল (Microthermal or cool climate):

মাইক্রোথার্মাস থেকে মাইক্রো থার্মাল শব্দটি এসেছে। মাইক্লোথামাস উদ্ভিদ বলতে বোঝায় সেই প্রকার উদ্ভিদগোষ্ঠীকে যেগুলি খুবই অল্প উন্নতায় ও শীতল জলবায়ুযুক্ত পরিবেশে জন্মায়। তাই যে-সকল অঞ্চলে মাইক্রোথার্মাস প্রজাতির উদ্ভিদের আধিপত্য দেখা যায় সেই সকল অঞ্চলকে কোপেন জলবায়ুভুক্ত করেন। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল।

• উন্নতম মাসের গড় তাপমাত্রা 10 deg সেঃ এর বেশি কিন্তু 22 deg সেঃ-এর কম হয়। শীতলতম মাসের তাপমাত্রা ৩° সেঃ-এর নীচে নেমে যায়। গ্রীষ্মকালে বৃস্টিপাত ও শীতকালে তুষারপাত এখানকার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। উরসবুজ সরলবর্গীয় উদ্ভিদ এবং স্তেপ তৃণভূমি এখানকার প্রধান স্বাভাবিক উদ্ভিদ।

D¹ ওক জলবায়ু (Oak climate): উন্নতম মাসের তাপমাত্রা 13 deg সেঃ থেকে 22 deg সেঃ এবং শীতলতম মাসের তাপমাত্রা 6 deg থেকে 2 ^ (6 deg) সেঃ পর্যন্ত হয়ে থাকে। উন্নতার প্রসর মোটামুটি 10 deg সেঃ। ওক গাছের প্রাধান্যের জন্য কোপেন এই ধরনের অঞ্চলের নামকরণ করেন ওক জলবায়ু। উত্তর আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার আলমিয়া (Columbia) থকে কানাডা পর্যন্ত এই জলবায়ু অঞ্চল বিস্তৃত।

D² স্বাস জলবায়ু (Spruce climate): শুশ্রুস জাতীয় সরলবর্গীয় উদ্ভিদের আধিক্যের জন্য কোপেনকৃত এই জলবায়ু অঞ্চলের নাম করা হয়েছে প্রস জলবায়ু। বার্ষিক উন্নতার প্রসর 10 deg সেঃ। 1 থেকে 4 মাস পর্যন্ত তাপমাত্রা 10 deg সেঃ-এর কাছাকাছি থাকে। উন্নতম মাসের তাপমাত্রা 10 deg সেঃ থেকে 19 deg সেঃ এবং শীতলতম মাসের উন্নত। 3° সেঃ থেকে - 52 deg সেঃ পর্যন্ত হয়ে থাকে।

D³ দক্ষিনী বীচ জলবায়ু (Southern beech climate): বার্ষিক উন্নতার প্রসর 10° সেঃ। উন্নতম মাসের তাপমাত্রা 16 deg সেঃ এবং শীতলতম মাসের উন্নতা ০° সেঃ। সারাবছর ধরেই বৃষ্টিপাত পরিলক্ষিত হয়।

হেকিষ্টোথার্ম বা শীতল জলবায়ু (Hakistotherm or Cold climate):

তীব্র ও দীর্ঘ শীতসহনকারী আল্লীয় প্রজাতির উদ্ভিদকেই হেকিস্টোথার্মাস উদ্ভিদ বলে। সুতরাং মস, লাইকেন প্রভৃতি আল্লীয় শ্রেণির উদ্ভিদের প্রাধান্যযুক্ত জলবায়ুকে কোপেন E শ্রেণিভুক্ত করেন।।

E¹ তৃষ্ণা জলবায়ু (Tundra climate): তুন্দ্রা জলবায়ু তুলনামূলকভাবে শুদ্ধ পরিবেশযুক্ত অতিশীতল শীতকাল যুক্ত জলবায়ু। গ্রীষ্মকালের দৈর্ঘ্য খুবই স্বল্প। বার্ষিক উন্নতায় প্রসর মোটামুটি 20 deg সেঃ। পূর্ব সাইবেরীয় অঞ্চল এই জলবায়ুর অন্তর্ভুক্ত। এই অঞ্চলটিতে প্রচুর বন্যপ্রাণীর পরিলক্ষিত হয়।

E² পেঙ্গুইন অধ্যুষিত জলবায়ু (Penguin or Antarctic Climate): এই অঞ্চলটি উপকূলবর্তী অতিশীতল চরমভাবাপন্ন জলবায়ু অঞ্চল। সারাবছর ধরেই তাপমাত্রা খুবই কম থাকে। উন্নতার বিশেষ কোনো তারতম্য এই অঞ্চলে পরিলক্ষিত হয় না। বার্ষিক তাপমাত্রার পার্থক্য 4 deg সেঃ থেকে 15 deg -এর মধ্যে থাকে। পেঙ্গুইন এই অঞ্চলের প্রধান প্রাণীগোষ্ঠী।

E³ চমরী গাই অধ্যুষিত জলবায়ু (Yakklimal or pamirlelima): এটি অতিশীতল মহাদেশীয় চরমভাবাপন্ন জলবায়ু অঞ্চল। তাপমাত্রা সারাবছর ধরে কম থাকলেও বার্ষিক তাপমাত্রার অনেকটাই পার্থক্য হয় যা প্রায় 20° সো -এর বেশি।

E⁴ শীতল পার্বত্য জলবায়ু (Cool mountain climate): উচ্চ পার্বত্য অঞ্চলকে কোপেন এই জলবায়ুটির শ্রেণিভুত্ব করেন। এখানে উয়তার বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয় না। মোটামুটিভাবে সারাবছর ধরেই উয়তার পার্থক্য 20° সেঃ-এর কম থাকে।

প্রাণহীন চির তুষারাচ্ছন্ন বলয় (Realm of everlasting frost without living beings):

যে সমস্ত অঞ্চলে উয়তা সারাবছরই হিমাঙ্কের নিচে থাকে কোপেন সেই সমস্ত অঞ্চলগুলিকে F জলবায়ুর অন্তর্ভুক্ত করেন। মোটামুটি জুলাই মাসের মাঝামাঝি সময়ে 0 deg সেঃ-এর সমোয়রেখাটিকে F জলবায়ু অঞ্চলে সীমারেখা হিসেবে চিহ্নিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01