নগরায়ণ ব্যাবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন (Urbanisation as change of behavioural process)
নগরায়ণের দুটি দিক আমরা প্রত্যক্ষ করি। যেমন- (a) জনগণের গ্রাম থেকে শহরে চলে আসা এবং (b) গ্রামীণ বসতির ধীরে ধীরে শহরে রূপান্তরিত হওয়া। এই দুই ধরনের প্রক্রিয়াই একসঙ্গে চলতে থাকে।
জনসংখ্যা, জনঘনত্ব, অর্থনৈতিক কার্যাবলি, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্পায়ন, সরকারি পারিকনা প্রভৃতির ওপর নগরায়ণের তীব্রতা নির্ভর করে। আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন জনগণনায় (Cena) নারায়ণের ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। 1991 খ্রি: জনগণনায় নগরের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির অস্তিত্বের কথা বলা হয়েছে।
প্রথমত: নগর বসতি বা পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা হবে 5000 জন।
দ্বিতীয়ত: অধিবাসীদের 75% বা তার বেশি অকৃষিকাজে নিযুক্ত থাকবেন।
তৃতীয়ত: প্রতি বর্গকিমিতে জনঘনত্ব কমপক্ষে 400 জন হবে।