welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

নগরায়ণ ব্যাবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন (Urbanisation as change of behavioural process)

নগরায়ণ ব্যাবহারিক বৈশিষ্ট্যের পরিবর্তন (Urbanisation as change of behavioural process)


নগরায়ণের দুটি দিক আমরা প্রত্যক্ষ করি। যেমন- (a) জনগণের গ্রাম থেকে শহরে চলে আসা এবং (b) গ্রামীণ বসতির ধীরে ধীরে শহরে রূপান্তরিত হওয়া। এই দুই ধরনের প্রক্রিয়াই একসঙ্গে চলতে থাকে।


জনসংখ্যা, জনঘনত্ব, অর্থনৈতিক কার্যাবলি, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্পায়ন, সরকারি পারিকনা প্রভৃতির ওপর নগরায়ণের তীব্রতা নির্ভর করে। আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন জনগণনায় (Cena) নারায়ণের ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। 1991 খ্রি: জনগণনায় নগরের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির অস্তিত্বের কথা বলা হয়েছে।


প্রথমত: নগর বসতি বা পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা হবে 5000 জন।


দ্বিতীয়ত: অধিবাসীদের 75% বা তার বেশি অকৃষিকাজে নিযুক্ত থাকবেন।


তৃতীয়ত: প্রতি বর্গকিমিতে জনঘনত্ব কমপক্ষে 400 জন হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01