নগরায়ণ এবং তার প্রভাব (Urbanisation and its impact):
সাধারণভাবে নগর গঠনের প্রক্রিয়াকে নগরায়ণ (Urbanisation) বলে। নগরায়ণ প্রক্রিয়ায় গ্রামীণ কাতিগুলির বৈশিষ্ট্যগুলি ধীরে ধীরে শহরের বৈশিষ্ট্যে রূপান্তরিত হয় এবং মানুষজন কৃষিকাজ ছেড়ে বিভিন্ন শুরে পেশায় নিযুক্ত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নগরায়ণের ফলে পরিবেশ এবং বসতভূমিতে গভীর প্রভাব পড়েছে যার প্রতিফলন দেখি আমরা বিভিন্ন দেশের শহরে নগরে।
নগরায়ণ প্রক্রিয়ার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলি যুক্ত থাকে। যেমন-
(i) জনসংখ্যাগত বিষয় (Demographic Phenomena).
(ii) সামাজিক গঠনগত পরিবর্তন (Structural Change in Society) এবং