welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

নগর সম্প্রসারণ (Urban Sprawl):

নগর সম্প্রসারণ (Urban Sprawl):


1937 খ্রিস্টাব্দে Earle Draper, টেনেসি উপত্যকার কর্তৃপক্ষ, ওয়াশিংটনের সম্মেলনে 'sprawl' শব্দটি ব্যবহার করেন। কোনো বসতি যে-কোনো ভাবে যথেচ্ছহারে চারদিকে গড়ে উঠলে এবং অর্থনৈতিক পরিকল্পনা ছাড়াই এরকম বসতির বিস্তার ঘটলে তাকে 'sprawl' বলে ধরা হয়। 1958 খ্রিস্টাব্দে William Whyte, Fortune Magazine-এ প্রথম 'urban sprawl' উল্লেখ করেন।


Siedentrop (2005 খ্রিস্টাব্দ) নগর সম্প্রসারণ (urban sprawl)-এর সংজ্ঞা 5টি শ্রেণিতে ব্যাখ্যা করেছেন।


(1) কোনো মূল শহরের কেন্দ্র থেকে বাইরের দিকে বসতির বিস্তার যদি ক্রমাগত ঘটে এবং ওইসব বসতির ঘনত্ব অপেক্ষাকৃত কম হয় এবং কর্মের বৈচিত্র্য ক্রমশ নগরের মূল কেন্দ্র থেকে কমতে থাকে, তাকে নগরের বিস্তার (Urban sprawl) বলা হয়।


(2) নগরের সম্প্রসারণ সংক্রান্ত সংজ্ঞায় নগরকেন্দ্র থেকে বাইরের দিকে বিভিন্ন কর্মের পরিধির বিস্তার ও গ্রামের এলাকার শহরের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে।


(3) এটি নগর বিকাশের একটি রূপ যেখানে ঘনবসতি, বিভিন্ন দিকে বসতির বিস্তার এবং বিক্ষিপ্তভাবে উপকণ্ঠ অঞ্চল গঠনের মতো প্রক্রিয়াগুলি চলতে থাকে।


(4) নগর বিকাশের ক্ষেত্রে ভূমির ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।


(5) কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই শহরের বিস্তার চলতে থাকলে, তাকে Urban Sprawl বলা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01