welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভারতে নগরের সম্প্রসারণ (Urban Sprawl in India):

 ভারতে নগরের সম্প্রসারণ (Urban Sprawl in India):


ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। ভারতে মোট জনসংখ্যা এবং জন্মহার দুটোই খুব বেশি পরিলক্ষিত হয়। গ্রাম্য অঞ্চলগুলি থেকে ক্রমাগত শহরে মানুষের পরিযানের (migration) ফলে শহরের জনসংখ্যার আয়তন এবং শহরের সীমানার প্রসার ঘটছে। এর ফলে শহরের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সত্যে ছোটো ছোটো শহরগুলি বড়ো শহরের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে।

1930-এর দশক থেকেই গ্রাম থেকে শহরে মানুষের চলে আসার প্রবণতা শুরু হয়েছিল। বর্তমানে এই হার আরও উর্ধ্বমুখী। 1941-51 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 10 লক্ষ মানুষ শিল্পায়ন ও নগরায়ণের ফলে গ্রাম থেকে শহরে এসেছেন। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের ফলে বহুসংখ্যক মানুষ তাঁদের নিজের দেশ (বাস্তু) ছেড়ে অন্য দেশে (পাকিস্তানে/বাংলাদেশে/ভারতে) বসবাস শুরু করেন।

1991-2001 খ্রিস্টাব্দের মধ্যে গ্রাম থেকে শহরে চলে আসা মানুষের সংখ্যা ছিল প্রায় 20 মিলিয়ন। প্রধানত প্রত্যেকটি জেলার সদর শহরে (district headquarter) মানুষের আগমনের সংখ্যা সব থেকে বেশি দেখা যায়। এর ফলে এসব সদর শহরগুলির বাইরের সীমানা বিস্তার লাভের সঙ্গে জনসংখ্যার পরিমাণ দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। রাজ্যের রাজধানী শহরগুলিতে প্রশাসনিক সুবিধা এবং অন্যান্য পরিকাঠামোগত সুবিধাকে কেন্দ্র করেই প্রচুর জনসমাগম ঘটে এবং নগরের সীমানা দ্রুত হারে বিস্তৃত হয়। কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, চন্ডীগড়ে এই ধরনের প্রভাব লক্ষ করা গেছে।

কিছু কিছু বড়ো নগরে দেখা যায় যে, বিত্তবান ব্যক্তিরা নগরের জনবহুল ও কোলাহলযুক্ত স্থান ত্যাগ করে শহরের সীমান্ত এলাকাতে বড়ো জায়গা জুড়ে বাড়ি নির্মাণ করেন। তাঁরা স্বাধীনভাবে প্রচুর এলাকা জুড়ে নিজের আধিপত্য বজায় রাখতে সক্ষম হন। ফলে শহরের কেন্দ্রীয় অঞ্চল (Core Area) অপেক্ষা শহরতলি (Suburban) অঞ্চলেও বড়ো বড়ো ঘরবাড়ি তৈরি করে তাঁরা বসবাস করেন এবং নগরের আয়তনকে সম্প্রসারণ করেন।

ঐতিহাসিকভাবে লক্ষ করলে দেখা যায় যে, প্রধান প্রধান সড়কপথের ধার ধরে এভাবে suburban তৈরি হয়েছে। এই ধরনের জনবসতির বৃদ্ধি ও বিস্তারকে Ribbon বসতি বলা হয়। সড়কপথে যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য প্রধানত শহরগুলির বিস্তার প্রথমে অনেকটা 'রৈখিক ধাঁচ' হিসেবে গড়ে ওঠে। কিন্তু suburban অঞ্চলে বসতগৃহের চাহিদা এত বাড়তে থাকে যে, প্রধান রাস্তা থেকে অনেক নতুন শাখা রাস্তা তৈরি করে সেখানে বসতগৃহ নির্মাণ করা হয়। এভাবে বসতির বিস্তার ঘটলে তাকে 'infill' বলা হয়। একইভাবে ছোটো ছোটো গ্রাম এবং শহরগুলি পরস্পর যুক্ত হয়। ফলে নগরগুলি সর্বদা আয়তন ও জনসংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ, Conurbation বা নগরের বিস্তার সর্বদাই ঘটছে। মূল্যবান কৃষিজমিকে নষ্ট করে মানুষ নগরের সম্প্রসারণ ঘটাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01