শহর প্রভাবিত অঞ্চল বা উমল্যান্ড (Urban influence area or Umland):
কোনো শহর কিংবা নগরের পারিপার্শ্বিক (surrounding) যেসব অঞ্চল অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিকভাবে কেন্দ্রীয় অঞ্চলের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে উমল্যান্ড বলা হয়। নগরের কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রায় ৩০-৪০ কিমি দূরবর্তী অঞ্চলেও উমল্যান্ডের বিস্তার দেখা যায়। উমল্যান্ড এবং কেন্দ্রীয় অঞ্চলের মধ্যে প্রত্যহ মানুষের জীবনযাত্রার মাধ্যমে যোগাযোগ থাকে। জার্মান এবং স্ক্যান্ডিনেভিয়ান ভৌগোলিকগণ 'উমল্যান্ড' শব্দটির অধিক প্রয়োগ করেছেন।
◆ সংজ্ঞা (Definitions): Umland একটি সুইডিশ শব্দ। 'Um' means around or surrounding area এবং 'land' means area or region, সুতরাং Umland শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল পারিপার্শ্বিক
"উমল্যান্ড বলতে শহরক্ষেত্রের (Urban field) সেই অংশকে বোঝানো হয় যেটি শহরের কেন্দ্রীয় অঞ্চলের নিকটবর্তী এবং যার দূরত্ব কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রায় 20 মাইল। শহরের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে এই অংশটি সম্পর্কিত আছে।
"উমল্যান্ড বলতে শহরের সেইসব পারিপার্শ্বিক অঞ্চল যার সঙ্গ্যে শহরের কেন্দ্রীয় অংশের সাংস্কৃতিক যোগাযোগ থাকে
"শহরের সংলগ্ন যেসব অঞ্চল সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে শহরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাকে উমল্যান্ডের অন্তর্গত করা হয়।"
• উমল্যান্ডের সমার্শব্দ: উমল্যান্ডের মতোই কিছু শব্দ আছে যেগুলি একই ধারণার অনুরূপ। এগুলি হল নগর অঞ্চল (city region), শহর ক্ষেত্র (urban field), পশ্চাদভূমি (hinterland), শহর প্রভাবিত
অঞ্চল (urban influence area), পরিপূরক অঞ্চল (complementary area), পরিসেবা ক্ষেত্র (servicearca) প্রভৃতি।