welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

নগরীয় পরিবেশ পরিকল্পনা (Urban Environmental Plan- ning)

নগরীয় পরিবেশ পরিকল্পনা (Urban Environmental Planning)


অনেকসময় নগরোন্নয়নমূলক বিভিন্ন প্রযুক্তিগত পরিসর, এমনকি নগরকেন্দ্রীক বিভিন্ন অবকাঠামোগত সম্প্রসারণ পরোক্ষভাবে নগরীয় পরিবেশ রক্ষার প্রতিদ্বন্দ্বী পরিস্থিতিরূপে বিবেচিত হয়। সেই কারণে, নগর পরিকল্পনায় বর্তমানে পরিবেশগত সমস্ত ধরনের প্রেক্ষাপট এবং নগরের টেকসই উন্নয়নমূলক কার্যক্রমের নীতিগুলি অধিক গুরুত্ব পেয়েছে। এই ধরনের নগরমুখী পরিবেশ পরিকল্পনার বিবেচনার মধ্যে রয়েছে বায়ু দূষণ ও শব্দ দূষণ প্রতিরোধ, জলাভূমি ও বিপন্ন প্রজাতির আবাসস্থল রক্ষা, বন্যা কবলিত অঞ্চলে উচ্চ সংবেদনশীল প্রযুক্তির ব্যবহার, উপকূলীয় শহর গুলিকে সুনামী, ঘূর্ণিঝড় এবং তুমি অবনমনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা প্রভৃতি। নগরাঞ্চলগুলিতে পরিবেশ পরিকল্পনাকে সাবেথ বাস্তবায়িত করতে পারলো, প্রাকৃতিক এবং মানবকেন্দ্রীক যাবতীয় ব্যবস্থার মধ্যে সার্বিক ভারসাম্যর সম্পর্কটির সম্পদের সীমাব্যতা, স্বাতেলটার এতি সানীয় জীববৈচিত্র্যের ক্ষতি এবং নিম্নমানের জীবনযাত্রাকে অনেকাংশে রোধ করা যায়। সেই কারণে, UNEP রীর স্বকার করে নিয়েছে পরিবেশগত সংবেদনশীলতা যে নগর পরিকল্পনায় নিশ্চিত করা হয়, সেখানে কদমও NEB স্বাদমূলক নীতি বা আদর্শ পদক্ষেপগুলি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছোয়। সিটিস আলায়েন্স (CA) এবং ইন্টারন্যাশনের চ্যাট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (IIED)-এর সাথে যৌথ সহযোগিতায়, UNEP বিশ্বের বেশ সবকটি দেশে নগর পরিকল্পনায় পরিবেশগত একাধিক নীতিকে কৌশলীভাবে প্রয়োগ করে থাকে। বর্তমানে, জলবায়ু শরবর্তনের নিরিখে এই ধরনের পরিকল্পনাগুলি যদিও যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ দেশ নগরমুখী পরিবেশ পরিকল্পনার আওতায় "বাসযোগ্য নগর(Liveable city)"-প্রতিস্থাপনে যথেষ্ট বদ্ধপরিকায়ন

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01