welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

আন্তর্জাতিক পরিব্রাজনের গতিপ্রকৃতি (Trends in International Migration)

আন্তর্জাতিক পরিব্রাজনের গতিপ্রকৃতি (Trends in International Migration)



ভূমিকা (Introduction): পরিব্রাজনের ইতিহাস মানবসভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন ঘটনা। রমন পৃথিবীতে জনসংখ্যার বণ্টনের যে চিত্র দেখা যায় তা প্রাচীনকাল থেকে মানুষের পরিব্রাজনের ফলেই সৃষ্টি হয়েছে।

সংজ্ঞা (Definition): এক দেশ থেকে অন্য দেশে স্থায়ী কিংবা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যে গরিব্রাজন সম্পন্ন হয়, তাকে আন্তর্জাতিক পরিব্রাজন (International Migration) বলে। দুটি দেশের মধ্যে এই ধরনের পরিব্রাজন সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ বলা যায়, 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সায্য বাংলাদেশি নাগরিক ভারতে চলে আসেন।

আন্তর্জাতিক পরিব্রাজন দুই প্রকার-

(৫) অভিবাসন।

(৪) বাস্তুত্যাগ।

অভিবাসন (Immigration): অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে যেসব ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ ২. ছেড়ে চলে যান তাদেরকে Immigrant বলা হয়। আর এই ঘটনাকে বলা হয় Immigration.

বস্তু ত্যাগ (Emigration): অন্য দেশ থেকে যেসব ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ স্বদেশে সমন জা তাদের Emigrant (বাস্তুত্যাগী) বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01