পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে মানব উন্নয়নের ধারা(Trend of Human Development in the developing countries of the world):
1990 খ্রিস্টাব্দে সর্বপ্রথম Human Development Report প্রকাশিত হওয়ার পর থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা যাচ্ছে যে, মানব উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির সূচকের মান উন্নত দেশগুলির তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে। ভারত মানব উন্নয়নের ক্ষেত্রে মাঝারি মানের অবস্থানে আছে।
F.A.O.-র প্রদত্ত তথ্য অনুসারে পৃথিবীর প্রধান প্রধান উন্নত ও উন্নয়নশীল দেশগুলি হল-
উন্নত দেশসমূহ
1. উত্তর আমেরিকা --কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র।।
2. ইউরোপ--অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ইত্যাদি।
3. ওশিয়ানিয়া --অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
4. ইউরোপ --রাশিয়া, ইউক্রেন।
5. এশিয়া-- জাপান, ইজরায়েল।
6. আফ্রিকা --দক্ষিণ আফ্রিকা।
উন্নয়নশীল দেশসমূহ
(1)আফ্রিকা-- কেনিয়া, ঘানা, উগান্ডা, জিম্বাবোয়ে প্রভৃতি।
2. লাতিন আমেরিকা-- আর্জেন্টিনা, বলিভিয়া, ইকুয়েডর ইত্যাদি।
3. এশিয়া --ভারত, চিন, বাংলাদেশ, ভুটান, নেপাল ইত্যাদি।
4. অন্যান্য-- গ্রিনল্যান্ড, ফিজি, নিউগিনি ইত্যাদি