welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

গ্রাম-শহর সীমান্ত এলাকার গঠন (Structure of the Rural-Urban Fringe):

গ্রাম-শহর সীমান্ত এলাকার গঠন (Structure of the Rural-Urban Fringe):

শহরতলি অঞ্চলের গঠন বেশ জটিল ধরনের। শহর ও তার চারপাশের অঞ্চল দু'ধরনের প্রশাসনিক ক্ষেত্রের অন্তর্গত হয়। মিউনিসিপ্যাল শহর অথবা গ্রাম পঞ্চায়েত এবং রাজস্ব গ্রাম অথবা গ্রাম পঞ্চায়েত এই দুটি প্রশাসনিক ক্ষেত্র এখানে থাকে। ছোটো পৌর শহরটি প্রধান নগরের খুব কাছে অবস্থিত হয় এবং এই অঞ্চলটি ক্রমশ তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। বাস্তবে এগুলি শহরের ভৌগোলিক এলাকার অন্তর্গত হয়। শহর যেটি মূল নগর থেকে বেশ দূরে অবস্থিত হয় তার নিজস্ব বৈশিষ্ট্য বা স্বকীয়তা থাকে, তবে এই অঞ্চলের পরিসেবা (পরিবহণ ও অন্যান্য পরিসেবা) উন্নতমানের হয় না। গ্রামের এই পশ্চাদভূমিতে বেশ কিছু বৈচিত্র্য লক্ষ করা যায়। যেমন- কৃষি অঞ্চল বা কৃষিজমি বসতবাড়ি ও শিল্পাঞ্চলে পরিণত হয়। এই অঞ্চল daily commuter অঞ্চলে রূপান্তরিত হয়। শহরের সীমান্তেরও পিছনে গ্রাম সীমান্ত (ninal fringe) অবস্থান করে। এই এলাকা সম্পূর্ণভাবে গ্রামের অন্তর্গত। নগরায়ণের প্রভাব প্রায় থাকেই না।


• সাব-আরবান অঞ্চলে (Sub-urban Area): গ্রামের সীমান্তে ছোটো শহর কিংবা ছোটো ছোটো শহরের ন্যায় বসতি অঞ্চল গড়ে ওঠে। একে শহরের সীমান্তের ভিতর অঞ্চল (inner area) বলা হয়। মুম্বাই, কলকাতা ও চেন্নাই শহরে এরকম 'suburban area' আছে।


• উপনগরী (Satellite Town): Urban Fringe বা শহরতলি অঞ্চলে অনেকক্ষেত্রে উপনগরী গড়ে ওঠে। এখানে উন্নত বসতি, শিল্প ও শিক্ষাকেন্দ্র ইত্যাদি গড়ে ওঠে। অনেকক্ষেত্রে দ্বৈত নগরীও (Twin City) গড়ে ওঠে এই অঞ্চলে। রাজারহাট-নিউটাউন, ডানকুনি পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য উপনগরী। প্রধান নগরের জনসংখ্যার চাপ কমানোর জন্য এসব উপনগরী অঞ্চল গড়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01