অঞ্চলভেদে পরিব্রাজকের পরিসংখ্যান (Statistics of Migrant Population by Region)
(i) ইউরোপ থেকে পরিব্রাজকের সংখ্যা হল 561 মিলিয়ন যা ইউরোপের মোট জনসংখ্যার 77%
(ii) এশিয়ার পরিব্রাজকের সংখ্যা হল 49.9 মিলিয়ন যা এশিয়ার জনসংখ্যার 1.4%.
(iii) উত্তর আমেরিকার পরিব্রাজকের সংখ্যা হল 40.8 মিলিয়ন যা এই মহাদেশের জনসংখ্যার 12.9%।
(iv) আফ্রিকা মহাদেশের পরিব্রাজক সংখ্যা হল 16.3 মিলিয়ন যা এই মহাদেশের জনসংখ্যার ২%।
(v) ল্যাটিন আমেরিকার পরিব্রাজক জনসংখ্যা হল 5.9 মিলিয়ন যা এই মহাদেশের জনসংখ্যার 11%
(বি) অস্ট্রেলিয় পরিব্রাজক সংখ্যা হল 5.৪ মিলিয়ন যা এই দেশের জনসংখ্যার 18.7%
কয়েকটি নির্বাচিত দেশে আন্তর্জাতিক পরিব্রাজক(International Migrants in some selected countries):
• পৃথিবীর প্রথম তিনটি পরিব্রাজক গ্রহণকারী দেশ:
(a) আমেরিকা যুক্তরাষ্ট্রে 35 মিলিয়ন পরিব্রাজক এসেছেন যা পৃথিবীর মোট পরিব্রাজনকারীর ৮৩%
(b) রাশিয়ান ফেডারেশানে 13.3 মিলিয়ন পরিব্রাজক এসেছেন যা পৃথিবীর মোট পরিব্রাজকের 7.6%।
(c) জার্মানিতে 7.3 মিলিয়ন পরিব্রাজক এসেছেন যা পৃথিবীর মোট পরিব্রাজকের 4.2%।
• পৃথিবীর প্রথম তিনটি বহিঃপরিব্রাজনকারী দেশ:
(a) চিন থেকে 35 মিলিয়ন পরিব্রাজক পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন।
(b) ভারত থেকে 20 মিলিয়ন পরিব্রাজক অন্য দেশে গেছেন।
(c) ফিলিপাইন্স থেকে 7 মিলিয়ন পরিব্রাজক অন্যান্য দেশে গমন করেছেন।
• ভারতে ও বিশ্বে পরিব্রাজন (Migration in India and the World):
ভারতের বিভিন্ন অঞ্চলে, রাজ্যে, জেলায়, শহরে, গ্রামে প্রভৃতি রাজনৈতিক সীমানার মধ্যে যেমন পরিব্রাজন প্রক্রিয়া ঘটছে। তেমনি বিদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকেও বেশ কিছু সংখ্যক ব্যক্তি বিদেশে চলে যাচ্ছেন। অর্থাৎ, আমাদের দেশে অভ্যন্তরীণ পরিব্রাজন (Internal Migration) এবং আন্তর্জাতিক পরিব্রাজন (International Migration) একই সঙ্গে ঘটে চলেছে।
আমাদের দেশে অভ্যন্তরীণ পরিরাজন খুব বেশি মাত্রায় পরিলক্ষিত হয় না।
• ভারতে অভ্যন্তরীণ পরিব্রাজনের প্রচলিত চারটি ধারা হল:
(i) গ্রাম থেকে শহরে পরিব্রাজন (Rural to Urban Migration)
(ii) শহর থেকে শহরাঞ্চলে পরিব্রাজন (Urban to Urban Migration)
(iii) গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন (Rural to Rural Migration)
(iv) শহর থেকে গ্রামে পরিব্রাজন (Urban to Rural Migration)
ভারতে পরিব্রাজনের সংখ্যাগত দিক বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে গ্রাম থেকে শহরে মানুষের চলে আসার অনুপাত মাত্র 1/6 অংশ। গ্রাম থেকে শহরমুখী পরিব্রাজন দেশের একটি সাধারণ অর্থনৈতিক অবস্থা থেকে তৈরি হয় এবং নগরায়ণ এবং উন্নয়ন প্রক্রিয়াকে পরিব্রাজন প্রভাবিত করে।
গ্রাম থেকে গ্রামে পরিব্রাজনের একটি গুরুত্বপূর্ণ কারণ হল নতুন স্থানের শিল্পমুখী রূপান্তর। আর্থসামাজিক ঠিক থেকে আমরা বিচার করে দেখি যে, গ্রাম থেকে শহরে স্থানান্তরই সর্বাধিক গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে নগরায়ণ প্রক্রিয়া দ্রুততর হয়। খুব স্বল্প সংখ্যক মানুষই শহর থেকে গ্রামে আসেন অর্থাৎ শহর থেকে গ্রামে পরিব্রাজনের হার খুবই কম। শহর থেকে শহরে জনসংখ্যার পরিব্রাজন হলেও প্রধানত ছোটো শহর থেকে বড়ো শহরে পরিব্রাজনের তীব্রতা অনেক বেশি হচ্ছে। বর্তমানে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে প্রথাগত পরিব্রাজন-এর হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।