welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

রাজ্যস্তরে লিঙ্গ অনুপাতের ধাঁচ (State Level Patterns of Sex Ratio)

রাজ্যস্তরে লিঙ্গ অনুপাতের ধাঁচ (State Level Patterns of Sex Ratio)


2011 খ্রিস্টাব্দ আদমশুমারি পরিসংখ্যান থেকে দেখা যায় যে, সমগ্র ভারতে স্থানগত এবং সময়গত দিক দিয়ে লিঙ্গ অনুপাতে বেশ বৈষম্য লক্ষ করা যায়। 1901 খ্রিস্টাব্দে 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গ অনুপাতের মধ্যে অনেকটা সামঞ্জস্য পূর্ণ ছিল। কেরালাতে একমাত্র প্রতি 1000 জন মহিলা প্রদি নিরুষের সংখ্যা কম দেখা যায়। ভারতের প্রধান রাজ্যগুলিতেও পুরুষ অনুপাতে নারীর সংখ্যা কম হয়। হরিয়ান রাজ্যে প্রতি হাজার পুরুষ প্রতি মাত্র ৪61 জন নারী। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পুদুচেরী লিঙ্গ অনুপাতে সবচেয়ে বেশি (1001) এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম লিঙ্কা অনুপাত (709) লক্ষণীয়। ছত্রিশগড় (990), অন্ধ্রপ্রদেশ (978) এবং মণিপুর (978)- এই তিনটি রাজ্যে নারী-পুরুষ অনুপাত প্রায় সমান হয়ে আছে।


ভারতের রাজ্যগুলির মধ্যে। এটি রাজ্য এবং এটি কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় গড় লিঙ্গ অনুপাত (940)-এর চেয়ে বেশি দেখা যায়। আবার ১টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 7টি রাজ্যে নারী-পুরুষ অনুপাত 19119 থেকে 2011 খ্রি. পর্যন্ত ক্রমশ কমে আসছে। যেসব রাজ্যে লিঙ্গা অনুপাত ক্রমশ কমে যাচ্ছে সেই রাজ্যগছি হল উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ওডিশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু।


পশ্চিমবঙ্কা রাজ্যে 1901 খ্রি. থেকে 1941 খ্রি. পর্যন্ত নারী-পুরুষ অনুপাত বৃদ্ধি পাছে। গোয়া, মাষ্টার, মিজোরাম, ওড়িশা এবং লাক্ষাদ্বীপ (1911-1931) খ্রি. এই রাজ্যগুলিতে 1000 জনের বেশি স্ত্রী লোক দেখা যায় প্রতি হাজার পুরুষ জনসংখ্যায়।


নারী-পুরুষ অনুপাতের বৃদ্ধির উপযুক্ত প্রমাণ হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে 1901 ছি নারী-পুরুষ অনুপাত ছিল মাত্র 318, এমনকি 1941 খ্রিস্টাব্দে পর্যন্ত ছিল 600-এর কম কিন্তু 2011 খ্রিস্টাব্দে এই অনুপাত হয় 8461।




একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01