ফলমূল সংগ্রহের যুগ (Stage of Food Gathering)
মানবসভ্যতার প্রাথমিক পর্যায়ে মানুষ প্রতিভাবে বসবাস করত না। ফলমূল সংগ্রহ, পশু ও মৎস্য শিকার ছিল সেই সময়ের মানুষের প্রধান জীবিকা। প্রতিভাবে খাদ্য ও পানীয় সংগ্রহের উদ্দেশ্যে মানুষ এক স্থান থেকে অন্য স্থান থেকে ঘুরে বেড়াত। অস্থায়ীভাবে কোনো গৃহা কিংবা কোনো লতাপাতা দিয়ে তৈরি অস্থায়ী বাসগৃহে বাস করত। অল্প সংখ্যক মানুষ তখন প্রভাবে বড়ো অঞ্চলে ঘুরে বেড়িয়ে খাদ্য এবং পানীয় সংগ্রহ করত। কারণ সম্পদ সৃষ্টি করা কিংবা সম্পদের বাগবিতা বৃদ্ধি করার মতো বুদ্ধি এবং প্রযুক্তি তখনকার দিনের মানুষের আয়ত্তে ছিল ।