welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কৃষি ও পশুপালনের যুগ (Stage of Agriculture and Animal Domestication)

কৃষি ও পশুপালনের যুগ (Stage of Agriculture and Animal Domestication) 


পরবর্তীকালে এর কৃষিকাজ এবং পশুপালন শুরু করে। প্রায় 11,000 বছর পূর্বে নিওলিথিকযুগে (Neolithic Age) মানুষ তারণ্যা পরিত্যাগ করে উর্বরভূমির সন্ধানে বেরিয়ে পড়ে। উর্বর ভূমি থেকে প্রাপ্ত সম্পদের ওপর নির্ভর করে জলসায়ীভাবে বসবাস শুরু করল। এই যুগ প্রস্তরযুগ রূপেও খ্যাত ছিল। অবশ্য এই যুগে স্থায়ী বসতির উৎপত্তি প্রায় সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে। অনেক সমাজবিজ্ঞানীর মতে, নির্দিষ্ট জমিতে কৃষিকাজের প্রচলন থা িবসতি গড়ে ওঠার একমাত্র কারণ। আবার অন্য দিকে কেউ কেউ মনে করেন কৃষি ছাড়াও পশুপালন কাষ্ঠাহরণ মৎস্য শিকার প্রভৃতি কার্যকলাপও স্থায়ী বসতির ওপর প্রভাব বিস্তার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01