welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

শহরের শ্রেণিবিভাগের ভিত্তি (Schemes of City Classification):

শহরের শ্রেণিবিভাগের ভিত্তি (Schemes of City Classification):



• বয়সের প্রেক্ষিতে শহরের শ্রেণিবিভাগ

1. J.M. Houston-এর শ্রেণিবিভাগ:

J.M. Houston তাঁর রচিত "A Social Geography on Europe" গ্রন্থে শহরের শ্রেণিবিভাগ করতে গিয়ে শহরকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন The Nuclear Stage: কোনো শহর গঠনের প্রাথমিক পর্যায়কে "Nuclear stage" বলে বর্ণনা করা হয়েছে। শহরের একটি নির্দিষ্ট কেন্দ্র থাকবে এবং তার চারপাশের সীমানা প্রাচীর দিয়ে চিহ্নিত হবে।

The Formative Stage: ইংল্যান্ডে শিল্পবিপ্লবের পর এই ধরনের শহরের উৎপত্তি হয়। ব্যাবসাবাণিজ্য এবং পরিবহণ ব্যবস্থায় পরিবর্তন ঘটেছিল, কেন্দ্র অঞ্চলের পিছনে অনেক অট্টালিকা তৈরি হয়েছে, কলকারখানা গড়ে উঠেছে এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়েছে।

The Modern Stage: নগর গঠনের আধুনিক পর্যায়ে দ্রুত তার গঠন পর্যায় চলতে থাকে। প্রায় সমস্ত ধরনের কার্যকলাপ সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয় এমনকি শহরের প্রান্তিক সীমানাতেও এই ধরনের কার্যকলাপ গড়ে ওঠে। শহরের কেন্দ্র এবং বাইরের সীমানা অঞ্চলের সঙ্গে মোটর যান দ্বারা ভালোভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে।

2. G-Taylor-এর শ্রেণিবিভাগ:

বয়সের ওপর ভিত্তি করে Griffith Taylor শহরের শ্রেণিবিভাগ নিম্নোক্ত উপায়ে করেছেন।

(i) The Infantile Stage: শহর গঠনের একেবারে প্রাথমিক পর্যায় হল 'Infantile stage', এই পর্যায়ে শহরের মধ্যে বসতি অঞ্চল এবং বাণিজ্যিক অঞ্চলের সুনির্দিষ্ট সীমানা গড়ে ওঠে না। এমনকি ধনী ও দরিদ্র মানুষের বসবাসের নির্দিষ্ট এলাকা চিহ্নিত হয় না। বসত বাড়িগুলো যেখানে সেখানে নির্দিষ্ট কোনো পদ্ধতি না মেনে গড়ে ওঠে। ম্যাকেঞ্চি নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন 'Oklavik' এবং 'Fort Smith' শহর দুটিতে এই পর্যায়ের বৈশিষ্ট্য দেখা যায়।

(ii) The Juvenile Stage: এই পর্যায়ে শহরের কেন্দ্রে বিভিন্ন ধরনের দোকান গড়ে ওঠে এবংবাণিজ্যিক ক্রিয়াকলাপও চলতে থাকে। প্রধানত শহরের সীমান্ত এলাকায় বসতগৃহ গড়ে ওঠে। কলকারখানা শহরের কেন্দ্র এবং সীমান্ত অঞ্চলের মধ্যভাগে গড়ে ওঠে। 1842 খ্রিস্টাব্দে কানাডার 'টরেন্টো' শহরের গঠনকে এই পর্যায়ের অন্তর্ভুক্ত করা যায়।

(iii) The Maturity Stage: 1885 খ্রিস্টাব্দে টরেন্টো শহরের গঠন পর্যায়কে এর অন্তর্ভুক্ত করা যায়। শহরের বাইরের সীমান্ত অঞ্চলে বসতগৃহের এলাকা তৈরি হয়। ধনী ও দরিদ্র ব্যক্তিদের বসত এলাকা পরস্পর থেকে দূরে অবস্থান করে। রেলপথের ধার ধরে এবং হ্রদ অঞ্চলের তীরবর্তী এলাকায় বাণিজ্যিক কার্যকলাপ চালে এবং শিল্পাঞ্চল গড়ে ওঠে।

(iv)The Senility Stage: কোনো শহরের গঠন পর্যায় সম্পূর্ণ হলে ওই শহরের বিকাশ প্রায় বন্ধ হয়ে যায়। এই অবস্থাকে Taylor "The Senility Stage" বলেছেন। শহরের বিভিন্ন অঞ্চল ভগ্নদশা প্রাপ্ত হয় এবং অর্থনৈতিক কার্যকলাপে মন্দা দেখা দেয়। শিল্প শহর, যেমন- Lanchashire, Yorkshire and Durham এই পর্যায়ে পৌঁছেছে। তবে বর্তমানে এই শহরগুলির পুনর্গঠন আবার শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01