স্বচ্ছ ভারত মিশন- শহুরে (SBM-U)
2014 খ্রিস্টাব্দের 2 অক্টোবর চালু করা স্বচ্ছ ভারত মিশন হল রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। দেশব্যাপী পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে যদিও এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, কিন্তু এর দ্বারা ভারতের বিভিন্ন শহর বা নগরাঞ্চলগুলি সর্বাধিক উপকৃত হয়েছে। এই প্রকল্পটির কয়েকটি মূল লক্ষ্য হল 2019 খ্রিস্টাব্দের মধ্যে দেশের সমস্ত স্থানে শেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে নির্মল শহর ও নগর করে তোলা, পৌরসভার কঠিন বর্জ্যের 1000 শতাংশ সংগ্রহ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলির প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থায় মানুষকে উৎসাহ প্রদান করা প্রভৃতি। 2018-19-এর জন্য দেশের বিভিন্ন শহরাঞ্চলে উপযুক্ত স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণে প্রায় 41,765 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল।