গ্রামীণ বসতি (Rural Settlement)
ভূমিকা (Introduction):
ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক অবস্থার ওপর ভিত্তি করে গ্রামীণ বসতি গড়ে ওঠে। ট্রেন জনবসতিতে বেশির ভাগ লোক প্রাথমিক কাজে (কৃষিকাজ, মৎস্য শিকার, বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি) এর থাকেন। গ্রামীণ বসতির আয়তন আমরা লোকসংখ্যা এবং গ্রামের এলাকার নিরিখে নির্ণয় করি।
সমতল ও উর্বর মৃত্তিকাযুক্ত কৃষিসমৃদ্ধ অঞ্চলে বসতির আকার তুলনামূলক ভাবে বড়ো হয় এবং জনবসতিও এশ ঘন হয়ে থাকে। যেমন- চিনের বড়ো গ্রামগুলিতে কয়েক হাজার লোক বসবাস করে। আবার অনুর্বর গুনুন্নত অঞ্চলে গ্রামীণ বসতি ক্ষুদ্রাকৃতির হয়। যেমন- পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া প্রতি জেলায় অনুর্বর মৃত্তিকার জন্য অনেক ছোটো ছোটো গ্রাম গড়ে উঠেছে।
গ্রামীণ বসতির সংজ্ঞা (Definition of Rural Settlement) :
গ্রামীণ ও পৌর বসতির মধ্যে সীমারেখা নির্ধারণ করা খুবই কঠিন কাজ। কেবল জনসংখ্যা ও আয়তনের এরিপ্রেক্ষিতে গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ করা সম্ভব নয়। সুতরাং, নির্দিষ্ট একটি সংজ্ঞা দ্বারা গ্রামীণ জতি সম্পর্কে ধারণা দেওয়া খুবই অসুবিধাজনক। ভারতে সরকারিভাবে 'মৌজা' (Mouza)-কে গ্রামের সমার্থক গ্রা হয়।
সাধারণভাবে বলা যায়, যেসব বসতির অধিবাসীরা 75% বা তার বেশি প্রাথমিক অর্থনৈতিক কাজে নিযুক্ত থাকেন, তাকে গ্রামীণ বসতি বলা হয়।
(i) প্রখ্যাত সমাজবিজ্ঞানী R.B.Mondal এর মতে, কোনো গ্রামীণ অঞ্চলে পরস্পর সংঘবদ্ধ ঘরবাড়ি এবং রাস্তাঘাটের সজ্জারীতিকে গ্রামীণ বসতি বলা হয়, যেখানে সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধন খুবই দৃঢ় এবং মানবসভ্যতার ধারা অনুসারে প্রবাহিত।
(ii) Vidal De La Blache-এর মতে, কোনো পরিবারের বৃহৎ সংস্করণ হল গ্রাম।
(iii) অধ্যাপক Clark গ্রামীণ বসতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে, "গ্রাম এক বিশেষ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, যেখানে প্রত্যেক মানুষ পরস্পরকে চেনে এবং প্রত্যেকের আচরণ সামাজিক প্রথা এবং গোষ্ঠীর ধারণা দ্বারা প্রভাবিত হয়।"
(iv) প্রখ্যাত ভূগোলবিদ Stamp-এর মতে, যেসব জায়গায় পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়, কৃষির জন্য উর্বর জমি সহজে পাওয়া যায় এবং গুদামজাত করনের জন্য যে জায়গা থাকে, সেসব জায়গায় যে বসতি গড়ে ওঠে, তাকে গ্রামীণ বসতি (Rural Settlement) বলে।
(v) আবদুল বাকী (A. Baquce) এবং জামাল খান (J. Khan) গ্রামীণ বসতির সংজ্ঞায় বলেন যে, "রাস্তাঘাটের সীমিত সুযোগ-সুবিধাকে নির্ভর করে বিক্ষিত ঘরবাড়িতে যেসব মানুষের বসত গড়ে ওঠে, তাকেই গ্রামীণ বসতি বলে।"
গ্রামীণ বসতির জনগণনাভিত্তিক সংজ্ঞা (Census Definition of Rural Settlement) :
ভারতীয় প্রশাসনিক ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল গ্রাম (Village), গ্রামের পোশাকি নাম হল মৌজা (Mouza)। জনসংখ্যার সঙ্গে কোনো স্পষ্ট এবং স্থির সম্পর্ক ছাড়া শুধুমাত্র কর (Tax) সংগ্রহের জন্য চিহ্নিত নির্দিষ্ট সীমানা দ্বারা বেষ্টিত ভূখণ্ডকে মৌজা (Mouza) বলা হয়।
মৌজার বৈশিষ্ট্য:
ভৈারতীয় জনগণনা অনুসারে সবচেয়ে ছোটো প্রশাসনিক একক হল মৌজা । প্রতিটি মৌজার একটি নির্দিষ্ট সীমানা এবং মানচিত্র থাকে।
(i) মৌজা মানচিত্রগুলিকে 16 ইঞ্চিতে । মাইল হিসেবে প্রকাশ করা হয়।
(ii) প্রত্যেক মৌজার একটি নির্দিষ্ট ক্রমিক নম্বর থাকে। একে Jurisdiction List Number L.. No) বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় দক্ষিণ 24 পরগনা জেলার সাগর থানার অন্তর্গত একটি মৌজা হল বামনখালি। এর ক্রমিক নম্বর হল 6161
(iii) একটি মৌজাতে এক বা একাধিক গ্রাম থাকতে পারে।
(iv) আমাদের দেশে জনগণনা গ্রামভিত্তিক করা হয় না। জনগণনা করা হয় মৌজাভিত্তিক।
(v) মৌজা মানচিত্রে আমের প্রত্যেক জমির দাগ ও খতিয়ান নম্বর, বাড়ি, মন্দির, মসজিদ, রাস্তা, পুকুর, ঘাসজমি প্রভৃতি দেখানো থাকে।
(vi) একটি সেন্দাস গ্রাম (Census Village) বা মৌজায় যেমন এক বা একাধিক গ্রাম থাকে তেমনি একটি গ্রাম পাশাপাশি অবস্থিত দুটি পৃথক মৌজার অন্তর্গত হতে পারে।
ভারতীয় জনগণনা অনুসারে গ্রামীণ বসতি হল এমন এক প্রকার জনবসতি যার জনসংখ্যা ২৪৪) জনের কম হবে, যার 75% পুরুষকর্মী কৃষি বা অন্যান্য প্রাথমিক কাজে নিযুক্ত থাকেন এবং যে জনবসতির জনঘনত্ব প্রতিবর্গকিমিতে ৫০০০ জনের কম, তাকে গ্রামীণ বসতি বলা হয়।।