গ্রামীণ বসতির গৃহবিন্যাস ভারতের উদাহরণ(Rural House types with special reference to India)
ভারতের যে-কোনো অঞ্চলের গ্রামীণ বসতির গৃহবিন্যাসে সেই স্থানের পরিবেশ, মানুষের সাস্কৃতি, সামাজিক পরিস্থিতি প্রভৃতির প্রভাব লক্ষ করা যায়। গৃহসজ্জা, গৃহের আকৃতি, গৃহের দেওয়াল ও হানের গঠন, গৃহের চারপাশে জায়গার ব্যবহার প্রভৃতি ক্ষেত্রে চিরাচরিত এবং বংশানুক্রমিক ধারার সঙ্গেঙ্গ সঙ্গে আধুনিকতার ছোঁয়াও লক্ষনীয়। তবে এখনও উপজাতি সম্প্রদায়ের অধিবাসীদের মধ্যে সেই প্রাচীন চিরাচবিং ও প্রথায় ঘরবাড়ি নির্মাণের কাজ আমরা দেখতে পাই। উত্তর, দক্ষিন, উত্তর-পূর্ব কিংবা পশ্চিম ভারতের গ্রামীন গৃহবিন্যাস এক-এক ধরনের হয়ে থাকে।