welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার (Ropulation Growth Indcudored Countries)

উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার (Ropulation Growth Indcudored Countries)


ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত কম। সুইডেন, জার্মানি, ব্রিটেন, U.S.A., কানাডা প্রভৃতি উন্নত দেশগুলি এর অন্যতম উদাহরণ।

উন্নত দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ার কারণগুলি হল-

(i) উন্নত দেশগুলিতে জনসাধারণের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে। ফলে তারা পরিবার পরিকল্পনায় উৎসাহী হয়। পরিবার পিছু একটির বেশি সন্তান তাদের থাকে না।

(ii) এসব উন্নত দেশগুলিতে অধিক বয়সে জনসাধারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফলে স্বাভাবিকভাবেই সন্তানের সংখ্যা কম হয়।

(iii) শিক্ষার হার অত্যন্ত বেশি হয়। এমনকি সাক্ষরতার হার 100% পর্যন্ত হয়। ফলে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে ওঠে। সেই কারণেও মেয়েরা একটির বেশি সন্তান ধারণ করেন না।

(iv) উন্নত দেশগুলিতে কৃত্রিম উপায়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বহুল পরিমাণে চলে আসছে। এজন্যও জনসংখ্যা বৃদ্ধির হার কম হয়।

(v) পরিবার পরিকল্পনা কর্মসূচি সফলতা অর্জন করেছে।

(vi) আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতায় মানুষও যান্ত্রিক। ক হয়ে পড়েছে। সারাদিন এমনকি সারা সপ্তাহ বর্মন এবং দম্পতিদে কেটে যায়। এর ফলে জাপান, সুইডেন প্রভৃতি দেশে বিবাহে অনীহা। সন্তান না নেওয়ার প্রবণতা দেখা দিচ্ছে।

পৃথিবীর নিম্নপ্রজন বিশিষ্ট দেশগুলি হল- জাপান, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অরে আর্জেন্টিনা প্রভৃতি। এসব উন্নত দেশগুলিতে গড় প্রজনন হার মহিলা-প্রতি 1.7।

আদিল্লিম, অধং দক্ষিণ-পূর্ব ইউরোপের কয়েকটি দেশ, যেমন- চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, পোল্যান্ড, যা ইতালি, গ্রিস এই সমস্ত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতিবছর প্রতি হাজারে মাত্র ২ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01