welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভাষাভিত্তিক জনসংখ্যার মুখ্য আঞ্চলিক বন্টন (Principal Regional Linguistic Distribution of Population)

ভাষাভিত্তিক জনসংখ্যার মুখ্য আঞ্চলিক বন্টন (Principal Regional Linguistic Distribution of Population)


নিম্নে বিভিন্ন ভাষাভিত্তিক মুখ্য আঞ্চলিক বণ্টন দেখানো হল-

1. কিরাত গোষ্ঠী বা চীনা-তিব্বতীয় ভাষা (The Sino-Tibetan Languages): (নেপালী, ভুটিয়া, লেপ্সা, কান্নাউরি (Kannauri), বোড়ো, গাড়ো, নাগা, মনিপুরি, মিকির, মিজো, ত্রিপুরী প্রভৃতি): উত্তর ও উত্ত রপূর্বের সীমান্ত রাজ্যগুলি যেমন- সিকিম, অরুণাচলপ্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অসমের কতকাংশ, জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশের কতকাংশ ইত্যাদি।

2. আর্য্য গোষ্ঠী বা ইন্দো-ইউরোপীয় ভাষা (The Aryan Languages): (হিন্দি, কাশ্মিরী, রাজস্থানী, পাঞ্জাবী, সিন্ধি, গুজরাটি, মারাঠি, কঙ্কনী, বাংলা, সংস্কৃত, অহমিয়া, উর্দু, ভোজপুরী প্রভৃতি ভাষা): জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, গোয়া ও অসমের কতকাংশ ভারতের জনসংখ্যার প্রায় ৩/৪ ভাগ এই ভাষাভাষি।

3. দ্রাবিড় ভাষা (The Dravidian Languages) : (তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালম প্রভৃতি প্রধান ও কুরুখ, গন্ডী প্রভৃতি উপজাতীয় ভাষা): তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ। ভারতের জনসংখ্যার ১/৫ ভাগ এই ভাষা গোষ্ঠীভুক্ত।

4.নিষাদ বা অস্ট্রিক ভাষাভাষি (The Austric Languages) (মুন্ডা, খাসি, নিকোবরী): ছোটোনাগপুর মালভূমি ও মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চলে সাঁওতালী বা অলচিকি, মুন্ডারী, হো প্রভৃতি, মেঘালয়ে খাসি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরে নিকোবরী।

উপরে উল্লিখিত প্রথম ১৩টি ভাষার প্রতিটিতে অন্তত ১০ লক্ষ জনসংখ্যা রয়েছেন যারা উক্ত ভাষায় লেখেন ও কথা বলেন। তবে আঞ্চলিক ভাষাসহ একাধিক ভাষা ব্যবহারকারী বহু জনসংখ্যাও রয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে।

ভারতীয় সংবিধানে স্বীকৃত ব্যবহারিক আঞ্চলিক ভাষা সংখ্যা কেবলমাত্র ১৮, যেগুলি ভারতে ব্যবহারকারী জনসংখ্যার হিসেবে প্রধান ভাষা। এগুলি হল-

হিন্দি, উর্দু, সংস্কৃত, কাশ্মীরী, পাঞ্জাবী, নেপালী, মারাঠী, গুজরাটি, অহমিয়া, মণিপুরী, বাংলা, ওড়িয়া, কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, সিন্ধি ও কঙ্কনী। এছাড়া ইংরেজী অধিকাংশ ক্ষেত্রে সরকারী ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ভারতের জনগণের প্রায় ৪৪% হিন্দিভাষী, ৮% বাংলাভাষী, ৬.৭% তেলেগুভাষী, মারাঠী ভাষী প্রায় ৭%, তামিলভাষী প্রায় ৬%। ১ থেকে ৫% এর মধ্যে ভাষাভাষী জনসংখ্যায় রয়েছেন উর্দু, পাঞ্জাবী, অহমিয়া, ওড়িয়া, গুজরাটি, কন্নড়, মালায়ালাম প্রভৃতি।

উল্লেখ্য, হিন্দি ভাষাভাষী জনগণের এক উল্লেখযোগ্য অংশ আঞ্চলিক সীমানা ছাড়িয়ে ভারতের অন্যত্রও ছড়িয়ে রয়েছেন। বাঙলা ভাষাভাষি জনসংখ্যার প্রাধান্য রয়েছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায়। অসমেও অনেক বাংলা ভাষী জনসংখ্যা রয়েছেন ভাষাভিত্তিক রাজ্য পূর্নগঠনের অনেক আগে থেকেই।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01