welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রাইমেট নগর Primate City:

প্রাইমেট নগর Primate City:


ভৌগোলিক মার্ক জেফারসন (Mark Jefferson) 1931 খ্রিস্টাব্দে "The Law of the Primate City" article-এ 'প্রাইমেট নগর'র ধারণা দেন। The primate city is commonly at least twice large in size as the next largest city and more than twice as significant" Mark Jefferson. অর্থাৎ প্রাইমেট নগর হল কোন শহরের দ্বিগুণ আয়তন ও জনসংখ্যা বিশিষ্ট কোন শহর। কোনো একটি বড়ো নগর এবং তার পরবর্তী বড়ো নগরের আয়তনগত সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে জেফারসন 'প্রাইমেট নগর'-র ধারণা দেন। প্রায় ১২টি দেশের কয়েকটি শহরের ওপর গবেষণার পর তিনি গবেষণায় লক্ষ করেন যে ২৪টি দেশের প্রাইমেট নগর তার পরবর্তী দ্বিতীয় আয়তনের শহরের দ্বিগুণ আয়তন সম্পন্ন। আবার ১৪টি দেশের ক্ষেত্রে প্রাইমেট নগর-এর আয়তন পরবর্তী ২য় স্তরের নগরের আয়তনের তিনগুণ হয়।


প্রাইমেট নগর হল নগর প্রণালীর (City System) মধ্যে অবস্থিত সর্বপ্রধান নগর যা দ্বিতীয় বৃহত্তম নগরের আয়তনের দ্বিগুণ হয়। কোনো দেশের মধ্যে অবস্থিত নগরগুলির মধ্যে সর্ববৃহৎ নগরকে প্রাইমেট নগর রূপে গণ্য করা হয়। মার্ক জেফারসন প্রাইমেট নগর-এর নিয়ম সম্পর্কে ধারণায় বলেন যে, একটি খুব বড়ো নগর যদি কোনো দেশের জনসংখ্যার একটি বড়ো অংশ অধিগ্রহণ করে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও খুবই সমৃদ্ধ হয় তখন তাকে 'প্রাইমেট নগর' বলা হবে। এই ধরনের নগর অধিকাংশ ক্ষেত্রে দেশের রাজধানী (Capital City) হয়। তবে সর্বদা এই নিয়ম প্রযোজ্য হয় না। এই নগর কোনো দেশের অর্থনীতিকে সর্বদা নিয়ন্ত্রণ করে এবং জাতীয় ক্ষেত্রে প্রধান কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। এদের আয়তন এবং কর্মক্ষেত্র অন্যান্য অঞ্চলের মানুষকে আকর্ষণ করে। বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অংশের জনগণ এখানে বসবাস করতে শুরু করেন এবং নগরের আয়তন ও জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটায়। Zipi- Rank Size Rule'-এর সঙ্গে এর কিছুটা বৈসাদৃশ্য লক্ষ করা যায়।


কোনো দেশের মধ্যে প্রথম শ্রেণির শহর দেশের বিভিন্ন প্রান্তে একই মর্যাদায় বিচ্ছিন্নভাবে গড়ে উঠতে থাকে। প্রত্যেকটি নগর চারপাশে অসংখ্য গ্রাম দ্বারা পরিবেষ্টিত থাকে। নগরায়ণের ফলে দেশের মধ্যে শহরের সংখ্যা যেমন বৃদ্ধি পায় তেমনি শহরগুলির আয়তনেরও প্রসার ঘটতে থাকে। প্রত্যেকটি শহর অন্যান্য গ্রাম ও শহরের সঙ্গেঙ্গ যুক্ত থাকে। শহরগুলির আয়তন বৃদ্ধির মধ্যে যখন সমতা থাকে না তখন কোনো একটি নির্দিষ্ট শহর আয়তনে সবচেয়ে বড়ো হয় এবং দেশের মধ্যে সবচেয়ে গুরুত্ব পায়। এই ধরনের শহর হল প্রাইমেট নগর।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01