welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রতিরোধমূলক ব্যবস্থা (Preventive Check)

প্রতিরোধমূলক ব্যবস্থা (Preventive Check)


Preventive check consists of voluntary limitations of population growth. Individuals, before getting married and building a family make rational decissions based on their income they except to earn and the quality of life they anticipate to maintain in the future for themselves and their families." Malthusian and Neo-Malthusian Theories. Ran Abramitzky and Fabio Braggion.

প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে কৃত্রিমভাবে জন্মনিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমেই জন্মহার-নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। নর-নারী পরস্পরের প্রতি আকৃষ্ট হলেও ম্যালথাস, জন্মনিয়ন্ত্রণের জন্য কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলেছেন। বিবাহ না করা, বেশি বয়সে বিবাহ করা, জন্মনিয়ন্ত্রণের কৃত্রিম পদ্ধতি অবলম্বন, শিক্ষা-সংস্কৃতির দ্বারা স্বাভাবিকভাবে জন্মনিয়ন্ত্রণে উৎসাহী হওয়া প্রভৃতি পদ্ধতিগুলি এ প্রসঙ্গো উল্লেখযোগ্য।

অনিবার্য ব্যবস্থা (Positive Check):

"The positive check to population is a direct consequence of the lack of a prese the poster the ke Mathus the positive check acts more intensively in lower cla chiere infant mortality rates are higher and unhealthy conditions are more comm

জনসংখ্যা যখন দ্রুত হারে বৃদ্ধি পায় এবং খাদ্যের জোগানের সঙ্গে সামঞ্জস্য থাকে না তখন সমা দুর্ভিক্ষ, মহামারি, অপুষ্টি, যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি ঘটনা ঘটে। ম্যালথাস এগুলিকে অনিবার্য বর বলে উল্লেখ করেন। ম্যালথাসের মতে প্রতিরোধমূলক ব্যবস্থা অপেক্ষা অনিবার্য ব্যবস্থা জনসংখ্যা নিয়ন্ত অধিক কার্যকর হয়। কারণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় শিক্ষা, বুচি, সংস্কৃতি, জ্ঞান সমাজে খুব কম সংখ্যক লোকের মধ্যে থাকে। সভ্যতার প্রথম পর্বে জনসংখ্যা নিয়ন্ত্রণে অনিবার্য ব্যবস্থা ে কার্যকর হয়েছিল। কিন্তু বর্তমানে সমগ্র বিশ্বেই শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তির উন্নতি ঘটেছে। তাই প্রতিরোধম ব্যবস্থা জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01