welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রাইমেট নগর গঠনের পূর্ব শর্তসমূহ:(Preconditions for the development of Primate City):

প্রাইমেট নগর গঠনের পূর্ব শর্তসমূহ:(Preconditions for the development of Primate City):


(a) কয়েকটি ছোটো দেশ নির্দিষ্ট কতগুলি দ্রব্যের উৎপাদন করতে থাকবে। (অস্ট্রেলিয়া, সুইডেন, নেদারল্যান্ড, ডেনমার্ক প্রভৃতি রাষ্ট্র)


(b) দেশগুলিতে বাণিজ্যের প্রভাবে কৃষিভিত্তিক সমাজকে ক্রমশ গ্রাস করতে থাকবে।


(c) দেশগুলির অর্থনীতি অনুন্নত হতে হবে।দেশের অর্থনীতি হবে কৃষিভিত্তিক। থাইল্যান্ডের উদাহরণ এ প্রসঙ্গ্যে বলা যায়।


(d) দেশের জনসংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে।


(e) দেশের মধ্যে চিরাচরিত শাসনব্যবস্থা বহাল থাকবে।


(f) সাম্প্রতিক অতীতে এই দেশে ঔপনিবেশিক শক্তির বিকাশ ঘটে থাকবে।


(h) দেশটি খুব অল্প সময়ের মধ্যে অর্থনীতিকে উন্নত ও আধুনিক করার চ্যালেঞ্জ নেবে।


(i) দেশটির জনসংখ্যার ঘনত্ব খুব বেশি হবে।


(j) দেশটির Per Capita Income কম হবে।


(k) দেশটির জনসংখ্যার বৃদ্ধির হার খুব বেশি হবে।


প্রাইমেসি সূচক: 

• 1963 খ্রিস্টাব্দে Bhatia: Primate City সম্পর্কে ধারণার কিছুটা পরিবর্তন করেন। তিনি Jefferson-এর দ্বিতীয় শ্রেণির শহরগুলির ওপর পরিসংখ্যান সংগ্রহ করে 'average primacy index' নির্ণয় করেন। তাঁর মতে, Primacy index is a ratio in terms of how much the largest city enjoys over the smaller cities of their region-এর মাধ্যমে সবচেয়ে বড়ো শহরটি তার পরবর্তী শহরের তুলনায় কত বড়ো ও প্রভাবশালী তা বোঝা যায়। Primacy Index P যেখানে P₁ = সবচেয়ে বড়ো শহরের জনসংখ্যা এবং P. দ্বিতীয় বৃহত্তম শহরের জনসংখ্যা।


গুরুত্ব: Primacy Index-এর সাহায্যে কোনো দেশে বা বৃহৎ অঞ্চলের ওপর সবচেয়ে বড়ো শহরের প্রভাব কতটা তা পরিমাপ করা যায়। যদি দ্বিতীয় বৃহত্তম শহরের জনসংখ্যা, সবচেয়ে বড়ো শহরের জনসংখ্যার অর্ধেকের কম হয় তাহলে primacy-র তীব্রতা (degree or level of primacy) খুব বেশি হবে। তার সঙ্গে সঙ্গে Primate City-র অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রভাব ক্রমশ বাড়তে থাকে। Primacy Ratio যত কমতে থাকে তত বেশি বিকেন্দ্রীভূত উন্নয়ন চলে অর্থাৎ নির্দিষ্ট কেন্দ্র অপেক্ষা দেশের বিভিন্ন অংশে উন্নয়ন হতে থাকে।


প্রাইমেট নগর-এর উদাহরণ:

(1) ফ্রান্সের প্যারিস শহর Primate City-র উদাহরণ। প্যারিসের জনসংখ্যা 10 মিলিয়নের বেশি, মার্সেলির জনসংখ্যা প্রায় 2 মিলিয়ন।

(ii) ব্রিটিশ যুক্তরাজ্যের লন্ডন হল Primate City, জনসংখ্যা প্রায় 7 মিলিয়নের বেশি। দ্বিতীয় বৃহত্তম নগর বার্মিংহামের জনসংখ্যা প্রায়। মিলিয়ন।

(iii) মেক্সিকো রাষ্ট্রের অন্তর্গত মেক্সিকেসিটি হল Primate City-এর জনসংখ্যা প্রায় 9 মিলিয়ন। দ্বিতীয় বৃহত্তম শহর Guadalajara-এর জনসংখ্যা প্রায় 2 মিলিয়ন।

(iv) থাইল্যান্ডের ব্যাঙ্কক শহর এবং পরবর্তী দ্বিতীয় বৃহত্তম শহর Nanthaburi-র জনসংখ্যায় চরম বৈপরীত্য লক্ষ করা যায়। ব্যাঙ্কক-এর জনসংখ্যা যেখানে প্রায় ৪ মিলিয়ন, Nanthaburi-র জনসংখ্যা মাত্র 4 লক্ষ 81 হাজার।


• নন-প্রাইমেট নগরের উদাহরণ:

ভারতে কোনো Primate City নেই। এর কারণ দেশটির আয়তন অনেক বড়ো। তা ছাড়া মোগলদের পর থেকে ভারতীয়গণ কখনও জাতিতে (Nation) রূপান্তরিত হতে পারেনি। ঔপনিবেশিক শাসনে কলকাতা ছিল premier city: কিন্তু 1911 খ্রিস্টাব্দে দিল্লি হল রাজধানী। 1947 খ্রিস্টাব্দের পর দিল্লি শহরের দ্রুত বৃদ্ধি ঘটতে থাকে। কিন্তু এখনও আমাদের দেশে কোনো Primate City গড়ে ওঠেনি। কোনো দেশের শাসন্যব্যবস্থা Primate City গড়ে ওঠার একটি উল্লেখযোগ্য কারণ। কিন্তু ভারতে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বর্তমানে রাজ্যস্তরে Primate City গড়ে উঠলেও জাতীয় স্তরে এখনও এই ধরনের কোনো শহর গড়ে ওঠার সম্ভাবনা নেই।

ভারতের সর্ববৃহৎ জনবহুল শহর হল মুম্বাই। এর জনসংখ্যা । কোটি ৪4 লক্ষ 14 হাজার। দ্বিতীয় বৃহত্তম শহর দিল্লির জনসংখ্যা । কোটি 63 লক্ষ 15 হাজার জন এবং তৃতীয় বৃহত্তম শহর কলকাতার জনসংখ্যা 1 কোটি 41 লক্ষ 13 হাজার জন। সুতরাং সর্ববৃহৎ শহর ও দ্বিতীয় বৃহত্তম শহরের জনসংখ্যার অনুপাত Primate City-র ধারণাকে সমর্থন করে না। সুতরাং জাতীয় স্তরে ভারতে কোনো Primate City নেই।

ভারতে রাজ্য স্তরে কয়েকটি Primate City গড়ে উঠেছে। অর্থাৎ নির্দিষ্ট রাজ্যের সর্ববৃহৎ শহরের জনসংখ্যা ওই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরের জনসংখ্যার দ্বিগুণ হবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, অস্ত্রপ্রদেশ, কর্ণাটক, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সিকিম, মেঘালয় এবং মিজোরাম রাজ্যে Primate City গড়ে উঠেছে।

উদাহরণস্বরূপ এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলা যায়। কলকাতা হল পশ্চিমবঙ্গ রাজ্যের Primate City. এই শহরে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 20% বর্তমান। বৃহত্তর কলকাতার পরে দ্বিতীয় সর্বোচ্চ 1 জনসংখ্যা বিশিষ্ট শহর হল আসানসোল। এটি কলকাতার জনসংখ্যার 25 অংশ ধারণ করেছে। রাজ্য স্তরে মুম্বাই ও চেন্নাই একইভাবে Primate City-র অন্তর্গত। বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ রাজ্যস্তরে Primate City-তে রূপান্তরিত হয়েছে। চিন, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল এমনকি U.S.A-তে কোনো Primate City গড়ে ওঠেনি। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় যে নিউইয়র্ক শহরের জনসংখ্যা প্রায় 21 মিলিয়ন, দ্বিতীয় বৃহত্তম শহর লস এঞ্জেলস-এর জনসংখ্যা 16 মিলিয়ন এবং তৃতীয় বৃহত্তম শহর চিকাগোর জনসংখ্যা ৭মিলিয়ন। সুতরাং এই রাষ্ট্রে এ ধরনের শহরের অস্তিত্ব নেই। পৃথিবীর অধিকাংশ দেশেই Primate City, Political Capital-এ রূপান্তরিত হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01