welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

শক্তি সম্পদ ভারতে তাপবিদ্যুৎ উৎপাদন(Power Resources Thermal Power Production in India)

  শক্তি সম্পদ ভারতে তাপবিদ্যুৎ উৎপাদন(Power Resources Thermal Power Production in India)


ভারতে তাপবিদ্যুৎ শক্তিসম্পদের সর্বশ্রেষ্ঠ উৎস। বিভিন্ন ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যার অধিকাংশ কয়লা নির্ভর এবং কিছু গ্যাস ও ডিজেল নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র। ভারতের বিদ্যুৎ শক্তির প্রায় ৭৫% তাপবিদ্যুৎ।

কয়লা ও লিগনাইট নির্ভর বিদ্যুৎ কেন্দ্র: অর্ধেকের বেশি বিদ্যুৎই উৎপন্ন হয় কয়লা ও লিগনাইট থেকে। ন্যাশানাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ও কয়েকটি রাজ্যভিত্তিক শক্তি উৎপাদন সংগঠন বিদ্যুৎ উৎপাই। কারে নিয়োজিত। ভারতে কয়লা ও লিগনাইট নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলির মোট উৎপাদন ক্ষমতা ৮৭১১৩ মেটানে NTPC (Natural Themal Power Corporation)-র বিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে বদরপুর, শক্তিনগর, বিন্ধ্যাচল, কোরবা, ভিলাই, মুজাফফরপুর, কাহালগাঁও প্রভৃতি অঞ্চলে। পশ্চিমবঙ্গোর রাজ্য সরকারী বিদ্যুৎ কেন্দ্রগুলি অবস্থিত কোলাঘাট, বক্রেশ্বর, ব্যান্ডেল, সাওতালডিহি, সাগরদিঘি, দুর্গাপুর প্রভৃতি অঞ্চলে। DVC-র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তিনটি রয়েছে-বোকারো, চন্দ্রপুড়ায় ও মেজিয়া। ফরাক্কায় NTPC-র একটি উচ্চক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। CESC-এর বিদ্যুৎ কেন্দ্রগুলি হল বজবজ, টিটাগড় ও সাদার্ন জেনারেটিং স্টেশন।

উপরোক্ত তালিকায় পৃথিবীর প্রধান কয়েকটি তাপবিদ্যুৎ উৎপাদক দেশে উৎপাদন, পৃথিবীতে মোট উৎপাদনের শতকরা হার থেকে দেখা যায় তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান তৃতীয়। উৎপাদনের পরিমাণ যদিও প্রথম স্থানাধিকারী চিন ও দ্বিতীয় স্থানাধিকারী আমেরিকা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম। চিন ও আমেরিকা যুক্তরাষ্ট্র যেখানে পৃথিবীর মোট উৎপাদনের ২১-৬৫ ও ২১-৫২ শতাংশ যথাক্রমে উৎপাদন করে, ভারত সেখানে পৃথিবীর মোট উৎপাদনের ৫-৬২ শতাংশ উৎপাদন করে। তবে ভারতের নিজস্ব মোট বিদ্যুৎ উৎপাদনে ৪/৫ ভাগই তাপবিদ্যুৎ। পৃথিবীতে অন্যান্য তাপবিদ্যুৎ নির্ভর দেশগুলির মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও চিন অন্যতম।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01