welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জনসংখ্যা-সম্পদ অঞ্চল (Population Resource Region)

জনসংখ্যা-সম্পদ অঞ্চল (Population Resource Region)

পৃথিবীতে যতরকমের সম্পদ আছে, সর্বশ্রেষ্ঠ সম্পদ হল মানবসম্পদ। জনসংখ্যা ও সম্পদের মধে সম্পর্ক বিশ্লেষণ করতে গেলে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলি হল- জনসংখ্যা, সম্পদ ও কারিগরী উপাদান। এগুলির মধ্যে প্রযুক্তিবিদ্যা বা কারিগরীবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, কারণ কারিগরীবিদ্যায় উন্নত দেশ বা অঞ্চলগুলি সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে পারে, যেমন- আমেরিকা, কানাডা প্রভৃতি দেশ।

এওয়ার্ড ই একারম্যান জনসংখ্যা এবং সম্পদের সম্পর্ক বিশ্লেষণ করে পৃথিবীকে 5টি জনসংখ্যা-সম্পদ অঞ্চলে ভাগ করেছেন। তাঁর ভাগের ভিত্তি হল-


(a) জনসংখ্যা নিয়ন্ত্রক (Population factor)

(b) সম্পদ নিয়ন্ত্রক (Resource factor)।

(c) প্রযুক্তিবিদ্যা নিয়ন্ত্রক (Technology factor)।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01